অনলাইন ডেস্ক
বাংলাকে ক্ল্যাসিক্যাল বা ধ্রুপদি ভাষার মর্যাদা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাংলার সঙ্গে মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া ভাষাকেও ধ্রুপদি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পর এক সংবাদ সম্মেলনে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনডিএ জোট সরকারের আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করার, আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করার এবং সব ভারতীয় ভাষা ও আমাদের সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে গর্ব করার দর্শনের সঙ্গে খুব ভালোভাবে খাপ খায়।’
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টুইট করেন নরেন্দ্র মোদি নিজেও। তিনি এতে বলেন, ‘আমাদের সরকার ভারতের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে লালন করে এবং উদ্যাপন করে। আমরা আঞ্চলিক ভাষাগুলোকে জনপ্রিয় করার জন্য আমাদের প্রতিশ্রুতিতে অটল। আমি অত্যন্ত আনন্দিত যে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে—অসমিয়া, বাংলা, মারাঠি, পালি ও প্রাকৃতকে ধ্রুপদি মর্যাদা দেওয়া হবে। প্রতিটি ভাষাই সুন্দর, আমাদের প্রাণবন্ত বৈচিত্র্যকে তুলে ধরে।’
এদিকে, ভারতের বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। তিনি মোদিকে লেখা সেই চিঠিতে উল্লেখ করেছিলেন, আমরা এ নিয়ে গবেষণা করেছি। একাধিক বৈজ্ঞানিক তথ্য আমরা সংগ্রহ করেছি। সেখানে দেখা গেছে, বাংলা ভাষা প্রায় আড়াই হাজার বছরের পুরোনো। তিনি আরও লিখেছিলেন, এই ভাষা ধ্রুপদি ভাষার মর্যাদা পাওয়ার যোগ্য।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার একাধিক ভাষাকে ধ্রুপদি ভাষার মর্যাদা দিয়েছে। কিন্তু বাংলা ভাষাকে সেই মর্যাদা দেয়নি। আড়াই হাজার বছরের ইতিহাস কোনো রসিকতার বিষয় নয়।
কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর নিজের এক্স অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমি অত্যন্ত খুশি বেঙ্গলি বা বাংলা ভাষাকে ক্ল্যাসিক্যাল ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই মর্যাদা আদায়ের জন্য চেষ্টা করছিলাম। আমাদের দাবির ভিত্তিতে আমরা তিন ভলিউম গবেষণাপত্র জমা দিয়েছিলাম। তবে কেন্দ্রীয় সরকার আমাদের সেই গবেষণা মেনে নিয়েছে।’
বাংলা বিশ্বের ষষ্ঠ সর্বাধিক প্রচলিত কথ্য ভাষা। সব মিলিয়ে সারা বিশ্বে প্রায় ২০ কোটি মানুষ বাংলায় কথা বলে। সেই বাংলা ভাষাকে এবার ভারতে ধ্রুপদি ভাষার মর্যাদা দেওয়া হলো। এর আগে তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম, ওড়িয়া ভাষাকে ধ্রুপদি ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল।
বাংলাকে ক্ল্যাসিক্যাল বা ধ্রুপদি ভাষার মর্যাদা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাংলার সঙ্গে মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া ভাষাকেও ধ্রুপদি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পর এক সংবাদ সম্মেলনে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনডিএ জোট সরকারের আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করার, আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করার এবং সব ভারতীয় ভাষা ও আমাদের সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে গর্ব করার দর্শনের সঙ্গে খুব ভালোভাবে খাপ খায়।’
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টুইট করেন নরেন্দ্র মোদি নিজেও। তিনি এতে বলেন, ‘আমাদের সরকার ভারতের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে লালন করে এবং উদ্যাপন করে। আমরা আঞ্চলিক ভাষাগুলোকে জনপ্রিয় করার জন্য আমাদের প্রতিশ্রুতিতে অটল। আমি অত্যন্ত আনন্দিত যে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে—অসমিয়া, বাংলা, মারাঠি, পালি ও প্রাকৃতকে ধ্রুপদি মর্যাদা দেওয়া হবে। প্রতিটি ভাষাই সুন্দর, আমাদের প্রাণবন্ত বৈচিত্র্যকে তুলে ধরে।’
এদিকে, ভারতের বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। তিনি মোদিকে লেখা সেই চিঠিতে উল্লেখ করেছিলেন, আমরা এ নিয়ে গবেষণা করেছি। একাধিক বৈজ্ঞানিক তথ্য আমরা সংগ্রহ করেছি। সেখানে দেখা গেছে, বাংলা ভাষা প্রায় আড়াই হাজার বছরের পুরোনো। তিনি আরও লিখেছিলেন, এই ভাষা ধ্রুপদি ভাষার মর্যাদা পাওয়ার যোগ্য।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার একাধিক ভাষাকে ধ্রুপদি ভাষার মর্যাদা দিয়েছে। কিন্তু বাংলা ভাষাকে সেই মর্যাদা দেয়নি। আড়াই হাজার বছরের ইতিহাস কোনো রসিকতার বিষয় নয়।
কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর নিজের এক্স অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমি অত্যন্ত খুশি বেঙ্গলি বা বাংলা ভাষাকে ক্ল্যাসিক্যাল ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই মর্যাদা আদায়ের জন্য চেষ্টা করছিলাম। আমাদের দাবির ভিত্তিতে আমরা তিন ভলিউম গবেষণাপত্র জমা দিয়েছিলাম। তবে কেন্দ্রীয় সরকার আমাদের সেই গবেষণা মেনে নিয়েছে।’
বাংলা বিশ্বের ষষ্ঠ সর্বাধিক প্রচলিত কথ্য ভাষা। সব মিলিয়ে সারা বিশ্বে প্রায় ২০ কোটি মানুষ বাংলায় কথা বলে। সেই বাংলা ভাষাকে এবার ভারতে ধ্রুপদি ভাষার মর্যাদা দেওয়া হলো। এর আগে তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম, ওড়িয়া ভাষাকে ধ্রুপদি ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল।
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১৩ ঘণ্টা আগে