অনলাইন ডেস্ক
নিজের রক্ত দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তবায়ন ঠেকানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে নাগরিকদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এ কথা বলেছেন মমতা। তিনি বলেছেন, বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবেই এই বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে কয়েক দশকের পুরোনো উত্তরাধিকারের নথিপত্রের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার মাধ্যমে রাজ্যে একটি আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টার খোলার লক্ষ্যে কেন্দ্র সরকারকে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি বাস্তবায়নের অনুমতি দেবেন না তিনি।
সংবাদ সম্মেলনে মমতা বিজেপির নেতৃত্বে কেন্দ্র সরকারকে ইঙ্গিত করে বলেন, ‘তারা আসামের মতো এখানেও এনআরসি আনার চেষ্টা করছে...আমি আমার রক্ত দেব, কিন্তু এনআরসি চালু হতে দেব না। আমরা তাদের বাংলায় আটক কেন্দ্র তৈরি করতে দেব না।’
এর আগে পশ্চিমবঙ্গের নদীয়া, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্থান থেকে খবর পাওয়া যায় সেখানকার অনেক নাগরিকের আধার কার্ড স্থগিত করা হয়েছে। অনেক নাগরিক অভিযোগ করেন, কেন্দ্র সরকারের ইউনিক আইডেনটিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) পক্ষ থেকে তাঁরা একটি বার্তা পেয়েছেন। সেখানে বলা হয়েছে, আপনার আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং এর কারণ হলো—এই দেশে থাকার জন্য যেসব শর্ত পূরণ প্রয়োজন তা পূর্ণ করা হয়নি।
এর আগে, গত মাস খানেক সময় ধরেই বিজেপি সরকারের মন্ত্রীরা বলে আসছেন তাঁরা অতি দ্রুত নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন করবেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক লাইন আগে বেড়ে ঘোষণা দিয়েছেন, তাঁর সরকার এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগেই এই আইন বাস্তবায়ন শুরু করবে।
নিজের রক্ত দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তবায়ন ঠেকানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে নাগরিকদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এ কথা বলেছেন মমতা। তিনি বলেছেন, বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবেই এই বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে কয়েক দশকের পুরোনো উত্তরাধিকারের নথিপত্রের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার মাধ্যমে রাজ্যে একটি আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টার খোলার লক্ষ্যে কেন্দ্র সরকারকে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি বাস্তবায়নের অনুমতি দেবেন না তিনি।
সংবাদ সম্মেলনে মমতা বিজেপির নেতৃত্বে কেন্দ্র সরকারকে ইঙ্গিত করে বলেন, ‘তারা আসামের মতো এখানেও এনআরসি আনার চেষ্টা করছে...আমি আমার রক্ত দেব, কিন্তু এনআরসি চালু হতে দেব না। আমরা তাদের বাংলায় আটক কেন্দ্র তৈরি করতে দেব না।’
এর আগে পশ্চিমবঙ্গের নদীয়া, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্থান থেকে খবর পাওয়া যায় সেখানকার অনেক নাগরিকের আধার কার্ড স্থগিত করা হয়েছে। অনেক নাগরিক অভিযোগ করেন, কেন্দ্র সরকারের ইউনিক আইডেনটিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) পক্ষ থেকে তাঁরা একটি বার্তা পেয়েছেন। সেখানে বলা হয়েছে, আপনার আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং এর কারণ হলো—এই দেশে থাকার জন্য যেসব শর্ত পূরণ প্রয়োজন তা পূর্ণ করা হয়নি।
এর আগে, গত মাস খানেক সময় ধরেই বিজেপি সরকারের মন্ত্রীরা বলে আসছেন তাঁরা অতি দ্রুত নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন করবেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক লাইন আগে বেড়ে ঘোষণা দিয়েছেন, তাঁর সরকার এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগেই এই আইন বাস্তবায়ন শুরু করবে।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৭ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩০ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে