প্রতিনিধি ,কলকাতা
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের তিনটি জেলা বন্যা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অনুমান, আগামী কয়েক দিন ব্যাপক বৃষ্টি হতে পারে। ফলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে।সোমবার আসামের বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। ফলে বহু মানুষ ইতিমধ্যেই ঘরছাড়া।
আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চিরাগ, ধেমাজি ও ডিব্রুগড় জেলার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত। মরিগাঁও জেলার মাইবং থেকেও ব্রহ্মপুত্রের বন্যার খবর পাওয়া গেছে।
রবিবার পর্যন্ত সরকারি হিসাবেই রাজ্যের ১৫ হাজার ১৮১ জন বন্যার কারণে ঘরছাড়া। সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ৬৫৬ জন। সবচেয়ে খারাপ পরিস্থিতি ধেমাজি জেলার।
এই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, আসাম ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আগামী চার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জরুরি ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজের নির্দেশ দেন তিনি। তবে এখনও আসামে প্রাণহানির কোনও খবর নেই।
ইতিমধ্যেই নদীর পানি বাড়তে থাকায় বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া ও কোকরাঝাড় জেলায় শুরু হয়েছে ভাঙন। ফলে প্রতি বছরের মতো এবারও ব্রহ্মপুত্রের ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হতে শুর করেছেন।
উল্লেখ্য, বছরে তিন বার রাজ্য জুড়ে বন্যা আসামে রুটিন হয়ে উঠেছে। মানুষের পাশাপাশি বহু প্রাণী ভেসে যায় বন্যার পানিতে। তবে এ বছর বন্যার দাপট এখনও তেমন একটা দেখা যায়নি।
আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সঞ্জয় অনিল সাউ জানিয়েছেন, আগামী চার দিন প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তাই বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকছে। আসাম ছাড়াও ভারতের উত্তর প্রদেশ, বিহার থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের বহু এলাকা বন্যা কবলিত। তাই সতর্ক রাখা হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের তিনটি জেলা বন্যা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অনুমান, আগামী কয়েক দিন ব্যাপক বৃষ্টি হতে পারে। ফলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে।সোমবার আসামের বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। ফলে বহু মানুষ ইতিমধ্যেই ঘরছাড়া।
আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চিরাগ, ধেমাজি ও ডিব্রুগড় জেলার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত। মরিগাঁও জেলার মাইবং থেকেও ব্রহ্মপুত্রের বন্যার খবর পাওয়া গেছে।
রবিবার পর্যন্ত সরকারি হিসাবেই রাজ্যের ১৫ হাজার ১৮১ জন বন্যার কারণে ঘরছাড়া। সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ৬৫৬ জন। সবচেয়ে খারাপ পরিস্থিতি ধেমাজি জেলার।
এই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, আসাম ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আগামী চার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জরুরি ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজের নির্দেশ দেন তিনি। তবে এখনও আসামে প্রাণহানির কোনও খবর নেই।
ইতিমধ্যেই নদীর পানি বাড়তে থাকায় বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া ও কোকরাঝাড় জেলায় শুরু হয়েছে ভাঙন। ফলে প্রতি বছরের মতো এবারও ব্রহ্মপুত্রের ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হতে শুর করেছেন।
উল্লেখ্য, বছরে তিন বার রাজ্য জুড়ে বন্যা আসামে রুটিন হয়ে উঠেছে। মানুষের পাশাপাশি বহু প্রাণী ভেসে যায় বন্যার পানিতে। তবে এ বছর বন্যার দাপট এখনও তেমন একটা দেখা যায়নি।
আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সঞ্জয় অনিল সাউ জানিয়েছেন, আগামী চার দিন প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তাই বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকছে। আসাম ছাড়াও ভারতের উত্তর প্রদেশ, বিহার থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের বহু এলাকা বন্যা কবলিত। তাই সতর্ক রাখা হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৪ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৫ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৯ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে