অনলাইন ডেস্ক
ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্তির দিনে এই হামলা চালাল হিজবুল্লাহ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের বন্দরনগরী হাইফার কারমেল সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া রকেট ও শ্র্যাপনেল শহরের বিভিন্ন অংশে আঘাত হেনেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুটি এলাকায় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ এবং শ্র্যাপনেলের খবর পাওয়া গেছে।
হাইফার রামবাম হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রকেট হামলায় আহত ৬ জনকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে ১ খুবই সামান্য আঘাত পেয়েছেন। বাকি ৫ জনের মধ্যে ৪ জন বেশ খানিকটা আঘাত পেয়েছেন। অপর একজনকে মানসিক আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড অ্যাডাম ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলেই দুজনকে চিকিৎসার দিয়েছে। তাদের একজন ১৩ বছরের বালক, যার মাথায় শ্র্যাপনেলের আঘাত লেগেছে। অপর একজন ২২ বছরের তরুণ। সে একটি রকেট বিস্ফোরণের সময় একটি জানালার পাশা থাকায় সেটির ভাঙা কাচ দিয়ে আঘাত পায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পাঁচটি রকেট দেখতে পায় শহরের আকাশে। কিন্তু বাধা দেওয়ার আগেই সেগুলো শহরে আঘাত হানে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহ গত রোববার শতাধিক রকেট নিক্ষেপ করেছে।
এদিকে, ইসরায়েল লেবাননের দক্ষিণ বৈরুত ও এর আশপাশের এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের মতে, গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে।
ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্তির দিনে এই হামলা চালাল হিজবুল্লাহ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের বন্দরনগরী হাইফার কারমেল সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া রকেট ও শ্র্যাপনেল শহরের বিভিন্ন অংশে আঘাত হেনেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুটি এলাকায় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ এবং শ্র্যাপনেলের খবর পাওয়া গেছে।
হাইফার রামবাম হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রকেট হামলায় আহত ৬ জনকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে ১ খুবই সামান্য আঘাত পেয়েছেন। বাকি ৫ জনের মধ্যে ৪ জন বেশ খানিকটা আঘাত পেয়েছেন। অপর একজনকে মানসিক আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড অ্যাডাম ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলেই দুজনকে চিকিৎসার দিয়েছে। তাদের একজন ১৩ বছরের বালক, যার মাথায় শ্র্যাপনেলের আঘাত লেগেছে। অপর একজন ২২ বছরের তরুণ। সে একটি রকেট বিস্ফোরণের সময় একটি জানালার পাশা থাকায় সেটির ভাঙা কাচ দিয়ে আঘাত পায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পাঁচটি রকেট দেখতে পায় শহরের আকাশে। কিন্তু বাধা দেওয়ার আগেই সেগুলো শহরে আঘাত হানে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহ গত রোববার শতাধিক রকেট নিক্ষেপ করেছে।
এদিকে, ইসরায়েল লেবাননের দক্ষিণ বৈরুত ও এর আশপাশের এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের মতে, গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে।
স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
১২ মিনিট আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগে