অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ইউক্রেনীয় তরুণী দারিয়া কোতসারেনকো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিছুদিন আগেই। তবে ইসলাম ধর্ম গ্রহণের অল্প সময় পর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ২৯ বছরের এই তরুণীর। মৃত্যুর পর তাঁর জানাজায় উপস্থিত হয়েছিলেন হাজারো মানুষ। যার অধিকাংশই দারিয়াকে চেনেন না। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যাপারে শুনে জানাজায় হাজির হয়েছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ মার্চ অর্থাৎ ১৫ রমজান ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে গত ২৯ মার্চ অর্থাৎ শুক্রবার তিনি মারা যান। তিনি আরব আমিরাতের দুবাইয়ে একা থাকতেন।
স্থানীয় ইমাম ও ইসলামি কনটেন্ট ক্রিয়েটর ফারিস আল-হাম্মাদি জানিয়েছেন, দারিয়া প্রথম দুবাইয়ে আসেন ৩ বছর আগে। সে সময়ই তিনি স্থানীয় সংস্কৃতি ও ইসলাম ধর্ম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পরে এই বিষয়ে তিনি বিস্তর পড়ালেখা করেন এবং স্থানীয় আলেমদের কাছে নানা বিষয়ে জানতে চান। দীর্ঘদিন ধরে তিনি ইসলামের বিষয়ে গভীর জ্ঞানার্জনের চেষ্টা চালান।
দারিয়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ফারিস আল-হাম্মাদি বলেন, ‘ইসলাম গ্রহণের আগেও দারিয়া বিনয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি একটি নৈতিক জীবনযাপন করতেন। তাঁর কোনো হারাম সম্পর্ক ছিল না ও তিনি সব সময় শালীন পোশাক পরতেন। তিনি অ্যালকোহল ও অন্যান্য নিষিদ্ধ কার্যকলাপ থেকেও বিরত ছিলেন।’
ফারিস আল-হাম্মাদি জানান, ইমাম দারিয়ার প্রশংসা করে আরও বলেছেন, তাঁর ইসলাম গ্রহণ ও এর নীতির প্রতি আনুগত্য ছিল প্রশংসনীয়। সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দারিয়া দুবাইয়ের লোকজনের মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন।
দুবাইয়ে দারিয়ার কোনো আত্মীয়স্বজন বা পরিবার পরিজন ছিল না। তবে তারপরও তাঁর জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়েছিলেন। গত শুক্রবারই তাঁকে দুবাইয়ের আল-কুবাইস কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে ধর্ম-নির্বিশেষে শোক প্রকাশ করেছেন অনেকে।
ফারিস আল-হাম্মাদিই দারিয়াকে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে যাবতীয় সহযোগিতা করেন। এক ভিডিওতে তিনি জানিয়েছেন, দারিয়া ইসলাম ধর্মের বিষয়ে যেসব জ্ঞান অর্জন করেছেন তিনি তার ওপর দৃঢ় ও অবিচল ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ইউক্রেনীয় তরুণী দারিয়া কোতসারেনকো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিছুদিন আগেই। তবে ইসলাম ধর্ম গ্রহণের অল্প সময় পর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ২৯ বছরের এই তরুণীর। মৃত্যুর পর তাঁর জানাজায় উপস্থিত হয়েছিলেন হাজারো মানুষ। যার অধিকাংশই দারিয়াকে চেনেন না। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যাপারে শুনে জানাজায় হাজির হয়েছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ মার্চ অর্থাৎ ১৫ রমজান ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে গত ২৯ মার্চ অর্থাৎ শুক্রবার তিনি মারা যান। তিনি আরব আমিরাতের দুবাইয়ে একা থাকতেন।
স্থানীয় ইমাম ও ইসলামি কনটেন্ট ক্রিয়েটর ফারিস আল-হাম্মাদি জানিয়েছেন, দারিয়া প্রথম দুবাইয়ে আসেন ৩ বছর আগে। সে সময়ই তিনি স্থানীয় সংস্কৃতি ও ইসলাম ধর্ম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পরে এই বিষয়ে তিনি বিস্তর পড়ালেখা করেন এবং স্থানীয় আলেমদের কাছে নানা বিষয়ে জানতে চান। দীর্ঘদিন ধরে তিনি ইসলামের বিষয়ে গভীর জ্ঞানার্জনের চেষ্টা চালান।
দারিয়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ফারিস আল-হাম্মাদি বলেন, ‘ইসলাম গ্রহণের আগেও দারিয়া বিনয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি একটি নৈতিক জীবনযাপন করতেন। তাঁর কোনো হারাম সম্পর্ক ছিল না ও তিনি সব সময় শালীন পোশাক পরতেন। তিনি অ্যালকোহল ও অন্যান্য নিষিদ্ধ কার্যকলাপ থেকেও বিরত ছিলেন।’
ফারিস আল-হাম্মাদি জানান, ইমাম দারিয়ার প্রশংসা করে আরও বলেছেন, তাঁর ইসলাম গ্রহণ ও এর নীতির প্রতি আনুগত্য ছিল প্রশংসনীয়। সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দারিয়া দুবাইয়ের লোকজনের মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন।
দুবাইয়ে দারিয়ার কোনো আত্মীয়স্বজন বা পরিবার পরিজন ছিল না। তবে তারপরও তাঁর জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়েছিলেন। গত শুক্রবারই তাঁকে দুবাইয়ের আল-কুবাইস কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে ধর্ম-নির্বিশেষে শোক প্রকাশ করেছেন অনেকে।
ফারিস আল-হাম্মাদিই দারিয়াকে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে যাবতীয় সহযোগিতা করেন। এক ভিডিওতে তিনি জানিয়েছেন, দারিয়া ইসলাম ধর্মের বিষয়ে যেসব জ্ঞান অর্জন করেছেন তিনি তার ওপর দৃঢ় ও অবিচল ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৩ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৪ ঘণ্টা আগে