আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েলে হামাসের হামলার পরদিনই দেশটির গিলবোয়া কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর চড়াও হয় ইসরায়েলি বিশেষ বাহিনীর ইউনিটগুলো। সেখানে প্রবেশ করেই ফিলিস্তিনি বন্দীদের অমানবিকভাবে মারধর করে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর পরপরই পশ্চিম তীর ও জেরুজালেমসহ ফিলিস্তিন ভূখণ্ডে অভিযান বাড়িয়েছে ইসরায়েল। সংঘাত শুরুর ২৫ দিনের মধ্যে দেশটির কারাগারে ফিলিস্তিনি বন্দীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আল জাজিরা জানায়, ৭ অক্টোবরের আগে ইসরায়েলি কারাগারে ৫ হাজার ২০০ জন ফিলিস্তিনি বন্দী ছিলেন। তবে এই কয়েক দিনের মধ্যে বন্দীর সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে।
কারাবন্দী থাকার পাঁচ বছর পর ২৪ অক্টোবর গিলবোয়া কারাগার থেকে মুক্তি পান সালাহ ফাতেন সালাহ (২৩)। তিনি আল জাজিরাকে বলেন, ‘ইসরায়েলি বাহিনীর প্রতিশোধমূলক আক্রমণ ওই দিন (৮ অক্টোবর) সকালেই শুরু হয়। তারা (ইসরায়েলি বাহিনী) চিৎকার করে সব বন্দীর কক্ষে ঢুকে মাথায় হাত রেখে হাঁটু গেড়ে বসতে বলে। তারপর তারা কিলঘুষি-লাথির সঙ্গে লাঠি দিয়েও নির্দয়ভাবে পেটাতে শুরু করে আমাদের।’
‘এমনকি ডায়াবেটিসে আক্রান্ত রোগীকেও ছাড় দেয়নি তারা। প্রতিদিন তিনবার করে ইনসুলিন নিতে হয়, এমন এক বন্দীর সঙ্গেও পশুর মতো আচরণ করে ইসরায়েলি বাহিনী। প্রায় দুই ঘণ্টা তাঁকে পেটানো হয়। এতে ওই বন্দী যেভাবে রক্তাক্ত হন, আমরা আশঙ্কা করছিলাম তাঁকে আর বাঁচানো যাবে না!’
বন্দীদের এভাবে পেটানোর পর কারাগারে ওই কক্ষের সব জায়গা রক্তাক্ত হয়ে যায় বলে জানান সালাহ। তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে মানবিকতা বলতে কিছু ছিল না। যারা বৃদ্ধ ও অসুস্থ মানুষকে এভাবে পেটাতে পারে তারা মানুষ হয় কী করে? ওই দিন আমাদের সব বন্দীকে মেরে ফেলার হুমকি দেয় কারাগারটির প্রধান।’
৭ অক্টোবরের পর গ্রেপ্তার হওয়া দুই ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি কারাগারে নিহত হন। তাঁদের কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি তাঁদের কোনো বিচারের মুখোমুখিও করা হয়নি। এ সময়ে আহত হন আরও ডজনখানেক ফিলিস্তিনি।
সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি বন্দীদের মারধর-নির্যাতন, গালাগাল এবং হেনস্তার বেশ কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে। ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলের এ নির্যাতনকে ২০০৩ সালে ইরাকের আবু গারিব কারাগারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নির্যাতনের সঙ্গে তুলনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে।
ইসরায়েলের কারাগার থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের পাশাপাশি বন্দীদের নিয়ে কাজ করা অধিকার গোষ্ঠী, আইনজীবী এবং সরকারি প্রতিষ্ঠান সবাই ইসরায়েলি হেফাজতে থাকা ফিলিস্তিনিদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন ওই বন্দীরা।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ বলেন, ‘ইসরায়েলের কারাগারের ভেতরের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা বন্দীদের প্রতিদিনই গণপিটুনির তথ্য পাচ্ছি। তারা (ইসরায়েলি কর্তৃপক্ষ) তাদের হত্যার হুমকি দিচ্ছে।’
এসব অভিযোগের ব্যাপারে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব পায়নি আল জাজিরা।
ইসরায়েলে হামাসের হামলার পরদিনই দেশটির গিলবোয়া কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর চড়াও হয় ইসরায়েলি বিশেষ বাহিনীর ইউনিটগুলো। সেখানে প্রবেশ করেই ফিলিস্তিনি বন্দীদের অমানবিকভাবে মারধর করে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর পরপরই পশ্চিম তীর ও জেরুজালেমসহ ফিলিস্তিন ভূখণ্ডে অভিযান বাড়িয়েছে ইসরায়েল। সংঘাত শুরুর ২৫ দিনের মধ্যে দেশটির কারাগারে ফিলিস্তিনি বন্দীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আল জাজিরা জানায়, ৭ অক্টোবরের আগে ইসরায়েলি কারাগারে ৫ হাজার ২০০ জন ফিলিস্তিনি বন্দী ছিলেন। তবে এই কয়েক দিনের মধ্যে বন্দীর সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে।
কারাবন্দী থাকার পাঁচ বছর পর ২৪ অক্টোবর গিলবোয়া কারাগার থেকে মুক্তি পান সালাহ ফাতেন সালাহ (২৩)। তিনি আল জাজিরাকে বলেন, ‘ইসরায়েলি বাহিনীর প্রতিশোধমূলক আক্রমণ ওই দিন (৮ অক্টোবর) সকালেই শুরু হয়। তারা (ইসরায়েলি বাহিনী) চিৎকার করে সব বন্দীর কক্ষে ঢুকে মাথায় হাত রেখে হাঁটু গেড়ে বসতে বলে। তারপর তারা কিলঘুষি-লাথির সঙ্গে লাঠি দিয়েও নির্দয়ভাবে পেটাতে শুরু করে আমাদের।’
‘এমনকি ডায়াবেটিসে আক্রান্ত রোগীকেও ছাড় দেয়নি তারা। প্রতিদিন তিনবার করে ইনসুলিন নিতে হয়, এমন এক বন্দীর সঙ্গেও পশুর মতো আচরণ করে ইসরায়েলি বাহিনী। প্রায় দুই ঘণ্টা তাঁকে পেটানো হয়। এতে ওই বন্দী যেভাবে রক্তাক্ত হন, আমরা আশঙ্কা করছিলাম তাঁকে আর বাঁচানো যাবে না!’
বন্দীদের এভাবে পেটানোর পর কারাগারে ওই কক্ষের সব জায়গা রক্তাক্ত হয়ে যায় বলে জানান সালাহ। তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে মানবিকতা বলতে কিছু ছিল না। যারা বৃদ্ধ ও অসুস্থ মানুষকে এভাবে পেটাতে পারে তারা মানুষ হয় কী করে? ওই দিন আমাদের সব বন্দীকে মেরে ফেলার হুমকি দেয় কারাগারটির প্রধান।’
৭ অক্টোবরের পর গ্রেপ্তার হওয়া দুই ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি কারাগারে নিহত হন। তাঁদের কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি তাঁদের কোনো বিচারের মুখোমুখিও করা হয়নি। এ সময়ে আহত হন আরও ডজনখানেক ফিলিস্তিনি।
সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি বন্দীদের মারধর-নির্যাতন, গালাগাল এবং হেনস্তার বেশ কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে। ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলের এ নির্যাতনকে ২০০৩ সালে ইরাকের আবু গারিব কারাগারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নির্যাতনের সঙ্গে তুলনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে।
ইসরায়েলের কারাগার থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের পাশাপাশি বন্দীদের নিয়ে কাজ করা অধিকার গোষ্ঠী, আইনজীবী এবং সরকারি প্রতিষ্ঠান সবাই ইসরায়েলি হেফাজতে থাকা ফিলিস্তিনিদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন ওই বন্দীরা।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ বলেন, ‘ইসরায়েলের কারাগারের ভেতরের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা বন্দীদের প্রতিদিনই গণপিটুনির তথ্য পাচ্ছি। তারা (ইসরায়েলি কর্তৃপক্ষ) তাদের হত্যার হুমকি দিচ্ছে।’
এসব অভিযোগের ব্যাপারে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব পায়নি আল জাজিরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
১ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
১ ঘণ্টা আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
১০ ঘণ্টা আগে