অনলাইন ডেস্ক
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বক্তৃতা দিতে ওঠে হঠাৎ কাঁচা বেগুন বের করে একটি কামড় বসিয়ে দিলেন তৃণমূলের এক এমপি। ভারতের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ভয়াবহতা বোঝাতে তিনি এমন প্রতিবাদের ভাষা ব্যবহার করেন। যদিও অভিনব প্রতিবাদ দেখে তাঁর সহকর্মীদের মিটি মিটি হাসতে দেখা যায়।
তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ সোমবার লোকসভায় নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিতর্কে অংশ নেন। বক্তৃতার শুরুতে তিনি বলেন, ‘মূল্যবৃদ্ধির বিষয়ে বিতর্কের অনুমতি দেওয়ার জন্য আমি চেয়ারকে (স্পিকার) ধন্যবাদ জানাই।’ এমন একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে বিতর্কের সুযোগ পেতেই অনেক সময় পেরিয়ে গেছে বলেও উল্লেখ করেন এ সাংসদ।
মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানানোয় এর আগে চার কংগ্রেস সাংসদকে অধিবেশনে অংশ নেওয়া স্থগিত করা হয়েছিল। বিরোধীদের প্রতিবাদের মুখে সংসদে অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় ক্রমাগত ব্যাঘাত ঘটায় দুটি স্থগিতও করতে হয়েছিল। আজ লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সাংসদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
সাংসদ কাকলি ঘোষ বলেন, ‘সরকার কি চায় আমরা কাঁচা শাকসবজি খাই?’ এরপরই টেবিল থেকে একটি বেগুন তুলে সেটিতে কামড় বসিয়ে দেন। তিনি এর মাধ্যমে বোঝাতে চান, রান্নার গ্যাসের এখন যে দাম তাতে গরিব মানুষদের এ পথ ধরা ছাড়া উপায় নেই!
সাংসদ কাকলি বলেন, ‘গত কয়েক মাসে এলপিজি সিলিন্ডারের দাম চারবার বাড়ানো হয়েছে। ৬০০ টাকা থেকে এখন সেটি ১ হাজার ১০০ টাকায় পৌঁছে গেছে।’
সাংসদ বলেন, ‘সিলিন্ডারের দাম কমাতে হবে।’
জুলাই মাসে রান্নার গ্যাস এলপিজির দাম সিলিন্ডার প্রতি ৫০ রুপি বাড়ানো হয়েছে। এক বছরের মধ্যে এটি অষ্টমবারের মতো বৃদ্ধি।
ভর্তুকিবিহীন এলপিজির দাম এখন রাজধানী নয়াদিল্লিতে বিক্রি হচ্ছে প্রতি ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডারে ১ হাজার ৫৩ টাকা।
সরকারের উজালা প্রকল্পের অধীনে দরিদ্র সুবিধাভোগীদের জন্য ভর্তুকি সীমাবদ্ধ করে আনার পর সাধারণ ভারতীয়রা রান্নার গ্যাসে কোনো ভর্তুকি পাচ্ছেন না। ফলে তাদের বেশি দামে কিনতে হচ্ছে।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বক্তৃতা দিতে ওঠে হঠাৎ কাঁচা বেগুন বের করে একটি কামড় বসিয়ে দিলেন তৃণমূলের এক এমপি। ভারতের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ভয়াবহতা বোঝাতে তিনি এমন প্রতিবাদের ভাষা ব্যবহার করেন। যদিও অভিনব প্রতিবাদ দেখে তাঁর সহকর্মীদের মিটি মিটি হাসতে দেখা যায়।
তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ সোমবার লোকসভায় নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিতর্কে অংশ নেন। বক্তৃতার শুরুতে তিনি বলেন, ‘মূল্যবৃদ্ধির বিষয়ে বিতর্কের অনুমতি দেওয়ার জন্য আমি চেয়ারকে (স্পিকার) ধন্যবাদ জানাই।’ এমন একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে বিতর্কের সুযোগ পেতেই অনেক সময় পেরিয়ে গেছে বলেও উল্লেখ করেন এ সাংসদ।
মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানানোয় এর আগে চার কংগ্রেস সাংসদকে অধিবেশনে অংশ নেওয়া স্থগিত করা হয়েছিল। বিরোধীদের প্রতিবাদের মুখে সংসদে অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় ক্রমাগত ব্যাঘাত ঘটায় দুটি স্থগিতও করতে হয়েছিল। আজ লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সাংসদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
সাংসদ কাকলি ঘোষ বলেন, ‘সরকার কি চায় আমরা কাঁচা শাকসবজি খাই?’ এরপরই টেবিল থেকে একটি বেগুন তুলে সেটিতে কামড় বসিয়ে দেন। তিনি এর মাধ্যমে বোঝাতে চান, রান্নার গ্যাসের এখন যে দাম তাতে গরিব মানুষদের এ পথ ধরা ছাড়া উপায় নেই!
সাংসদ কাকলি বলেন, ‘গত কয়েক মাসে এলপিজি সিলিন্ডারের দাম চারবার বাড়ানো হয়েছে। ৬০০ টাকা থেকে এখন সেটি ১ হাজার ১০০ টাকায় পৌঁছে গেছে।’
সাংসদ বলেন, ‘সিলিন্ডারের দাম কমাতে হবে।’
জুলাই মাসে রান্নার গ্যাস এলপিজির দাম সিলিন্ডার প্রতি ৫০ রুপি বাড়ানো হয়েছে। এক বছরের মধ্যে এটি অষ্টমবারের মতো বৃদ্ধি।
ভর্তুকিবিহীন এলপিজির দাম এখন রাজধানী নয়াদিল্লিতে বিক্রি হচ্ছে প্রতি ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডারে ১ হাজার ৫৩ টাকা।
সরকারের উজালা প্রকল্পের অধীনে দরিদ্র সুবিধাভোগীদের জন্য ভর্তুকি সীমাবদ্ধ করে আনার পর সাধারণ ভারতীয়রা রান্নার গ্যাসে কোনো ভর্তুকি পাচ্ছেন না। ফলে তাদের বেশি দামে কিনতে হচ্ছে।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৫ ঘণ্টা আগে