অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজায় ইসরায়েলি হামলা চলছে বিগত ১০৮ দিন ধরে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই শিশু ও নারী। গাজার কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী প্রায় ৬৫ হাজার টন বোমা ফেলেছে। ইসরায়েলের তরফ থেকে চালানো প্রায় একতরফা হামলায় এই সময়ে মারা গেছে প্রায় ২৫ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি।
গাজা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ১১ হাজারেরও বেশি শিশু এবং সাড়ে ৭ হাজার নারী। গাজা কর্তৃপক্ষের আশঙ্কা, ইসরায়েলের নির্বিচার হামলার কারণে এখনো অনেক নিহত ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা সম্ভব হয়নি। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৬৩ হাজার মানুষ।
ইসরায়েলি হামলার কারণে গাজায় ৭০ হাজার বাড়িঘর এক কথায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ২ লাখ ৯০ হাজার বাড়ি বা আবাসস্থল বসবাসের অযোগ্য হিসেবে পরিণত হয়েছে। সাধারণ অবকাঠামোর পাশাপাশি ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার স্বাস্থ্য অবকাঠামোও।
ইসরায়েলি হামলায় শতাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র হয় বিধ্বস্ত হয়েছে, নয়তো সেবাদানের অযোগ্য হিসেবে পরিণত হয়েছে। এই সময়ে ৩৩৭ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ৪৫ জন বেসামরিক সরকারের কর্মকর্তা-কর্মচারীও নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে নিহত হয়েছেন ১১৯ জন সাংবাদিক।
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজায় ইসরায়েলি হামলা চলছে বিগত ১০৮ দিন ধরে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই শিশু ও নারী। গাজার কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী প্রায় ৬৫ হাজার টন বোমা ফেলেছে। ইসরায়েলের তরফ থেকে চালানো প্রায় একতরফা হামলায় এই সময়ে মারা গেছে প্রায় ২৫ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি।
গাজা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ১১ হাজারেরও বেশি শিশু এবং সাড়ে ৭ হাজার নারী। গাজা কর্তৃপক্ষের আশঙ্কা, ইসরায়েলের নির্বিচার হামলার কারণে এখনো অনেক নিহত ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা সম্ভব হয়নি। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৬৩ হাজার মানুষ।
ইসরায়েলি হামলার কারণে গাজায় ৭০ হাজার বাড়িঘর এক কথায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ২ লাখ ৯০ হাজার বাড়ি বা আবাসস্থল বসবাসের অযোগ্য হিসেবে পরিণত হয়েছে। সাধারণ অবকাঠামোর পাশাপাশি ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার স্বাস্থ্য অবকাঠামোও।
ইসরায়েলি হামলায় শতাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র হয় বিধ্বস্ত হয়েছে, নয়তো সেবাদানের অযোগ্য হিসেবে পরিণত হয়েছে। এই সময়ে ৩৩৭ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ৪৫ জন বেসামরিক সরকারের কর্মকর্তা-কর্মচারীও নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে নিহত হয়েছেন ১১৯ জন সাংবাদিক।
শিশুরা অসংখ্য সংকটের সম্মুখীন হচ্ছে। জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে অনলাইনের ঝুঁকি বাড়ছে। এগুলো ভবিষ্যতে আরও তীব্র হবে। বছরের পর বছর ধরে অর্জিত সাফল্য, বিশেষ করে কমবয়সী মেয়েরা, এখন হুমকির মুখে।
৩ ঘণ্টা আগেগাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।
৩ ঘণ্টা আগেমার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্সের পরবর্তী প্রজন্মের রকেট স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে সশরীরে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিমবিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি
৪ ঘণ্টা আগে