গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সবকিছু প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ২১: ৫৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য এখন সবকিছু প্রস্তুত। আজ বুধবার তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে, তা বিরোধের সমাধানের জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে আমিরাবদুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যদি সত্যিকার অর্থে যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি বজায় রাখে, তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং সমস্যার সমাধানের জন্য সবকিছু প্রস্তুত।

তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর চরমপন্থী সরকার স্বাভাবিকভাবেই গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করছে; কারণ, যুদ্ধের অবসান হলে দখল করা জমিতে রাজনৈতিক সংকট দেখা দেবে।

গত মাসে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক।

তিনি বলেন, বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ইরানের এবং এ অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাবে।

ইহুদিবাদী সরকারের প্রতি ইরানের প্রতিক্রিয়া ফিলিস্তিনের বর্তমান সংকট নিরসনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত