অনলাইন ডেস্ক
ইসরায়েলি হামলার ভয়াবহতা ও তীব্রতার মুখে নানা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে গাজার সবচেয়ে বড় হাসপাতালটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি শেষ হয়ে যাওয়াই আল-শিফা হাসপাতাল বন্ধ হওয়ার মূল কারণ। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হাসপাতালটিতে জ্বালানি সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে হামাস।
গাজার প্রধান ও সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি সামরিক ঘাঁটি আছে। ইসরায়েলের এমন অভিযোগ কি অসংখ্য অসুস্থ মানুষ এবং শিশুদের জীবনকে বিপন্ন করে তোলার জন্য যৌক্তিক ব্যাখ্যা কি না—গত রোববার এনবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন নেতানিয়াহু। জবাবে তিনি বলেন, হামাস যোদ্ধারা লুকিয়ে আছে হাসপাতালটিতে। তারা হাসপাতালের জন্য জ্বালানি চায় না। তারা এমন জ্বালানি চায় যেটা নিজেদের সুড়ঙ্গে নিয়ে যেতে পারবে।
নেতানিয়াহু বলেন, গত রাতে (শনিবার) আমরা হাসপাতাল চালানো এবং ইনকিউবেটরকে কার্যক্ষম রাখার জন্য পর্যাপ্ত জ্বালানি দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কারণ, রোগী কিংবা বেসামরিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না। কিন্তু তা ফিরিয়ে দিয়েছে হামাস।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে, তারা গত রোববার আল-শিফা থেকে শিশুদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ভেতরে মানুষজন তখনো আটকা পড়ে ছিল। তিন নবজাতকের মৃত্যু হয়েছিল এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে মৃত্যুঝুঁকির মুখে ছিল আরও কয়েক ডজন রোগী। আর, হাসপাতালের কাছেই চলছিল যুদ্ধ।
নেতানিয়াহুর মন্তব্যের বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল-শিফা কিংবা গাজার অন্য কোনো হাসপাতালে সামরিক ঘাঁটি থাকার অভিযোগ আগেই অস্বীকার করেছিল হামাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম ঘেব্রেইয়েসুস বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা আল-শিফা হাসপাতালে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পেরেছে। তাঁরা জানিয়েছেন, হাসপাতালের আশপাশে ব্যাপক গোলাগুলি ও বোমাবর্ষণের ফলে আগে থেকেই ভয়াবহ হয়ে থাকা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেন, ‘দুঃখজনকভাবে রোগীদের মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘আল-শিফা আর এখন কোনো হাসপাতাল হিসেবে কাজ করতে পারছে না।’ জায়গাটি স্রেফ আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। পোস্টে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
এদিকে, অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে সৌদি আরবসহ মুসলিম দেশগুলো। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড আত্মরক্ষার্থে–এমন যুক্তি নাকচ করে দিয়ে গতকাল শনিবার রিয়াদ থেকে এ আহ্বান জানানো হয়। আরব ও মুসলিম নেতাদের নিয়ে বিশেষ এই যৌথ শীর্ষ সম্মেলনে ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের সংঘটিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ও অপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানানো হয়।
ইসরায়েলি হামলার ভয়াবহতা ও তীব্রতার মুখে নানা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে গাজার সবচেয়ে বড় হাসপাতালটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি শেষ হয়ে যাওয়াই আল-শিফা হাসপাতাল বন্ধ হওয়ার মূল কারণ। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হাসপাতালটিতে জ্বালানি সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে হামাস।
গাজার প্রধান ও সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি সামরিক ঘাঁটি আছে। ইসরায়েলের এমন অভিযোগ কি অসংখ্য অসুস্থ মানুষ এবং শিশুদের জীবনকে বিপন্ন করে তোলার জন্য যৌক্তিক ব্যাখ্যা কি না—গত রোববার এনবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন নেতানিয়াহু। জবাবে তিনি বলেন, হামাস যোদ্ধারা লুকিয়ে আছে হাসপাতালটিতে। তারা হাসপাতালের জন্য জ্বালানি চায় না। তারা এমন জ্বালানি চায় যেটা নিজেদের সুড়ঙ্গে নিয়ে যেতে পারবে।
নেতানিয়াহু বলেন, গত রাতে (শনিবার) আমরা হাসপাতাল চালানো এবং ইনকিউবেটরকে কার্যক্ষম রাখার জন্য পর্যাপ্ত জ্বালানি দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কারণ, রোগী কিংবা বেসামরিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না। কিন্তু তা ফিরিয়ে দিয়েছে হামাস।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে, তারা গত রোববার আল-শিফা থেকে শিশুদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ভেতরে মানুষজন তখনো আটকা পড়ে ছিল। তিন নবজাতকের মৃত্যু হয়েছিল এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে মৃত্যুঝুঁকির মুখে ছিল আরও কয়েক ডজন রোগী। আর, হাসপাতালের কাছেই চলছিল যুদ্ধ।
নেতানিয়াহুর মন্তব্যের বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল-শিফা কিংবা গাজার অন্য কোনো হাসপাতালে সামরিক ঘাঁটি থাকার অভিযোগ আগেই অস্বীকার করেছিল হামাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম ঘেব্রেইয়েসুস বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা আল-শিফা হাসপাতালে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পেরেছে। তাঁরা জানিয়েছেন, হাসপাতালের আশপাশে ব্যাপক গোলাগুলি ও বোমাবর্ষণের ফলে আগে থেকেই ভয়াবহ হয়ে থাকা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেন, ‘দুঃখজনকভাবে রোগীদের মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘আল-শিফা আর এখন কোনো হাসপাতাল হিসেবে কাজ করতে পারছে না।’ জায়গাটি স্রেফ আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। পোস্টে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
এদিকে, অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে সৌদি আরবসহ মুসলিম দেশগুলো। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড আত্মরক্ষার্থে–এমন যুক্তি নাকচ করে দিয়ে গতকাল শনিবার রিয়াদ থেকে এ আহ্বান জানানো হয়। আরব ও মুসলিম নেতাদের নিয়ে বিশেষ এই যৌথ শীর্ষ সম্মেলনে ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের সংঘটিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ও অপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানানো হয়।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৬ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে