অনলাইন ডেস্ক
লোকসভা ভোটের প্রচারে নেমে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাহুল গান্ধি। আজ সোমবার লোকসভা ভোটের সপ্তম ও শেষ দফার ভোটের প্রচারের সময় বিহারের পালিগঞ্জের জনসভায় বড়সড় বিপদের মুখে পড়েন রাহুল। পালিগঞ্জে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে সভা ছিল সাবেক কংগ্রেস সভাপতির।
সেই সভা মঞ্চের একাংশ আচমকাই দেবে যায়। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর সমর্থক-অনুগামীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের কন্যা মিশা ভারতীও। বিপদের আঁচ পেয়ে তড়িঘড়ি রাহুলের হাত পাকড়ে তাঁকে মঞ্চ থেকে নিচে নিয়ে যান লালু কন্যা। নিরাপত্তা রক্ষীরা রাহুলকে ঘিরে ধরেন। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা প্রাক্তন কংগ্রেস সভাপতি।
এরই মধ্যে রাহুলের সভা মঞ্চ ধসে পরার ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আগামী ১ জুন লোকসভা নির্বাচনের অন্তিম দফায় পাটলিপুত্র আসনে ভোট নেওয়া হবে। পাটলিপুত্র আসনে আরজেডি-কংগ্রেস মহাজোটের প্রার্থী হয়েছেন লালুপ্রসাদের কন্যা মিশা ভারতী। তাঁর সমর্থনে পটনার অদূরে পালিগঞ্জে সভা ছিল রাহুলের। ওই সভায় উপস্থিত ছিলেন লালুর ছোট ছেলে তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সভাস্থলে উপচে পড়া ভিড় পড়েছিল।
সামাজিক যোগাযোগমামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে, মঞ্চে উঠে মিশার ডান হাত তুলে ধরে সভায় হাজির শ্রোতা-দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন রাহুল। তাঁর সঙ্গে মঞ্চে হাজির অন্যান্য নেতারাও হাত নাড়ছেন। মঞ্চের ডান দিকে থেকে রাহুল-মিশা বাঁ দিকে যাওয়া শুরু করতেই আচমকা দুলতে থাকে মঞ্চটি। খানিকটা ঝাঁকুনি খান সাবেক কংগ্রেস সভাপতি। হকচকিয়েও যান তিনি। ততক্ষণে নিরাপত্তা কর্মীরা রাহুলের কাছে এগিয়ে আসেন। বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু কীভাবে মঞ্চ ধসে পড়ল—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধি সুস্থই রয়েছেন। তাঁর তেমন কোনো চোট বা আঘাত লাগেনি। ওই মঞ্চে উপস্থিত ছিলেন প্রচুর কংগ্রেস নেতা-কর্মী। রাহুল মঞ্চে উঠতেই ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন সকলে। রাহুলও তাঁদের হাত নেড়ে অভিবাদন জানান। সেই সময়ই মঞ্চটি দেবে যায়।
লোকসভা ভোটের প্রচারে নেমে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাহুল গান্ধি। আজ সোমবার লোকসভা ভোটের সপ্তম ও শেষ দফার ভোটের প্রচারের সময় বিহারের পালিগঞ্জের জনসভায় বড়সড় বিপদের মুখে পড়েন রাহুল। পালিগঞ্জে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে সভা ছিল সাবেক কংগ্রেস সভাপতির।
সেই সভা মঞ্চের একাংশ আচমকাই দেবে যায়। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর সমর্থক-অনুগামীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের কন্যা মিশা ভারতীও। বিপদের আঁচ পেয়ে তড়িঘড়ি রাহুলের হাত পাকড়ে তাঁকে মঞ্চ থেকে নিচে নিয়ে যান লালু কন্যা। নিরাপত্তা রক্ষীরা রাহুলকে ঘিরে ধরেন। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা প্রাক্তন কংগ্রেস সভাপতি।
এরই মধ্যে রাহুলের সভা মঞ্চ ধসে পরার ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আগামী ১ জুন লোকসভা নির্বাচনের অন্তিম দফায় পাটলিপুত্র আসনে ভোট নেওয়া হবে। পাটলিপুত্র আসনে আরজেডি-কংগ্রেস মহাজোটের প্রার্থী হয়েছেন লালুপ্রসাদের কন্যা মিশা ভারতী। তাঁর সমর্থনে পটনার অদূরে পালিগঞ্জে সভা ছিল রাহুলের। ওই সভায় উপস্থিত ছিলেন লালুর ছোট ছেলে তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সভাস্থলে উপচে পড়া ভিড় পড়েছিল।
সামাজিক যোগাযোগমামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে, মঞ্চে উঠে মিশার ডান হাত তুলে ধরে সভায় হাজির শ্রোতা-দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন রাহুল। তাঁর সঙ্গে মঞ্চে হাজির অন্যান্য নেতারাও হাত নাড়ছেন। মঞ্চের ডান দিকে থেকে রাহুল-মিশা বাঁ দিকে যাওয়া শুরু করতেই আচমকা দুলতে থাকে মঞ্চটি। খানিকটা ঝাঁকুনি খান সাবেক কংগ্রেস সভাপতি। হকচকিয়েও যান তিনি। ততক্ষণে নিরাপত্তা কর্মীরা রাহুলের কাছে এগিয়ে আসেন। বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু কীভাবে মঞ্চ ধসে পড়ল—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধি সুস্থই রয়েছেন। তাঁর তেমন কোনো চোট বা আঘাত লাগেনি। ওই মঞ্চে উপস্থিত ছিলেন প্রচুর কংগ্রেস নেতা-কর্মী। রাহুল মঞ্চে উঠতেই ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন সকলে। রাহুলও তাঁদের হাত নেড়ে অভিবাদন জানান। সেই সময়ই মঞ্চটি দেবে যায়।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২১ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে