অনলাইন ডেস্ক
সৌদি আরবের ভবিষ্যৎ প্রজন্মের মেগা প্রকল্প নিওমের নির্মাণকাজের অগ্রগতি নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে প্রকল্পের কাজের বাস্তব চিত্র দেখিয়ে বলা হয়েছে যে, প্রায় ১ লাখ ৪০ হাজারেরও বেশি কর্মী কাজ করছেন এই প্রকল্পে। নিওমের কর্মীসংখ্যা গত এক বছরে দ্বিগুণ হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আল আরাবিয়া এক প্রতিবেদন খবরটি দিয়েছে।
‘নিওম ইন প্রোগ্রেস’ শিরোনামের তিন মিনিটের ভিডিওটি দেখায়, কীভাবে সৌদি আরবের এই মাস্টারপ্ল্যান প্রতিদিন বাস্তবতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। সেখানে বলা হয়েছে, ‘মানুষের অগ্রগতি ত্বরান্বিত করছে নিওম। আসছে একটি নতুন ভবিষ্যৎ। সৌদি আরবের গর্বের এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। উল্লেখযোগ্য নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আমাদের কল্পনার শহর দ্য লাইনের প্রথম ধাপের কাজ করছি।’
শিল্পনগর অক্সাগন, পার্বত্য শহর ট্রোজেনা, বিলাসবহুল দ্বীপ সিন্দালাহ এবং আকাবা উপসাগরের নির্মাণকাজ চলছে বলেও জানানো হয় এই ভিডিওতে। সেখানে বলা হয়েছে, খাদ্য উৎপাদন, বিনোদন ও সংস্কৃতি, পর্যটন, খেলাধুলা, নকশা ও নির্মাণ, আর্থিক সেবা, স্বাস্থ্য ও কল্যাণ, শিক্ষা, শক্তি, পানি, গতিশীলতা, ডিজিটাল প্রযুক্তি এবং গণমাধ্যম—১৪টি খাতে নতুন ভবিষ্যৎ উঁকি দিচ্ছে।
নিওম প্রকল্পের কর্মীবাহিনীতে এখন শতাধিক দেশের মানুষ যুক্ত রয়েছে বলে জানানো হয় ভিডিওতে। বলা হয়েছে যে, নতুন অনেক ধরনের উদ্ভাবনই দেখা যাবে নিওম প্রকল্পে। সেসবের মধ্যে থাকবে—কৃত্রিম উপায়ে তৈরি সি ফুড, স্বয়ংক্রিয় গাড়ি, সমুদ্রের জন্য বৈদ্যুতিক গ্লাইডার এবং নিওম বিমানবন্দরে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক দরজা।
নিওম প্রকল্পের নতুন বিলাসবহুল দ্বীপ সিন্দালাহর অগ্রগতিও দেখানো হয়েছে এই ভিডিওতে। পর্যটকদের শীর্ষ গন্তব্য মোনাকো কিংবা এথেন্সের মতো সিন্দালাহতেও থাকবে বিলাসবহুল সব সুবিধা। সেখানে অতিথিদের জন্য থাকছে একজন বিখ্যাত ইতালীয় ডিজাইনার তৈরি বিশ্বমানের ইয়ট, তিনটি মেগা বিলাসবহুল হোটেল, একটি গলফ কোর্স, বিভিন্ন ধরনের অনেকগুলো রেস্তোরাঁ এবং ‘দ্য ভিলেজ’—যেখানে থাকবে ৫১টি বিলাসবহুল বিপণিকেন্দ্র।
ভিডিওটিতে দেখান হয়েছে যে, পার্বত্য শহর ট্রোজেনার নির্মাণকাজও এগিয়ে চলছে। এটি হবে নিওমের তুষার ঢাকা অঞ্চল। স্কিইং করা যাবে এখানে। ট্রোজেনা ২০২৯ সালে এশিয়ান উইন্টার গেমস আয়োজন করবে বলেও আশা করা হচ্ছে।
সৌদি আরবের দ্য লাইন প্রকল্পের অগ্রগতিও দেখানো হয়েছে এই ভিডিওতে। ১৭০ কিলোমিটার দীর্ঘ এই শহরে হবে প্রায় ৯০ লাখ মানুষের বাসস্থান।
নিওম গ্রিন হাইড্রোজেন কোম্পানিরও বিকাশ ঘটছে এবং নিওমের বন্দরে এসেছে টারবাইন। ৮৪০ কোটি ডলারের গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন প্ল্যান্টের লক্ষ্য হলো—জীবাশ্মভিত্তিক শক্তি উৎপাদন থেকে নবায়নযোগ্য ক্লিন এনার্জিতে শক্তি উৎপাদনের উৎস স্থানান্তরের মাধ্যমে সৌদি আরবকে বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা। ২০২৬ সালে নিওম গ্রিন হাইড্রোজেন কোম্পানির অধীনে বিদ্যুৎকেন্দ্রটি চালু হবে।
ভিডিওটি শীর্ষ কোম্পানি, পরবর্তী প্রজন্মের শিল্প, বহুজাতিক এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগ এবং অংশীদারত্বের ওপর দৃষ্টি নিবদ্ধ করে নিওম ইনভেস্টমেন্ট ফান্ড চালু করার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। খাবারের কোম্পানি টপিয়ান তার যাত্রা শুরু করেছে। কোম্পানিটির লক্ষ্য—পুনরুৎপাদনশীল চাষ এবং অভিনব খাবারের মাধ্যমে টেকসই খাদ্য উৎপাদন বাড়ানো।
ক্রীড়া খাতেও এগিয়ে যাচ্ছে নিওম। ফর্মুলা-ই রেসিং দল ম্যাকলারেন এবং ভারতের আইপিএলের দল রাজস্থান রয়্যালসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিওমের ক্রীড়া খাতে এসেছে গতি। সৌদি প্রথম বিভাগে নিওম স্পোর্টস ক্লাব ফুটবল দলও অংশ নিয়েছে।
বিনোদন সেক্টরেও আসছে নিওমের নাম। টম্ব রাইডারখ্যাত চলচ্চিত্র পরিচালক সাইমন ওয়েস্ট নিওমের নাটকীয় দৃশ্য ব্যবহার করছেন তার আন্তারা নামের মুভিতে।
নিওমের মুখপাত্ররা ভিডিওতে বলেন, ‘তিনটি মহাদেশের সংযোগস্থলে নিওম এখন বাস্তব। আমরা ব্যবসার জন্য উন্মুক্ত।’
সৌদি আরবের ভবিষ্যৎ প্রজন্মের মেগা প্রকল্প নিওমের নির্মাণকাজের অগ্রগতি নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে প্রকল্পের কাজের বাস্তব চিত্র দেখিয়ে বলা হয়েছে যে, প্রায় ১ লাখ ৪০ হাজারেরও বেশি কর্মী কাজ করছেন এই প্রকল্পে। নিওমের কর্মীসংখ্যা গত এক বছরে দ্বিগুণ হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আল আরাবিয়া এক প্রতিবেদন খবরটি দিয়েছে।
‘নিওম ইন প্রোগ্রেস’ শিরোনামের তিন মিনিটের ভিডিওটি দেখায়, কীভাবে সৌদি আরবের এই মাস্টারপ্ল্যান প্রতিদিন বাস্তবতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। সেখানে বলা হয়েছে, ‘মানুষের অগ্রগতি ত্বরান্বিত করছে নিওম। আসছে একটি নতুন ভবিষ্যৎ। সৌদি আরবের গর্বের এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। উল্লেখযোগ্য নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আমাদের কল্পনার শহর দ্য লাইনের প্রথম ধাপের কাজ করছি।’
শিল্পনগর অক্সাগন, পার্বত্য শহর ট্রোজেনা, বিলাসবহুল দ্বীপ সিন্দালাহ এবং আকাবা উপসাগরের নির্মাণকাজ চলছে বলেও জানানো হয় এই ভিডিওতে। সেখানে বলা হয়েছে, খাদ্য উৎপাদন, বিনোদন ও সংস্কৃতি, পর্যটন, খেলাধুলা, নকশা ও নির্মাণ, আর্থিক সেবা, স্বাস্থ্য ও কল্যাণ, শিক্ষা, শক্তি, পানি, গতিশীলতা, ডিজিটাল প্রযুক্তি এবং গণমাধ্যম—১৪টি খাতে নতুন ভবিষ্যৎ উঁকি দিচ্ছে।
নিওম প্রকল্পের কর্মীবাহিনীতে এখন শতাধিক দেশের মানুষ যুক্ত রয়েছে বলে জানানো হয় ভিডিওতে। বলা হয়েছে যে, নতুন অনেক ধরনের উদ্ভাবনই দেখা যাবে নিওম প্রকল্পে। সেসবের মধ্যে থাকবে—কৃত্রিম উপায়ে তৈরি সি ফুড, স্বয়ংক্রিয় গাড়ি, সমুদ্রের জন্য বৈদ্যুতিক গ্লাইডার এবং নিওম বিমানবন্দরে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক দরজা।
নিওম প্রকল্পের নতুন বিলাসবহুল দ্বীপ সিন্দালাহর অগ্রগতিও দেখানো হয়েছে এই ভিডিওতে। পর্যটকদের শীর্ষ গন্তব্য মোনাকো কিংবা এথেন্সের মতো সিন্দালাহতেও থাকবে বিলাসবহুল সব সুবিধা। সেখানে অতিথিদের জন্য থাকছে একজন বিখ্যাত ইতালীয় ডিজাইনার তৈরি বিশ্বমানের ইয়ট, তিনটি মেগা বিলাসবহুল হোটেল, একটি গলফ কোর্স, বিভিন্ন ধরনের অনেকগুলো রেস্তোরাঁ এবং ‘দ্য ভিলেজ’—যেখানে থাকবে ৫১টি বিলাসবহুল বিপণিকেন্দ্র।
ভিডিওটিতে দেখান হয়েছে যে, পার্বত্য শহর ট্রোজেনার নির্মাণকাজও এগিয়ে চলছে। এটি হবে নিওমের তুষার ঢাকা অঞ্চল। স্কিইং করা যাবে এখানে। ট্রোজেনা ২০২৯ সালে এশিয়ান উইন্টার গেমস আয়োজন করবে বলেও আশা করা হচ্ছে।
সৌদি আরবের দ্য লাইন প্রকল্পের অগ্রগতিও দেখানো হয়েছে এই ভিডিওতে। ১৭০ কিলোমিটার দীর্ঘ এই শহরে হবে প্রায় ৯০ লাখ মানুষের বাসস্থান।
নিওম গ্রিন হাইড্রোজেন কোম্পানিরও বিকাশ ঘটছে এবং নিওমের বন্দরে এসেছে টারবাইন। ৮৪০ কোটি ডলারের গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন প্ল্যান্টের লক্ষ্য হলো—জীবাশ্মভিত্তিক শক্তি উৎপাদন থেকে নবায়নযোগ্য ক্লিন এনার্জিতে শক্তি উৎপাদনের উৎস স্থানান্তরের মাধ্যমে সৌদি আরবকে বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা। ২০২৬ সালে নিওম গ্রিন হাইড্রোজেন কোম্পানির অধীনে বিদ্যুৎকেন্দ্রটি চালু হবে।
ভিডিওটি শীর্ষ কোম্পানি, পরবর্তী প্রজন্মের শিল্প, বহুজাতিক এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগ এবং অংশীদারত্বের ওপর দৃষ্টি নিবদ্ধ করে নিওম ইনভেস্টমেন্ট ফান্ড চালু করার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। খাবারের কোম্পানি টপিয়ান তার যাত্রা শুরু করেছে। কোম্পানিটির লক্ষ্য—পুনরুৎপাদনশীল চাষ এবং অভিনব খাবারের মাধ্যমে টেকসই খাদ্য উৎপাদন বাড়ানো।
ক্রীড়া খাতেও এগিয়ে যাচ্ছে নিওম। ফর্মুলা-ই রেসিং দল ম্যাকলারেন এবং ভারতের আইপিএলের দল রাজস্থান রয়্যালসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিওমের ক্রীড়া খাতে এসেছে গতি। সৌদি প্রথম বিভাগে নিওম স্পোর্টস ক্লাব ফুটবল দলও অংশ নিয়েছে।
বিনোদন সেক্টরেও আসছে নিওমের নাম। টম্ব রাইডারখ্যাত চলচ্চিত্র পরিচালক সাইমন ওয়েস্ট নিওমের নাটকীয় দৃশ্য ব্যবহার করছেন তার আন্তারা নামের মুভিতে।
নিওমের মুখপাত্ররা ভিডিওতে বলেন, ‘তিনটি মহাদেশের সংযোগস্থলে নিওম এখন বাস্তব। আমরা ব্যবসার জন্য উন্মুক্ত।’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে