কলকাতা সংবাদদাতা
রাখি সাওয়ান্ত, ভারতের টিনসেল দুনিয়ায় বেশ আলোচিত নাম। এবার আবারও তিনি খবরের শিরোনাম হয়েছেন, কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে চেয়ে। এমনকি তিনি ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে আবদারও করেছেন তাঁকে টিকিট দিতে। লড়তে চান কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে।
ভারতে চলমান লোকসভা নির্বাচনে তারকা প্রার্থীর কমতি নেই। বলিউডের হেমা মালিনী ও অরুণ গোভিল, টালিউড অভিনেতা দেব, রবি কিষান, অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়রা এবারের নির্বাচনে লড়ছেন। এই তালিকায় এবার নাম লেখাতে চাইছেন রাখি সাওয়ান্ত।
রাখির আশা ছিল নরেন্দ্র মোদি এবারের লোকসভা নির্বাচনে তাঁকে বিজেপির টিকিট দেবেন। কিন্তু তা হয়নি। এবার তিনি কংগ্রেসের পোস্টারবয় ও সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে টিকিটের আবদার জানিয়েছেন। এমনকি দাবি করেছেন, রাহুল তাঁকে ফোন কল করেছিলেন।
বিজেপির টিকিট না পেয়ে এবার বিজেপির বিরুদ্ধেই লড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন রাখি। তাও আবার বলিউডে তারই সহকর্মী বিজেপি নেত্রী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের কাছে নিজের ইচ্ছে ব্যক্ত করে রাখি সাওয়ান্ত প্রথমে বলেন, ‘মান্ডির প্রার্থী হওয়ার জন্য তিন-চার বছর ধরে কঙ্গনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
রাখি আরও বলেন, ‘ক্রমাগত বিরোধীদের লক্ষ্য করে কথা বলছেন (কঙ্গনা)। ফলে সেখানে তো আর বিজেপি আমাকে টিকিট দেবে না। তাই রাহুল গান্ধীর কাছে আবেদন, যাতে তিনি কঙ্গনার বিরোধিতায় আমার পাশে দাঁড়ান। আমি নিশ্চিতভাবে জিতব। মান্ডির প্রতিটি ঘরে পৌঁছে যাব।’
সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে রাখি সাওয়ান্ত সংবাদমাধ্যমের কাছে জানতে চান, ‘কঙ্গনার কোনো ফোন এসেছে? তিনি কি টিকিট ফিরিয়ে নিয়েছেন?’ এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই তিনি নিজেই আবার বলেন, ‘রাহুল গান্ধীর ফোন এসেছিল। উনি আমাকে বললেন, আপনি ভোটে লড়ছেন। মোদিজি আপনাকে টিকিট না দিলে কী হবে, আমরা আপনার খেয়াল রাখব।’
প্রসঙ্গত, ভোটের ময়দানে রাখি সাওয়ান্ত নতুন নন। এর আগে তিনি গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন। পরিহাসের বিষয় হলো, সেই নির্বাচনে রাখি সাওয়ান্ত পেয়েছিলেন মাত্র ১৫ ভোট।
এরপর রাষ্ট্রীয় আম পার্টি নামে একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন রাখি, যার প্রতীক ছিল সবুজ মরিচ। পরে রাষ্ট্রীয় আম পার্টি থেকে পদত্যাগ করে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে) বা আরপিআইয়ে যোগ দেন। সেই দলের নারী শাখার সভাপতিও হন তিনি।
রাখি সাওয়ান্ত, ভারতের টিনসেল দুনিয়ায় বেশ আলোচিত নাম। এবার আবারও তিনি খবরের শিরোনাম হয়েছেন, কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে চেয়ে। এমনকি তিনি ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে আবদারও করেছেন তাঁকে টিকিট দিতে। লড়তে চান কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে।
ভারতে চলমান লোকসভা নির্বাচনে তারকা প্রার্থীর কমতি নেই। বলিউডের হেমা মালিনী ও অরুণ গোভিল, টালিউড অভিনেতা দেব, রবি কিষান, অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়রা এবারের নির্বাচনে লড়ছেন। এই তালিকায় এবার নাম লেখাতে চাইছেন রাখি সাওয়ান্ত।
রাখির আশা ছিল নরেন্দ্র মোদি এবারের লোকসভা নির্বাচনে তাঁকে বিজেপির টিকিট দেবেন। কিন্তু তা হয়নি। এবার তিনি কংগ্রেসের পোস্টারবয় ও সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে টিকিটের আবদার জানিয়েছেন। এমনকি দাবি করেছেন, রাহুল তাঁকে ফোন কল করেছিলেন।
বিজেপির টিকিট না পেয়ে এবার বিজেপির বিরুদ্ধেই লড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন রাখি। তাও আবার বলিউডে তারই সহকর্মী বিজেপি নেত্রী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের কাছে নিজের ইচ্ছে ব্যক্ত করে রাখি সাওয়ান্ত প্রথমে বলেন, ‘মান্ডির প্রার্থী হওয়ার জন্য তিন-চার বছর ধরে কঙ্গনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
রাখি আরও বলেন, ‘ক্রমাগত বিরোধীদের লক্ষ্য করে কথা বলছেন (কঙ্গনা)। ফলে সেখানে তো আর বিজেপি আমাকে টিকিট দেবে না। তাই রাহুল গান্ধীর কাছে আবেদন, যাতে তিনি কঙ্গনার বিরোধিতায় আমার পাশে দাঁড়ান। আমি নিশ্চিতভাবে জিতব। মান্ডির প্রতিটি ঘরে পৌঁছে যাব।’
সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে রাখি সাওয়ান্ত সংবাদমাধ্যমের কাছে জানতে চান, ‘কঙ্গনার কোনো ফোন এসেছে? তিনি কি টিকিট ফিরিয়ে নিয়েছেন?’ এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই তিনি নিজেই আবার বলেন, ‘রাহুল গান্ধীর ফোন এসেছিল। উনি আমাকে বললেন, আপনি ভোটে লড়ছেন। মোদিজি আপনাকে টিকিট না দিলে কী হবে, আমরা আপনার খেয়াল রাখব।’
প্রসঙ্গত, ভোটের ময়দানে রাখি সাওয়ান্ত নতুন নন। এর আগে তিনি গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন। পরিহাসের বিষয় হলো, সেই নির্বাচনে রাখি সাওয়ান্ত পেয়েছিলেন মাত্র ১৫ ভোট।
এরপর রাষ্ট্রীয় আম পার্টি নামে একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন রাখি, যার প্রতীক ছিল সবুজ মরিচ। পরে রাষ্ট্রীয় আম পার্টি থেকে পদত্যাগ করে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে) বা আরপিআইয়ে যোগ দেন। সেই দলের নারী শাখার সভাপতিও হন তিনি।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৪২ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে