অনলাইন ডেস্ক
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ ৯ মাস গড়িয়েছে। এরই মধ্যে বিভিন্ন সময় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে ২০০টি রকেট ও ড্রোন নিক্ষেপের কথা জানিয়েছে হিজবুল্লাহ। এর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইসরায়েলে নিয়মিত হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। ইসরায়েলও এর পাল্টা জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নামেহ নাসের নিহত হন। এরপরই ইসরায়েলে হামলা জোরদার করল এই সশস্ত্র গোষ্ঠী।
হামলার পর গতকাল হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, শত্রুরা তাদের কমান্ডারকে হত্যা করেছে। এর প্রতিশোধ হিসেবে তারা ২০০-এর বেশি রকেট ও বিস্ফোরণ সহযোগে ইসরায়েলের ঘাঁটিতে হামলা চালিয়েছে।
এ ছাড়া যুদ্ধ থামাতে নতুন শর্ত দিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দ্বিতীয় শীর্ষ নেতা শেখ নাইম কাসেম গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন, কেবল গাজায় যুদ্ধবিরতি হলেই ইসরায়েলে হামলা বন্ধ করবে হিজবুল্লাহ।
শেখ নাইম কাসেম বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি হলেই আমরা কোনো আলোচনা ছাড়াই আক্রমণ থামিয়ে দেব।’
এদিকে ইসরায়েলে সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই লেবাননের সঙ্গে সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। গতকাল ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো জানা যায়নি। ইসরায়েলের বাহিনীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি বাহিনী শুধু এটুকু বলেছে, লেবানন থেকে সন্দেহজনক বস্তু তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান চালানো হচ্ছে।
যদিও গতকাল সকালে হিজবুল্লাহর হামলা শুরুর পর লেবাননের সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজায় ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া এএফপির এক সাংবাদিক হিজবুল্লাহর ছোড়া রকেট ইসরায়েলে প্রবেশ এবং সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হতে দেখেছেন।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ ৯ মাস গড়িয়েছে। এরই মধ্যে বিভিন্ন সময় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে ২০০টি রকেট ও ড্রোন নিক্ষেপের কথা জানিয়েছে হিজবুল্লাহ। এর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইসরায়েলে নিয়মিত হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। ইসরায়েলও এর পাল্টা জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নামেহ নাসের নিহত হন। এরপরই ইসরায়েলে হামলা জোরদার করল এই সশস্ত্র গোষ্ঠী।
হামলার পর গতকাল হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, শত্রুরা তাদের কমান্ডারকে হত্যা করেছে। এর প্রতিশোধ হিসেবে তারা ২০০-এর বেশি রকেট ও বিস্ফোরণ সহযোগে ইসরায়েলের ঘাঁটিতে হামলা চালিয়েছে।
এ ছাড়া যুদ্ধ থামাতে নতুন শর্ত দিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দ্বিতীয় শীর্ষ নেতা শেখ নাইম কাসেম গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন, কেবল গাজায় যুদ্ধবিরতি হলেই ইসরায়েলে হামলা বন্ধ করবে হিজবুল্লাহ।
শেখ নাইম কাসেম বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি হলেই আমরা কোনো আলোচনা ছাড়াই আক্রমণ থামিয়ে দেব।’
এদিকে ইসরায়েলে সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই লেবাননের সঙ্গে সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। গতকাল ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো জানা যায়নি। ইসরায়েলের বাহিনীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি বাহিনী শুধু এটুকু বলেছে, লেবানন থেকে সন্দেহজনক বস্তু তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান চালানো হচ্ছে।
যদিও গতকাল সকালে হিজবুল্লাহর হামলা শুরুর পর লেবাননের সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজায় ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া এএফপির এক সাংবাদিক হিজবুল্লাহর ছোড়া রকেট ইসরায়েলে প্রবেশ এবং সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হতে দেখেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩৩ মিনিট আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
১ ঘণ্টা আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
১০ ঘণ্টা আগে