জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের পার্লামেন্টে ঢুকে স্বজনদের হট্টগোল

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯: ৪৬

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের মুক্তিতে দেরি হওয়ায় খেপেছেন তাদের স্বজনেরা। গতকাল সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ঢুকে হট্টগোল করেছেন তারা। স্বজনদের ফিরিয়ে আনতে সরকারকে আরও উদ্যোগী হতে আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। 

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়, জিম্মি করে ২৫৩ জনকে। এর জেরে ওই দিনই হামলা শুরু করে ইসরায়েল। গতকাল পর্যন্ত এই যুদ্ধে ২৫ হাজার ২৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরপর গত নভেম্বরে মানবিক কারণ দেখিয়ে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি হয়। সে সময় দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় বন্দী বিনিময় হয়। ওই সময় ১০০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বাকিরা এখনো তাদের জিম্মায় রয়ে গেছে। 

ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও হামলা বন্ধের বিনিময়ে সম্প্রতি বাকি বন্দীদের মুক্তির শর্ত দিয়েছিল হামাস। এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমি হামাসের দানবদের আত্মসমর্পণের শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’ এতে সরকারের ওপর খেপেছেন ইসরায়েলি বন্দীদের স্বজনেরা। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের হাতে আটক অন্তত ২০ জন ইসরায়েলি জিম্মির স্বজন গতকাল জেরুজালেমে পার্লামেন্টারি কমিটির সেশনে ঢুকে পড়েন এবং হট্টগোল করেন। এ সময় জিম্মিদের মুক্ত করে আনার জন্য আইনপ্রণেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তাঁরা। 

গতকাল ইসরায়েলের পার্লামেন্টে যে স্বজনেরা হট্টগোল করেছেন তাঁদের মধ্যে এক নারী তিন স্বজনের ছবি দেখিয়ে বলেন, তারা হামাসের হাতে এখনো জিম্মি। তাদের মধ্যে অন্তত একজনকে হলেও ফিরিয়ে আনার দাবি করেন তিনি। আর জিম্মিদের ক্ষুব্ধ স্বজনেরা এ সময় চিৎকার করে বলতে থাকেন, ‘তাদের (জিম্মি) এখনই মুক্ত করে আনুন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত