অনলাইন ডেস্ক
ইরানে হামাসপ্রধান ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছে রাশিয়া। আজ বুধবার (৩১ জুলাই) নিন্দা জানানোর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য বড় যুদ্ধ থেকে বিরত থাকতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে দেশটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র আন্দ্রেই নাস্তাসিন সাংবাদিকদের বলেন, ‘তেহরানে বাসভবনে রকেট হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোপ্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার তীব্র নিন্দা জানাই। আমরা জড়িত সব পক্ষকে সংযম অনুশীলনের আহ্বান জানাই। এটি এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটাতে পারে এবং বড় আকারের সংঘাতের সূচনা করতে পারে—এমন যেকোনো পদক্ষেপ পরিত্যাগের আহ্বান জানাচ্ছি।’
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে আজ বুধবার ভোরে ইরানে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও ইসরায়েল-লেবানন সীমান্ত সংঘাতের মধ্যে এই হত্যাকাণ্ড এ অঞ্চলে বৃহত্তর অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।
এদিকে হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের ঘটনা মধ্যপ্রাচ্যকে ‘উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল’ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আজ হামাসপ্রধানকে হত্যার ‘কঠোর নিন্দা’ জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি দেন।
তিনি আল জাজিরাকে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে এ ধরনের পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে পরিচালিত হয়েছে এবং এ ঘটনা এরই মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।’
এর আগে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ হানিয়ার হত্যাকাণ্ডকে ‘একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা’ বলে অভিহিত করেছেন।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আজ ভোরে জানায়, ইরানের রাজধানী তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হামাসপ্রধান দেহরক্ষীসহ নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে, তাদের বাহিনী ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করা হয়েছে।
ইরানে হামাসপ্রধান ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছে রাশিয়া। আজ বুধবার (৩১ জুলাই) নিন্দা জানানোর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য বড় যুদ্ধ থেকে বিরত থাকতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে দেশটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র আন্দ্রেই নাস্তাসিন সাংবাদিকদের বলেন, ‘তেহরানে বাসভবনে রকেট হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোপ্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার তীব্র নিন্দা জানাই। আমরা জড়িত সব পক্ষকে সংযম অনুশীলনের আহ্বান জানাই। এটি এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটাতে পারে এবং বড় আকারের সংঘাতের সূচনা করতে পারে—এমন যেকোনো পদক্ষেপ পরিত্যাগের আহ্বান জানাচ্ছি।’
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে আজ বুধবার ভোরে ইরানে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও ইসরায়েল-লেবানন সীমান্ত সংঘাতের মধ্যে এই হত্যাকাণ্ড এ অঞ্চলে বৃহত্তর অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।
এদিকে হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের ঘটনা মধ্যপ্রাচ্যকে ‘উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল’ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আজ হামাসপ্রধানকে হত্যার ‘কঠোর নিন্দা’ জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি দেন।
তিনি আল জাজিরাকে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে এ ধরনের পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে পরিচালিত হয়েছে এবং এ ঘটনা এরই মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।’
এর আগে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ হানিয়ার হত্যাকাণ্ডকে ‘একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা’ বলে অভিহিত করেছেন।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আজ ভোরে জানায়, ইরানের রাজধানী তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হামাসপ্রধান দেহরক্ষীসহ নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে, তাদের বাহিনী ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করা হয়েছে।
স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
১১ মিনিট আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগে