অনলাইন ডেস্ক
গাজায় চলমান যুদ্ধের মাঝেই ৬ জিম্মি থাই নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। থাই কর্মকর্তারা বলেছেন, গাজা থেকে আজই থাইল্যান্ড গিয়ে পৌঁছাবেন তাঁরা।
ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ডের একটি সূত্র এএফপিকে নিশ্চিত করে বলেছে যে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট কমিটির (আইআরআরসি) প্রতিনিধিদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা সম্পন্ন হয়েছে।
ইসরায়েলের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ইতিমধ্যে একটি যাত্রীবাহী বিমান তাঁদের নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে বলেও জানানো হয়। ছয় সপ্তাহ বন্দী থাকার পর এই ৬ জনকে বহনকারী বিমান থাইল্যান্ডের রাজধানীর সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ২৪২ জনকে জিম্মি করেছিল। জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ । বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকেরা রয়েছেন। থাই জিম্মির সংখ্যা ৩২।
নভেম্বরের শেষ দিকে যুদ্ধবিরতির মাঝে ১৭ থাই জিম্মিকে মুক্তি দেয় হামাস। এ দফায় ৬ জন মুক্তি পাওয়ায় হামাসের জিম্মায় থাকা থাই বন্দীর সংখ্যা দাঁড়াল ৯ জনে।
সকল থাই জিম্মিকে মুক্ত করার জন্য হামাসের সঙ্গে যোগাযোগ করে চলছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাই মুসলিমদের কয়েকটি সংগঠন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের সময় থাইল্যান্ডের প্রায় ৩০ হাজার নাগরিক ছিল ইসরায়েলে। তাঁদের বেশির ভাগই রাজ্যের উত্তর-পূর্বের দরিদ্র প্রদেশের অভিবাসী শ্রমিক।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, গাজায় চলমান যুদ্ধে ২৯ থাই নাগরিক নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
এদিকে, গাজা উপত্যকায় প্রায় দুই মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ১৫ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৪১ হাজার ৩১৬ জন। গতকাল রোববার ফিলিস্তিনি ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
গাজায় চলমান যুদ্ধের মাঝেই ৬ জিম্মি থাই নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। থাই কর্মকর্তারা বলেছেন, গাজা থেকে আজই থাইল্যান্ড গিয়ে পৌঁছাবেন তাঁরা।
ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ডের একটি সূত্র এএফপিকে নিশ্চিত করে বলেছে যে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট কমিটির (আইআরআরসি) প্রতিনিধিদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা সম্পন্ন হয়েছে।
ইসরায়েলের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ইতিমধ্যে একটি যাত্রীবাহী বিমান তাঁদের নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে বলেও জানানো হয়। ছয় সপ্তাহ বন্দী থাকার পর এই ৬ জনকে বহনকারী বিমান থাইল্যান্ডের রাজধানীর সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ২৪২ জনকে জিম্মি করেছিল। জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ । বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকেরা রয়েছেন। থাই জিম্মির সংখ্যা ৩২।
নভেম্বরের শেষ দিকে যুদ্ধবিরতির মাঝে ১৭ থাই জিম্মিকে মুক্তি দেয় হামাস। এ দফায় ৬ জন মুক্তি পাওয়ায় হামাসের জিম্মায় থাকা থাই বন্দীর সংখ্যা দাঁড়াল ৯ জনে।
সকল থাই জিম্মিকে মুক্ত করার জন্য হামাসের সঙ্গে যোগাযোগ করে চলছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাই মুসলিমদের কয়েকটি সংগঠন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের সময় থাইল্যান্ডের প্রায় ৩০ হাজার নাগরিক ছিল ইসরায়েলে। তাঁদের বেশির ভাগই রাজ্যের উত্তর-পূর্বের দরিদ্র প্রদেশের অভিবাসী শ্রমিক।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, গাজায় চলমান যুদ্ধে ২৯ থাই নাগরিক নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
এদিকে, গাজা উপত্যকায় প্রায় দুই মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ১৫ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৪১ হাজার ৩১৬ জন। গতকাল রোববার ফিলিস্তিনি ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৪১ মিনিট আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৩ ঘণ্টা আগে