কলকাতা প্রতিনিধি
দুর্গাপূজার এখনো ৩০ দিন বাকি। কিন্তু গতকাল বুধবার থেকেই শারদ উৎসবে মেতে উঠেছে কলকাতা। জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনেসকো কলকাতার দুর্গাপূজাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আয়োজন করা হয় বিশাল শোভাযাত্রা। তবে রাষ্ট্রীয় ব্যয়ে এই শোভাযাত্রার আয়োজন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী রাজনীতিবিদেরা।
কলকাতার দুর্গাপূজাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আনন্দ উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সব পূজা কমিটির প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে ঢাক-কাঁসর বাজিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজ্যের লোকসংস্কৃতি সহকারে বিশাল শোভাযাত্রা রেড রোডে গিয়ে শেষ হয়।
রেড রোডে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজ থেকে শারদ উৎসব শুরু হয়ে গেছে। এ উৎসব দল-মত নির্বিশেষে সবার। আশা করি সবাই এতে শামিল হবেন।’
এদিকে, সরকারি অর্থে এ ধরনের উৎসবের সমালোচনা করেছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ করে বলেছেন, ‘এটাই ওনার রেসিপি, রাজনীতি। লুঠপাট হচ্ছে, ভাবার দরকার নেই, আমি তো আছি। আসুন না, আনন্দ করুন। এভাবে রাজনীতি চলছে। বাংলাকে শ্মশান করে দিয়ে যাবেন।’
সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিমের অভিযোগ, ‘দুর্নীতি থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।’ প্রতি বছরের মতো আজ বামদের যুদ্ধবিরোধী মিছিলের অনুমতি না দেওয়ারও সমালোচনা করেন তিনি।
শোভাযাত্রায় কলকাতার তিন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সৌরভ গাঙ্গুলীকেও দেখা গেছে শোভাযাত্রায়। এ ছাড়া রাজ্যের প্রতিটি জেলায়ও একই রকমভাবে ইউনেসকোকে ধন্যবাদ জানানো হয়।
দুর্গাপূজার এখনো ৩০ দিন বাকি। কিন্তু গতকাল বুধবার থেকেই শারদ উৎসবে মেতে উঠেছে কলকাতা। জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনেসকো কলকাতার দুর্গাপূজাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আয়োজন করা হয় বিশাল শোভাযাত্রা। তবে রাষ্ট্রীয় ব্যয়ে এই শোভাযাত্রার আয়োজন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী রাজনীতিবিদেরা।
কলকাতার দুর্গাপূজাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আনন্দ উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সব পূজা কমিটির প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে ঢাক-কাঁসর বাজিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজ্যের লোকসংস্কৃতি সহকারে বিশাল শোভাযাত্রা রেড রোডে গিয়ে শেষ হয়।
রেড রোডে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজ থেকে শারদ উৎসব শুরু হয়ে গেছে। এ উৎসব দল-মত নির্বিশেষে সবার। আশা করি সবাই এতে শামিল হবেন।’
এদিকে, সরকারি অর্থে এ ধরনের উৎসবের সমালোচনা করেছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ করে বলেছেন, ‘এটাই ওনার রেসিপি, রাজনীতি। লুঠপাট হচ্ছে, ভাবার দরকার নেই, আমি তো আছি। আসুন না, আনন্দ করুন। এভাবে রাজনীতি চলছে। বাংলাকে শ্মশান করে দিয়ে যাবেন।’
সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিমের অভিযোগ, ‘দুর্নীতি থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।’ প্রতি বছরের মতো আজ বামদের যুদ্ধবিরোধী মিছিলের অনুমতি না দেওয়ারও সমালোচনা করেন তিনি।
শোভাযাত্রায় কলকাতার তিন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সৌরভ গাঙ্গুলীকেও দেখা গেছে শোভাযাত্রায়। এ ছাড়া রাজ্যের প্রতিটি জেলায়ও একই রকমভাবে ইউনেসকোকে ধন্যবাদ জানানো হয়।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে