অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর ত্রাণসামগ্রী খালাস না করেই সাইপ্রাসে ফিরে যাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের জাহাজ। গত সোমবারের ওই হামলার পরপরই ত্রাণ কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় সংস্থাটি। এর আগে জাহাজ থেকে মাত্র ১০০ টন খাদ্য খালাস করেছিলেন কর্মীরা।
গতকাল মঙ্গলবার সাইপ্রাসের কর্মকর্তারা গাজার জন্য ত্রাণবাহী জাহাজ ফিরে আসার কথা নিশ্চিত করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ত্রাণ কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ার পরপরই ২৪০ টন ত্রাণবাহী জাহাজ জেনিফার আবার সাইপ্রাসের উদ্দেশে ফিরে যায়।
সাইপ্রাসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ত্রাণকর্মীরা শুধু তিন ভাগের এক ভাগ ত্রাণ খালাস করতে পেরেছিলেন। বাকি দুই ভাগই ফিরে আসছে।
গত সোমবারের হামলা গাজায় ত্রাণ দ্রুত সরবরাহের প্রচেষ্টায় বড় বাধা তৈরি করেছে। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, ইসরায়েলি হামলার কারণে অঞ্চলটির লাখো মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। এখন পর্যন্ত গাজায় ৩২ হাজার ৮৪৫ জনের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহত ত্রাণকর্মীর দলটি ডব্লিউসিকে লোগোযুক্ত গাড়িতে করে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীকে জানানোর পরও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি বিমান হামলার শিকার হয়।
সংস্থার সিইও এরিন গোর বলেন, ‘এটি কেবল ডব্লিউসিকের বিরুদ্ধে আক্রমণ নয়, ‘এটি মানবিক সংস্থাগুলোর ওপর আক্রমণ। এ ঘটনায় অঞ্চলটিতে খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে।’
গাজায় স্থলপথে ত্রাণ সরবরাহ অসম্ভব হয়ে ওঠার পর সামুদ্রিক করিডরের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়ার ডব্লিউসিকের সহায়তা প্রচেষ্টার প্রধান অর্থদাতা ছিল সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা জানিয়েছেন, আরও সুরক্ষার নিশ্চয়তা এবং পূর্ণ তদন্ত পর্যন্ত ওই পথে মানবিক সহায়তা প্রচেষ্টা স্থগিত করছে সংস্থাটি।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার সঙ্গে এক বৈঠকে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেন, ‘দুঃখজনক ঘটনাগুলো যেন আমাদের নিরুৎসাহিত না করে। গাজায় ত্রাণ পৌঁছানোর প্রচেষ্টা আমাদের দ্বিগুণ করতে হবে।’
স্থলপথে ও বিমানযোগে ত্রাণ সরবরাহের মাধ্যমে গত অক্টোবর থেকেই গাজায় সক্রিয় রয়েছে ডব্লিউসিকে। অন্য সব উপায় অকার্যকর প্রমাণিত হওয়ার পর গত মার্চে এটি সাইপ্রাস থেকে গাজায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নেয়।
গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত ও সাইপ্রাস ইসরায়েলের হামলার ‘গভীর নিন্দা’ জানিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর ত্রাণসামগ্রী খালাস না করেই সাইপ্রাসে ফিরে যাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের জাহাজ। গত সোমবারের ওই হামলার পরপরই ত্রাণ কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় সংস্থাটি। এর আগে জাহাজ থেকে মাত্র ১০০ টন খাদ্য খালাস করেছিলেন কর্মীরা।
গতকাল মঙ্গলবার সাইপ্রাসের কর্মকর্তারা গাজার জন্য ত্রাণবাহী জাহাজ ফিরে আসার কথা নিশ্চিত করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ত্রাণ কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ার পরপরই ২৪০ টন ত্রাণবাহী জাহাজ জেনিফার আবার সাইপ্রাসের উদ্দেশে ফিরে যায়।
সাইপ্রাসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ত্রাণকর্মীরা শুধু তিন ভাগের এক ভাগ ত্রাণ খালাস করতে পেরেছিলেন। বাকি দুই ভাগই ফিরে আসছে।
গত সোমবারের হামলা গাজায় ত্রাণ দ্রুত সরবরাহের প্রচেষ্টায় বড় বাধা তৈরি করেছে। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, ইসরায়েলি হামলার কারণে অঞ্চলটির লাখো মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। এখন পর্যন্ত গাজায় ৩২ হাজার ৮৪৫ জনের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহত ত্রাণকর্মীর দলটি ডব্লিউসিকে লোগোযুক্ত গাড়িতে করে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীকে জানানোর পরও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি বিমান হামলার শিকার হয়।
সংস্থার সিইও এরিন গোর বলেন, ‘এটি কেবল ডব্লিউসিকের বিরুদ্ধে আক্রমণ নয়, ‘এটি মানবিক সংস্থাগুলোর ওপর আক্রমণ। এ ঘটনায় অঞ্চলটিতে খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে।’
গাজায় স্থলপথে ত্রাণ সরবরাহ অসম্ভব হয়ে ওঠার পর সামুদ্রিক করিডরের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়ার ডব্লিউসিকের সহায়তা প্রচেষ্টার প্রধান অর্থদাতা ছিল সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা জানিয়েছেন, আরও সুরক্ষার নিশ্চয়তা এবং পূর্ণ তদন্ত পর্যন্ত ওই পথে মানবিক সহায়তা প্রচেষ্টা স্থগিত করছে সংস্থাটি।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার সঙ্গে এক বৈঠকে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেন, ‘দুঃখজনক ঘটনাগুলো যেন আমাদের নিরুৎসাহিত না করে। গাজায় ত্রাণ পৌঁছানোর প্রচেষ্টা আমাদের দ্বিগুণ করতে হবে।’
স্থলপথে ও বিমানযোগে ত্রাণ সরবরাহের মাধ্যমে গত অক্টোবর থেকেই গাজায় সক্রিয় রয়েছে ডব্লিউসিকে। অন্য সব উপায় অকার্যকর প্রমাণিত হওয়ার পর গত মার্চে এটি সাইপ্রাস থেকে গাজায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নেয়।
গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত ও সাইপ্রাস ইসরায়েলের হামলার ‘গভীর নিন্দা’ জানিয়েছে।
এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৪০ মিনিট আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ ঘণ্টা আগে