যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিচ্ছে হামাস, আগের খসড়ায় জোর 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১৯: ০৩

যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় যোগ দিচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে গত ২ জুলাই গোষ্ঠীটি যুদ্ধবিরতির লক্ষ্য যে প্রস্তাব দিয়েছিল, তার ওপরই জোর দিচ্ছে। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জত আল-রিশক আল-মায়েদিনকে জানিয়েছে, হামাস আজ শনিবার কায়রোয় একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। যার নেতৃত্ব দিচ্ছেন হামাসের উপপ্রধান খলিল আল-হাইয়্যা। এই প্রতিনিধিদল মূলত আলোচকদের জানাবেন যে গত ২ জুলাই হামাস যে সংশোধিত খসড়া প্রস্তাব দিয়েছে, তারই আলোকে তারা আলোচনা করতে চান। 

ইজ্জত আল-রিশক জানিয়েছেন, স্থানীয় সময় আজ সন্ধ্যায় হামাসের প্রতিনিধিদলটির কায়রো পৌঁছানোর কথা। নিজেদের অবস্থান জানানোর পাশাপাশি ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে কী আলোচনা হচ্ছে, সে বিষয়ে সর্বশেষ খবর পাওয়াও এই সফরের লক্ষ্য। 

হামাসের এই নেতা আরও জানান, তাঁর দল ২ জুলাই যে খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল তার প্রতি অটল। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৩১ মে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত ১০ জুন গাজা যুদ্ধের আলোকে যে ২৭৩৫ নম্বর রেজল্যুশন বা প্রস্তাব উত্থাপন করেছিল তার সঙ্গে তাঁর দলের খসড়া প্রস্তাব সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান, হামাস সর্বসম্মত শর্তাবলি বাস্তবায়নের জন্য তাদের প্রস্তুতি পুনঃ নিশ্চিত করছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল যে বাধা দিচ্ছে, তা বন্ধ করতে দেশটির ওপর আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছে। 

এর আগে, গতকাল শুক্রবার হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল মায়েদিনকে জানান, মধ্যস্থতাকারীরা হামাস ও ইসরায়েলের মধ্যে যেসব বিতর্কিত পয়েন্ট আছে, সেগুলো সমাধানের লক্ষ্যে নতুন সূত্র খুঁজে পেয়েছেন। সূত্রটি জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে বিতর্কের বিষয়গুলো হলো—নেতজারিম, ফিলাডেলফিয়া করিডোর ও রাফাহ ক্রসিং থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহার এবং সম্ভাব্য বন্দিবিনিময় চুক্তিতে কতজন ফিলিস্তিনি বন্দী মুক্ত করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত