অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিয়ে বেশ কয়েক বছর আগের এক মন্তব্যের জেরে দুই বছরের সাজা, এবং সেই সঙ্গে লোকসভার সদস্য পদ হারিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
২০১৮ সালে মোদিকে নিয়ে করা মন্তব্য নিয়ে এবার বিপাকে পড়েছেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর।
ওই সময় অবশ্য খুশবু কংগ্রেসের নেত্রী ছিলেন। খুশবু বলেছিলেন, ‘মোদি’ নামের অর্থ পরিবর্তন করে ‘দুর্নীতি’ রাখা উচিত। তিনি এক টুইটে লেখেন, ‘মোদি সর্বত্র, কিন্তু এটা কী? মোদি পদবি এখন দুর্নীতির সমার্থক হয়ে উঠেছে।’
সেই টুইটে খুশবু হিন্দিতে যা লেখেন সেটি এমন—
‘Yahan #Modi wahan #Modi jahan dekho #Modi. . lekin yeh kya?? Har #Modi ke aage #bhrashtachaar surname laga hua hai. . toh baat ko no samjho. . #Modi mutlab #bhrashtachaar. . let's change the meaning of #Modi to corruption. . suits better. . #Nirav #Lalit #Namo = corruption. . , ’।
মোদি পদবি নিয়ে সমালোচনা করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। এমনকি কংগ্রেসও বিষয়টি নিয়ে বেশ চাপে পড়েছে। এর মধ্যে সাবেক কংগ্রেস নেত্রী খুশবুর চার বছর আগের টুইট ভাইরাল হলো।
এর প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা পিটিআইকে খুশবু বলেন, কংগ্রেস মরিয়া আচরণ করছে। ‘কংগ্রেস আমার পুরোনো টুইট সামনে এনেছে। এতেই বোঝা যায়, কংগ্রেস এখন কতটা মরিয়া!’ যোগ করেন খুশবু।
এই বিজেপি নেত্রী বলেন, ‘আমি যখন কংগ্রেসে ছিলাম তখনকার মোদি সম্পর্কিত ওই টুইট নিয়ে আমি মোটেও লজ্জিত নই। আমি শুধু নেতাকে অনুসরণ করছিলাম এবং তাঁদের ভাষায়ই কথা বলছিলাম।’
খুশবু সুন্দর এখন সরকারের জাতীয় নারী কমিশনের সদস্য। সাবেক এ অভিনেত্রী ২০২০ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
‘মোদি’ ইস্যুতে এক মানহানি মামলায় গত বৃহস্পতিবার গুজরাটের একটি আদালত রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয়। নরেন্দ্র মোদি গুজরাটেরই মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর সময়েই কুখ্যাত গুজরাট দাঙ্গা সংঘটিত হয়। সেই সময় দাঙ্গায় উসকানি ও ঘটনার সময় নির্লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। দণ্ডিত হওয়ায় সংবিধান অনুযায়ী রায়ের পরদিনই সদস্যপদে অযোগ্য ঘোষিত হয়েছেন রাহুল। রায়ের বিরুদ্ধে তিনি এখনো হাইকোর্টে আপিল করেননি।
কংগ্রেসের নেতা কর্মীরা এখন খুশবু সুন্দরের সেই টুইটের স্ক্রিনশট শেয়ার করে বলছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী পূর্ণেশ মোদি কি এখন খুশবুর বিরুদ্ধে মামলা করবেন? পূর্ণেশই রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
২০১৯ সালের নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলেছিলেন, ‘সব চোরের নামের পদবি কীভাবে যেন “মোদি” হয়!’ এরপর বেশ কয়েকটি রাজ্যে তাঁর নামে মানহানির মামলা হয়।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিয়ে বেশ কয়েক বছর আগের এক মন্তব্যের জেরে দুই বছরের সাজা, এবং সেই সঙ্গে লোকসভার সদস্য পদ হারিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
২০১৮ সালে মোদিকে নিয়ে করা মন্তব্য নিয়ে এবার বিপাকে পড়েছেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর।
ওই সময় অবশ্য খুশবু কংগ্রেসের নেত্রী ছিলেন। খুশবু বলেছিলেন, ‘মোদি’ নামের অর্থ পরিবর্তন করে ‘দুর্নীতি’ রাখা উচিত। তিনি এক টুইটে লেখেন, ‘মোদি সর্বত্র, কিন্তু এটা কী? মোদি পদবি এখন দুর্নীতির সমার্থক হয়ে উঠেছে।’
সেই টুইটে খুশবু হিন্দিতে যা লেখেন সেটি এমন—
‘Yahan #Modi wahan #Modi jahan dekho #Modi. . lekin yeh kya?? Har #Modi ke aage #bhrashtachaar surname laga hua hai. . toh baat ko no samjho. . #Modi mutlab #bhrashtachaar. . let's change the meaning of #Modi to corruption. . suits better. . #Nirav #Lalit #Namo = corruption. . , ’।
মোদি পদবি নিয়ে সমালোচনা করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। এমনকি কংগ্রেসও বিষয়টি নিয়ে বেশ চাপে পড়েছে। এর মধ্যে সাবেক কংগ্রেস নেত্রী খুশবুর চার বছর আগের টুইট ভাইরাল হলো।
এর প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা পিটিআইকে খুশবু বলেন, কংগ্রেস মরিয়া আচরণ করছে। ‘কংগ্রেস আমার পুরোনো টুইট সামনে এনেছে। এতেই বোঝা যায়, কংগ্রেস এখন কতটা মরিয়া!’ যোগ করেন খুশবু।
এই বিজেপি নেত্রী বলেন, ‘আমি যখন কংগ্রেসে ছিলাম তখনকার মোদি সম্পর্কিত ওই টুইট নিয়ে আমি মোটেও লজ্জিত নই। আমি শুধু নেতাকে অনুসরণ করছিলাম এবং তাঁদের ভাষায়ই কথা বলছিলাম।’
খুশবু সুন্দর এখন সরকারের জাতীয় নারী কমিশনের সদস্য। সাবেক এ অভিনেত্রী ২০২০ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
‘মোদি’ ইস্যুতে এক মানহানি মামলায় গত বৃহস্পতিবার গুজরাটের একটি আদালত রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয়। নরেন্দ্র মোদি গুজরাটেরই মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর সময়েই কুখ্যাত গুজরাট দাঙ্গা সংঘটিত হয়। সেই সময় দাঙ্গায় উসকানি ও ঘটনার সময় নির্লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। দণ্ডিত হওয়ায় সংবিধান অনুযায়ী রায়ের পরদিনই সদস্যপদে অযোগ্য ঘোষিত হয়েছেন রাহুল। রায়ের বিরুদ্ধে তিনি এখনো হাইকোর্টে আপিল করেননি।
কংগ্রেসের নেতা কর্মীরা এখন খুশবু সুন্দরের সেই টুইটের স্ক্রিনশট শেয়ার করে বলছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী পূর্ণেশ মোদি কি এখন খুশবুর বিরুদ্ধে মামলা করবেন? পূর্ণেশই রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
২০১৯ সালের নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলেছিলেন, ‘সব চোরের নামের পদবি কীভাবে যেন “মোদি” হয়!’ এরপর বেশ কয়েকটি রাজ্যে তাঁর নামে মানহানির মামলা হয়।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২৩ মিনিট আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৫ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে