অনলাইন ডেস্ক
এখনই গাজায় বড় ধরনের অভিযান চালানোর বিপক্ষে প্রায় অর্ধেক ইসরায়েলি। দেশটির সংবাদমাধ্যম মারিভের চালানো এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুসারে, ইসরায়েলের ৪৯ শতাংশ নাগরিক চান না গাজায় এখনই কোনো ধরনে বড় অভিযান চালানো হোক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। হামাসকে নির্মূলের প্রতিজ্ঞাও ব্যক্ত করেছে দেশটি। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই থেকে ইসরায়েলি বিমানবাহিনী অনবরত অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু।
এ অবস্থায় ইসরায়েলিদের ওপর চালানো জরিপের ভিত্তিতে মারিভ পত্রিকা জানিয়েছে, মাত্র ২৯ শতাংশ ইসরায়েলি চান এখনই হামাসের বিরুদ্ধে স্থল অভিযান বা অন্য কোনো বড় অভিযান চালু হোক। বিপরীতে ৪৯ শতাংশ মনে করেন, এখনই অভিযান শুরু না করে আরও অপেক্ষা করা উচিত। ২২ শতাংশ ভোটার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। জরিপটি ৫২২ জন প্রাপ্তবয়স্ক ইসরায়েলির ওপর চালানো হয়। মারিভ জানিয়েছে, এই জরিপে ভুলের আশঙ্কা মাত্র ৪ দশমিক ৩ শতাংশ।
এর আগে, গত ১০ অক্টোবর একই ইস্যুতে জরিপ চালায় মারিভ। তখন অন্তত ৬৫ শতাংশ ভোটদাতা বলেছিলেন, শিগগিরই গাজায় বড় আকারের স্থল অভিযান শুরু করা উচিত। মারিভ বলছে, খুব দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলি জনমানসে এই বিষয়ে মত পরিবর্তিত হয়েছে।
এদিকে, বিগত ২১ দিন ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৫। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গণহত্যার উদ্দেশ্য চালিত ইসরায়েলি আগ্রাসনের ফলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে—গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৫। আহত হয়েছে আরও অন্তত ২০ হাজার ৫০০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ হাজার ৩০৫ জনই গাজা উপত্যকার। হাজায় আহত হয়েছে ১৮ হাজার ৫৬৭ জন। বিপরীতে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে বিগত ২১ দিনে নিহত হয়েছে ১১০ জন। আহত হয়েছে আরও অন্তত ১ হাজার ৯৫০ জন। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু। নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু ও বয়স্ক।
এখনই গাজায় বড় ধরনের অভিযান চালানোর বিপক্ষে প্রায় অর্ধেক ইসরায়েলি। দেশটির সংবাদমাধ্যম মারিভের চালানো এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুসারে, ইসরায়েলের ৪৯ শতাংশ নাগরিক চান না গাজায় এখনই কোনো ধরনে বড় অভিযান চালানো হোক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। হামাসকে নির্মূলের প্রতিজ্ঞাও ব্যক্ত করেছে দেশটি। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই থেকে ইসরায়েলি বিমানবাহিনী অনবরত অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু।
এ অবস্থায় ইসরায়েলিদের ওপর চালানো জরিপের ভিত্তিতে মারিভ পত্রিকা জানিয়েছে, মাত্র ২৯ শতাংশ ইসরায়েলি চান এখনই হামাসের বিরুদ্ধে স্থল অভিযান বা অন্য কোনো বড় অভিযান চালু হোক। বিপরীতে ৪৯ শতাংশ মনে করেন, এখনই অভিযান শুরু না করে আরও অপেক্ষা করা উচিত। ২২ শতাংশ ভোটার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। জরিপটি ৫২২ জন প্রাপ্তবয়স্ক ইসরায়েলির ওপর চালানো হয়। মারিভ জানিয়েছে, এই জরিপে ভুলের আশঙ্কা মাত্র ৪ দশমিক ৩ শতাংশ।
এর আগে, গত ১০ অক্টোবর একই ইস্যুতে জরিপ চালায় মারিভ। তখন অন্তত ৬৫ শতাংশ ভোটদাতা বলেছিলেন, শিগগিরই গাজায় বড় আকারের স্থল অভিযান শুরু করা উচিত। মারিভ বলছে, খুব দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলি জনমানসে এই বিষয়ে মত পরিবর্তিত হয়েছে।
এদিকে, বিগত ২১ দিন ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৫। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গণহত্যার উদ্দেশ্য চালিত ইসরায়েলি আগ্রাসনের ফলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে—গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৫। আহত হয়েছে আরও অন্তত ২০ হাজার ৫০০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ হাজার ৩০৫ জনই গাজা উপত্যকার। হাজায় আহত হয়েছে ১৮ হাজার ৫৬৭ জন। বিপরীতে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে বিগত ২১ দিনে নিহত হয়েছে ১১০ জন। আহত হয়েছে আরও অন্তত ১ হাজার ৯৫০ জন। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু। নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু ও বয়স্ক।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৪৪ মিনিট আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৩ ঘণ্টা আগে