অনলাইন ডেস্ক
গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ৬০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল গত ২৪ ঘণ্টায় যেসব স্থানে হত্যাকাণ্ড চালিয়েছে, তার মধ্যে দেশটি ঘোষিত একটি ‘মানবিক এলাকা’ও আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার একটি পেট্টোল স্টেশনের কাছে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ছাড়া গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো ইসরায়েলি হামলায় জাতিসংঘ পরিচালিত আল-আওদা স্কুল বিধ্বস্ত হয়েছে এবং সেখানে অন্তত ২৫ জন নিহত হয়েছে।
এ ছাড়া, গাজার বাইত আল-লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানা গেছে। বাকিরা গাজার কেন্দ্রীয় ও মধ্যাঞ্চলে নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। এ ছাড়া, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের ৪৮ জনই স্রেফ এক ঘণ্টার মধ্যে পরিচালিত ইসরায়েলি হামলায় মারা গেছেন।
এদিকে, হামাসের সশস্ত্র শাখা ও হামাসের সহযোগী গোষ্ঠী ফিলিস্তিন ইসলামিক জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং মর্টার বোমা দিয়ে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা দক্ষিণ ইসরায়েলের সেদরোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গত দুই সপ্তাহ ধরে ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েক মাসের মধ্যে ভয়াবহ বোমা হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দাইফকে লক্ষ্য করে গত শনিবার আল-মাওয়াসিতে চালানো বোমা হামলা। এতে ৯০ জনেরও বেশি নিহত হয়। কয়েক দশক ধরে ইসরায়েলের কাছে বহুল কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব মোহাম্মদ দাইফ এই হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ দাবি করেছে, তারা গাজায় হামাসের নেতৃত্বের প্রায় অর্ধেক এবং ১৪ হাজার সেনাকে হত্যা করেছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই হামাস সেনারা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
অন্যদিকে গত বছরের ৭ অক্টোবর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাজায় চালানো ইসরায়েলি নির্বিচার হামলায় ৩৮ হাজার ৭১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৮৯ হাজার ১৬৬ জন ফিলিস্তিনি। এর বাইরে ইসরায়েলি আগ্রাসনের কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ প্রায় ১০ হাজার।
গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ৬০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল গত ২৪ ঘণ্টায় যেসব স্থানে হত্যাকাণ্ড চালিয়েছে, তার মধ্যে দেশটি ঘোষিত একটি ‘মানবিক এলাকা’ও আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার একটি পেট্টোল স্টেশনের কাছে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ছাড়া গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো ইসরায়েলি হামলায় জাতিসংঘ পরিচালিত আল-আওদা স্কুল বিধ্বস্ত হয়েছে এবং সেখানে অন্তত ২৫ জন নিহত হয়েছে।
এ ছাড়া, গাজার বাইত আল-লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানা গেছে। বাকিরা গাজার কেন্দ্রীয় ও মধ্যাঞ্চলে নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। এ ছাড়া, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের ৪৮ জনই স্রেফ এক ঘণ্টার মধ্যে পরিচালিত ইসরায়েলি হামলায় মারা গেছেন।
এদিকে, হামাসের সশস্ত্র শাখা ও হামাসের সহযোগী গোষ্ঠী ফিলিস্তিন ইসলামিক জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং মর্টার বোমা দিয়ে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা দক্ষিণ ইসরায়েলের সেদরোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গত দুই সপ্তাহ ধরে ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েক মাসের মধ্যে ভয়াবহ বোমা হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দাইফকে লক্ষ্য করে গত শনিবার আল-মাওয়াসিতে চালানো বোমা হামলা। এতে ৯০ জনেরও বেশি নিহত হয়। কয়েক দশক ধরে ইসরায়েলের কাছে বহুল কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব মোহাম্মদ দাইফ এই হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ দাবি করেছে, তারা গাজায় হামাসের নেতৃত্বের প্রায় অর্ধেক এবং ১৪ হাজার সেনাকে হত্যা করেছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই হামাস সেনারা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
অন্যদিকে গত বছরের ৭ অক্টোবর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাজায় চালানো ইসরায়েলি নির্বিচার হামলায় ৩৮ হাজার ৭১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৮৯ হাজার ১৬৬ জন ফিলিস্তিনি। এর বাইরে ইসরায়েলি আগ্রাসনের কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ প্রায় ১০ হাজার।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৪ ঘণ্টা আগে