অনলাইন ডেস্ক
দক্ষিণাঞ্চলের ক্রমবর্ধমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। গত সপ্তাহে শুরু হওয়া এ বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে যেন আরও চড়াও হয়ে উঠেছে। আজ শুক্রবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিক্ষোভকারীরা গত সোমবার আবারও দেশটির দক্ষিণের সুওয়াইদা প্রদেশে জড়ো হন। জ্বালানির দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতি ক্ষোভের কারণে এ বিক্ষোভের সৃষ্টি হয়। স্লোগানে স্লেগানে এ সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
২০১১ সালের বিদ্রোহের পর থেকেই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সুওয়াইদা প্রদেশটি। দেশটির ‘দ্রুজ’ সংখ্যালঘুদের আবাসস্থল।
অ্যাক্টিভিস্ট নেতৃত্বাধীন সংগঠন সুওয়াইদা ২৪-এর নির্বাসিত প্রধান রায়ান মারুফ বলেন, ‘সুওয়াইদা এর আগে এরকম আন্দোলন দেখেনি। এই শাসন ব্যবস্থা জনগণের চাওয়া-পাওয়া মেটাতে অক্ষম।’
জোর দিয়ে বলেন, ‘কেউ অর্থনৈতিক দাবি করছে না। পুনর্নবীকরণ প্রতিবাদগুলো রাজনৈতিক পরিবর্তনের আহ্বান সম্পর্কে।’
মারুফ আরও বলেন, ‘তারা অর্থনৈতিক সংস্কার চাইলে ভিন্নভাবে প্রতিবাদ করত। ব্যাংক ভাঙার চেষ্টা করত অথবা জ্বালানি ভর্তুকি ফিরিয়ে আনার চেষ্টা করত। তারা বাথ পার্টি অফিসে আক্রমণ করত না। তারা চায় আসাদের পতন।’
সিরিয়ার পাউন্ডের মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে। গত বছরের শেষের দিকে এর মান থেকে তিনগুণ কমেছে। সরকার রুটি ও পেট্রোলসহ মৌলিক পণ্যগুলোর জন্য ভর্তুকিতে একটি ব্যয়বহুল পুনর্গঠন পরিকল্পনার মধ্যে মজুরি বৃদ্ধি অব্যাহত রেখেছে।
যুদ্ধাপরাধ ও অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সরকারের জড়িত থাকার অভিযোগ বছরের পর বছর ধরে সংঘাত ও দুর্নীতি এবং পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা নিয়ে দেশটির অর্থনীতি লড়াই করছে।
জাতিসংঘ জুন মাসে জানায়, দেশটিতে ১২ বছরের সংঘাতে জনসংখ্যার ৯০ শতাংশকে দারিদ্র্যসীমার মধ্যে ঠেলে দিয়েছে।
দক্ষিণাঞ্চলের ক্রমবর্ধমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। গত সপ্তাহে শুরু হওয়া এ বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে যেন আরও চড়াও হয়ে উঠেছে। আজ শুক্রবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিক্ষোভকারীরা গত সোমবার আবারও দেশটির দক্ষিণের সুওয়াইদা প্রদেশে জড়ো হন। জ্বালানির দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতি ক্ষোভের কারণে এ বিক্ষোভের সৃষ্টি হয়। স্লোগানে স্লেগানে এ সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
২০১১ সালের বিদ্রোহের পর থেকেই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সুওয়াইদা প্রদেশটি। দেশটির ‘দ্রুজ’ সংখ্যালঘুদের আবাসস্থল।
অ্যাক্টিভিস্ট নেতৃত্বাধীন সংগঠন সুওয়াইদা ২৪-এর নির্বাসিত প্রধান রায়ান মারুফ বলেন, ‘সুওয়াইদা এর আগে এরকম আন্দোলন দেখেনি। এই শাসন ব্যবস্থা জনগণের চাওয়া-পাওয়া মেটাতে অক্ষম।’
জোর দিয়ে বলেন, ‘কেউ অর্থনৈতিক দাবি করছে না। পুনর্নবীকরণ প্রতিবাদগুলো রাজনৈতিক পরিবর্তনের আহ্বান সম্পর্কে।’
মারুফ আরও বলেন, ‘তারা অর্থনৈতিক সংস্কার চাইলে ভিন্নভাবে প্রতিবাদ করত। ব্যাংক ভাঙার চেষ্টা করত অথবা জ্বালানি ভর্তুকি ফিরিয়ে আনার চেষ্টা করত। তারা বাথ পার্টি অফিসে আক্রমণ করত না। তারা চায় আসাদের পতন।’
সিরিয়ার পাউন্ডের মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে। গত বছরের শেষের দিকে এর মান থেকে তিনগুণ কমেছে। সরকার রুটি ও পেট্রোলসহ মৌলিক পণ্যগুলোর জন্য ভর্তুকিতে একটি ব্যয়বহুল পুনর্গঠন পরিকল্পনার মধ্যে মজুরি বৃদ্ধি অব্যাহত রেখেছে।
যুদ্ধাপরাধ ও অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সরকারের জড়িত থাকার অভিযোগ বছরের পর বছর ধরে সংঘাত ও দুর্নীতি এবং পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা নিয়ে দেশটির অর্থনীতি লড়াই করছে।
জাতিসংঘ জুন মাসে জানায়, দেশটিতে ১২ বছরের সংঘাতে জনসংখ্যার ৯০ শতাংশকে দারিদ্র্যসীমার মধ্যে ঠেলে দিয়েছে।
কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৩ ঘণ্টা আগে