অনলাইন ডেস্ক
গাজায় ত্রাণকর্মীদের গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েলি বাহিনী—গতকাল বুধবার ত্রাণ সরবরাহকারী সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস এই অভিযোগ করেন। তিনি বলেছেন, গত সোমবারের হামলায় সাত কর্মী নিহত হওয়ার ঘটনাটি ভুলে হয়নি। ইসরায়েলি বাহিনীকে তাঁদের গতিবিধি সম্পর্কে জানানো হয়েছিল।
ত্রাণের গাড়িতে হামলায় নিহত সাত কর্মী হলেন—যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক। ত্রাণকর্মী নিহতের ঘটনায় ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী বলে, হামলার ঘটনা ‘ভুলবশত ঘটেছে’।
গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘দুর্ভাগ্যবশত গতকাল (১ এপ্রিল) একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে আমাদের বাহিনী অনিচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় বেসামরিকদের ক্ষতি করেছে। যুদ্ধে এমনই হয়। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং সরকারের সঙ্গে যোগাযোগ করছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা সবকিছু করব।’
ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনায় ‘একটি স্বাধীন, পেশাদার ও বিশেষজ্ঞ সংস্থার’ মাধ্যমে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।
সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহত ত্রাণকর্মীর দলটি ডব্লিউসিকে লোগোযুক্ত গাড়িতে করে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীকে জানানোর পরও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি বিমান হামলার শিকার হয়। হামলার আগে গাজার উদ্দেশে নৌপথে আসা ১০০ টন খাদ্য খালাস করেছিলেন কর্মীরা।
ত্রাণকর্মীদের গাড়িবহরে মোট তিনটি গাড়ি ছিল। এরে মধ্যে দুটি গাড়িতেই ডব্লিউসিকের লোগো দেওয়া ছিল। বিমান হামলায় তিনটি গাড়িতেই হামলা চালানো হয়।
গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের বংশোদ্ভূত আমেরিকান তারকা শেফ আন্দ্রেস বলেন, এটা কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতি ছিল না, যেখানে তারা ভুল করে বোমা ফেলে বলবে যে ‘আমরা ভুল জায়গায় বোমা ফেলে দিয়েছি’।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিউজের সঙ্গে পৃথক এক সাক্ষাৎকারে আন্দ্রেস বলেন, ‘এটি আসলে স্পষ্টভাবে চিহ্নিত গাড়ির ওপর সরাসরি আক্রমণ ছিল, যার গতিবিধি আইডিএফের সবাই জানত।’ নিহত ডব্লিউসিকের কর্মীদের মধ্যে ছয়জনের মৃতদেহ গাজা থেকে মিসরে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য। তাঁদের ফিলিস্তিনি সহকর্মীকে গত মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহে সমাধিস্থ করা হয়েছে।
ওই অঞ্চলে ত্রাণ সরবরাহকারী প্রধান সংস্থা ডব্লিউসিকে কার্যক্রম স্থগিত করার পর গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ অনিশ্চয়তার মুখে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য রাতে অন্তত ৪৮ ঘণ্টার জন্য চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় জাতিসংঘ।
আইডিএফের চিফ অব জেনারেল স্টাফ হার্জি হালেভি এ ঘটনাকে ‘মারাত্মক ভুল’ আখ্যা দিয়ে বলেছেন, ‘এটি হওয়া উচিত হয়নি’। হামলার জন্য তিনি গাড়ি চিহ্নিত করতে ভুল করাকে দায়ী করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করে বলেন, ত্রাণকর্মীদের রক্ষায় ইসরায়েল যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। বাইডেন বলেন, ‘বেসামরিক হতাহত এড়াতে মানবিক অভিযানকে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের আওতার বাইরে রাখতে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।’
গত মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গাজা পরিস্থিতি ক্রমে অসহনীয় হয়ে উঠছে বলে মন্তব্য করেন। নিহতদের মধ্যে তিনজন ব্রিটিশ ছিলেন। ব্রিটেন এ ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ স্বাধীন তদন্তের দাবি করছে বলে জানান তিনি।
চার দিন আগে ডব্লিউসিকে জানিয়েছিল, তারা গাজা উপত্যকায় ৪ কোটি ২০ লাখ মানুষের খাবার বিতরণ করেছে, যার মধ্যে খাদ্যবাহী ১ হাজার ৭০০ ট্রাক ও সমুদ্রপথে প্রায় ৪ লাখ ৩৫ হাজার মানুষের খাবার পাঠানো হয়েছে।
অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বেসামরিক নীতির দায়িত্বে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় কোগাট বলছে, ডব্লিউসিকে এই অঞ্চলে বেসরকারি ত্রাণের ৬০ শতাংশ সরবরাহ করে থাকে। ডব্লিউসিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা আরেক দাতব্য সংস্থা হলো আমেরিকান নিয়ার ইস্ট রিফিউজি এইড (আনেরা)। এটিও সংবাদমাধ্যম বিবিসিকে জানায়, তারাও গাজায় ত্রাণ কার্যক্রম স্থগিত করছে।
গত অক্টোবর থেকে গাজায় অন্তত ১৯৬ জন মানবাধিকারকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেইস। এটি ত্রাণকর্মীদের বিরুদ্ধে সহিংসতার বড় ঘটনাগুলো রেকর্ড করে।
গাজায় ত্রাণকর্মীদের গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েলি বাহিনী—গতকাল বুধবার ত্রাণ সরবরাহকারী সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস এই অভিযোগ করেন। তিনি বলেছেন, গত সোমবারের হামলায় সাত কর্মী নিহত হওয়ার ঘটনাটি ভুলে হয়নি। ইসরায়েলি বাহিনীকে তাঁদের গতিবিধি সম্পর্কে জানানো হয়েছিল।
ত্রাণের গাড়িতে হামলায় নিহত সাত কর্মী হলেন—যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক। ত্রাণকর্মী নিহতের ঘটনায় ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী বলে, হামলার ঘটনা ‘ভুলবশত ঘটেছে’।
গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘দুর্ভাগ্যবশত গতকাল (১ এপ্রিল) একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে আমাদের বাহিনী অনিচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় বেসামরিকদের ক্ষতি করেছে। যুদ্ধে এমনই হয়। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং সরকারের সঙ্গে যোগাযোগ করছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা সবকিছু করব।’
ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনায় ‘একটি স্বাধীন, পেশাদার ও বিশেষজ্ঞ সংস্থার’ মাধ্যমে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।
সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহত ত্রাণকর্মীর দলটি ডব্লিউসিকে লোগোযুক্ত গাড়িতে করে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীকে জানানোর পরও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি বিমান হামলার শিকার হয়। হামলার আগে গাজার উদ্দেশে নৌপথে আসা ১০০ টন খাদ্য খালাস করেছিলেন কর্মীরা।
ত্রাণকর্মীদের গাড়িবহরে মোট তিনটি গাড়ি ছিল। এরে মধ্যে দুটি গাড়িতেই ডব্লিউসিকের লোগো দেওয়া ছিল। বিমান হামলায় তিনটি গাড়িতেই হামলা চালানো হয়।
গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের বংশোদ্ভূত আমেরিকান তারকা শেফ আন্দ্রেস বলেন, এটা কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতি ছিল না, যেখানে তারা ভুল করে বোমা ফেলে বলবে যে ‘আমরা ভুল জায়গায় বোমা ফেলে দিয়েছি’।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিউজের সঙ্গে পৃথক এক সাক্ষাৎকারে আন্দ্রেস বলেন, ‘এটি আসলে স্পষ্টভাবে চিহ্নিত গাড়ির ওপর সরাসরি আক্রমণ ছিল, যার গতিবিধি আইডিএফের সবাই জানত।’ নিহত ডব্লিউসিকের কর্মীদের মধ্যে ছয়জনের মৃতদেহ গাজা থেকে মিসরে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য। তাঁদের ফিলিস্তিনি সহকর্মীকে গত মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহে সমাধিস্থ করা হয়েছে।
ওই অঞ্চলে ত্রাণ সরবরাহকারী প্রধান সংস্থা ডব্লিউসিকে কার্যক্রম স্থগিত করার পর গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ অনিশ্চয়তার মুখে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য রাতে অন্তত ৪৮ ঘণ্টার জন্য চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় জাতিসংঘ।
আইডিএফের চিফ অব জেনারেল স্টাফ হার্জি হালেভি এ ঘটনাকে ‘মারাত্মক ভুল’ আখ্যা দিয়ে বলেছেন, ‘এটি হওয়া উচিত হয়নি’। হামলার জন্য তিনি গাড়ি চিহ্নিত করতে ভুল করাকে দায়ী করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করে বলেন, ত্রাণকর্মীদের রক্ষায় ইসরায়েল যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। বাইডেন বলেন, ‘বেসামরিক হতাহত এড়াতে মানবিক অভিযানকে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের আওতার বাইরে রাখতে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।’
গত মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গাজা পরিস্থিতি ক্রমে অসহনীয় হয়ে উঠছে বলে মন্তব্য করেন। নিহতদের মধ্যে তিনজন ব্রিটিশ ছিলেন। ব্রিটেন এ ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ স্বাধীন তদন্তের দাবি করছে বলে জানান তিনি।
চার দিন আগে ডব্লিউসিকে জানিয়েছিল, তারা গাজা উপত্যকায় ৪ কোটি ২০ লাখ মানুষের খাবার বিতরণ করেছে, যার মধ্যে খাদ্যবাহী ১ হাজার ৭০০ ট্রাক ও সমুদ্রপথে প্রায় ৪ লাখ ৩৫ হাজার মানুষের খাবার পাঠানো হয়েছে।
অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বেসামরিক নীতির দায়িত্বে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় কোগাট বলছে, ডব্লিউসিকে এই অঞ্চলে বেসরকারি ত্রাণের ৬০ শতাংশ সরবরাহ করে থাকে। ডব্লিউসিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা আরেক দাতব্য সংস্থা হলো আমেরিকান নিয়ার ইস্ট রিফিউজি এইড (আনেরা)। এটিও সংবাদমাধ্যম বিবিসিকে জানায়, তারাও গাজায় ত্রাণ কার্যক্রম স্থগিত করছে।
গত অক্টোবর থেকে গাজায় অন্তত ১৯৬ জন মানবাধিকারকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেইস। এটি ত্রাণকর্মীদের বিরুদ্ধে সহিংসতার বড় ঘটনাগুলো রেকর্ড করে।
এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরীফ যিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ ঘণ্টা আগে