অনলাইন ডেস্ক
ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে আজ শনিবার সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে ৫৮টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। দিল্লি ও হরিয়ানায় এক দফায় ভোট হচ্ছে। সপ্তম ও শেষ ধাপে ৫৭টি আসন বাকি থাকবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বিহার ও পশ্চিমবঙ্গের আটটি আসনে, দিল্লিতে সাতটি, হরিয়ানায় ১০টি, ঝাড়খণ্ডে চারটি, উত্তর প্রদেশের ১৪টি এবং জম্মু ও কাশ্মীরের শেষ আসনগুলোয় ভোট হবে আজ।
ওডিশায় বিধানসভার ৪২টি কেন্দ্র এবং লোকসভার ছয়টি আসনের জন্য প্রতিনিধি বাছাই করা হবে।
আজকের ভোট গ্রহণের পর লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৪৮৬টিতেই নির্বাচন সম্পন্ন হবে। হরিয়ানা, দিল্লি এবং জম্মু ও কাশ্মীরেও ভোট গ্রহণ সম্পন্ন হবে।
সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে রাজধানী দিল্লিতে। ২০১৯ সালে বিজেপি দিল্লির সাতটি আসনেই জয়লাভ করেছিল। এবার, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) তাদের ‘জেলের জবাব ভোটে’ নামক প্রচারণার মাধ্যমে চিত্র পাল্টানোর চেষ্টা করবে। দিল্লিতে চারটি আসনে লড়বে এএপি। তাদের মিত্র কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটিতে।
বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের জন্য ভোটের এই ষষ্ঠ দফা বেশ গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনে চার শতাধিক আসনে জয়ের লক্ষ্যের কথা বলেছিল এনডিএ। ২০১৯ সালে হিন্দিভাষী এবং পূর্বাঞ্চলে ৫৮টির মধ্যে একা বিজেপিই জিতেছিল ৪০টিতে। বিজেপির এনডিএ মিত্ররা জিতেছিল পাঁচটি আসন।
বিজেপিবিরোধী ইন্ডিয়া ব্লকের তৃণমূল কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং সমাজবাদী পার্টি পাঁচটি আসন জিতেছিল। কংগ্রেস পায়নি একটি আসনও।
এই পর্বের প্রধান প্রার্থীরা হলেন সম্বলপুর থেকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কর্নাল থেকে মনোহর লাল খাট্টার, পুরী থেকে সম্বিত পাত্র, সুলতানপুর থেকে মানেকা গান্ধী, নয়াদিল্লির আসন থেকে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ, উত্তর-পূর্ব দিল্লিতে মনোজ তিওয়ারি এবং কুরুক্ষেত্রে শিল্পপতি নাভিন জিন্দাল।
বিরোধী ব্লকে অনন্তনাগ থেকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, গুরগাঁওয়ে অভিনেতা ও রাজনীতিবিদ রাজ বাব্বর, রোহতাক থেকে দীপেন্দর সিং হুদা, উত্তর-পূর্ব দিল্লিতে থেকে জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার আজ ভোটের পরীক্ষা দেবেন।
নির্বাচনের শেষ পর্ব ১ জুনের পর ৪ জুন ভোট গণনা হবে।
ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে আজ শনিবার সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে ৫৮টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। দিল্লি ও হরিয়ানায় এক দফায় ভোট হচ্ছে। সপ্তম ও শেষ ধাপে ৫৭টি আসন বাকি থাকবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বিহার ও পশ্চিমবঙ্গের আটটি আসনে, দিল্লিতে সাতটি, হরিয়ানায় ১০টি, ঝাড়খণ্ডে চারটি, উত্তর প্রদেশের ১৪টি এবং জম্মু ও কাশ্মীরের শেষ আসনগুলোয় ভোট হবে আজ।
ওডিশায় বিধানসভার ৪২টি কেন্দ্র এবং লোকসভার ছয়টি আসনের জন্য প্রতিনিধি বাছাই করা হবে।
আজকের ভোট গ্রহণের পর লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৪৮৬টিতেই নির্বাচন সম্পন্ন হবে। হরিয়ানা, দিল্লি এবং জম্মু ও কাশ্মীরেও ভোট গ্রহণ সম্পন্ন হবে।
সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে রাজধানী দিল্লিতে। ২০১৯ সালে বিজেপি দিল্লির সাতটি আসনেই জয়লাভ করেছিল। এবার, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) তাদের ‘জেলের জবাব ভোটে’ নামক প্রচারণার মাধ্যমে চিত্র পাল্টানোর চেষ্টা করবে। দিল্লিতে চারটি আসনে লড়বে এএপি। তাদের মিত্র কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটিতে।
বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের জন্য ভোটের এই ষষ্ঠ দফা বেশ গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনে চার শতাধিক আসনে জয়ের লক্ষ্যের কথা বলেছিল এনডিএ। ২০১৯ সালে হিন্দিভাষী এবং পূর্বাঞ্চলে ৫৮টির মধ্যে একা বিজেপিই জিতেছিল ৪০টিতে। বিজেপির এনডিএ মিত্ররা জিতেছিল পাঁচটি আসন।
বিজেপিবিরোধী ইন্ডিয়া ব্লকের তৃণমূল কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং সমাজবাদী পার্টি পাঁচটি আসন জিতেছিল। কংগ্রেস পায়নি একটি আসনও।
এই পর্বের প্রধান প্রার্থীরা হলেন সম্বলপুর থেকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কর্নাল থেকে মনোহর লাল খাট্টার, পুরী থেকে সম্বিত পাত্র, সুলতানপুর থেকে মানেকা গান্ধী, নয়াদিল্লির আসন থেকে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ, উত্তর-পূর্ব দিল্লিতে মনোজ তিওয়ারি এবং কুরুক্ষেত্রে শিল্পপতি নাভিন জিন্দাল।
বিরোধী ব্লকে অনন্তনাগ থেকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, গুরগাঁওয়ে অভিনেতা ও রাজনীতিবিদ রাজ বাব্বর, রোহতাক থেকে দীপেন্দর সিং হুদা, উত্তর-পূর্ব দিল্লিতে থেকে জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার আজ ভোটের পরীক্ষা দেবেন।
নির্বাচনের শেষ পর্ব ১ জুনের পর ৪ জুন ভোট গণনা হবে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৪ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৫ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৯ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে