অনলাইন ডেস্ক
ভারতের মহারাষ্ট্র প্রদেশে জাল পাসপোর্টসহ ৪০ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার প্রদেশটির ভিওয়ান্ডি শহরের পুলিশ তাঁদের আটক করে। বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির ভিওয়ান্ডি শহর এবং থানে শহর থেকে তাঁদের অবৈধভাবে বসবাস করার অভিযোগে আটক করা হয়েছে। তাঁরা ভিওয়ান্ডির তিনটি ভিন্ন ভিন্ন শহরে বসবাস করছিল।
প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে ২০ জনকে প্রদেশটির শান্তিনগর থেকে আটক করা হয়েছে। এ ছাড়া ভিওয়ান্ডি শহর ও নারপোলি পুলিশ স্টেশন এলাকা থেকে ১০ জন করে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট, ভুয়া আধার কার্ড এবং প্যান (পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার) কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া ২৮টি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ, যার মূল্য ৯৪ হাজার ভারতীয় রুপি।
পুলিশের দাবি, আটককৃতরা ইমো ব্যবহারের মাধ্যমে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করত। এ ছাড়া যারা অবৈধভাবে তাদের সীমান্ত পারে সহায়তা করে তাদের সঙ্গেও একই ভাবে যোগাযোগ করত।
ভিওয়ান্ডি পুলিশের জোন-২ এর ডেপুটি কমিশনার যুগেশ চাভান বলেন, আটককৃতরা বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের কাছে ভারতে থাকা বা কাজ করার কোন বৈধ কাগজপত্র নেই। এ জন্য তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট ও বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের নাগপুরের রেলস্টেশন থেকে ১৩ বাংলাদেশিকে আটক করে পুলিশ। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং ভারতে পাচারের শিকার হয়েছিলেন।
ভারতের মহারাষ্ট্র প্রদেশে জাল পাসপোর্টসহ ৪০ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার প্রদেশটির ভিওয়ান্ডি শহরের পুলিশ তাঁদের আটক করে। বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির ভিওয়ান্ডি শহর এবং থানে শহর থেকে তাঁদের অবৈধভাবে বসবাস করার অভিযোগে আটক করা হয়েছে। তাঁরা ভিওয়ান্ডির তিনটি ভিন্ন ভিন্ন শহরে বসবাস করছিল।
প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে ২০ জনকে প্রদেশটির শান্তিনগর থেকে আটক করা হয়েছে। এ ছাড়া ভিওয়ান্ডি শহর ও নারপোলি পুলিশ স্টেশন এলাকা থেকে ১০ জন করে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট, ভুয়া আধার কার্ড এবং প্যান (পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার) কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া ২৮টি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ, যার মূল্য ৯৪ হাজার ভারতীয় রুপি।
পুলিশের দাবি, আটককৃতরা ইমো ব্যবহারের মাধ্যমে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করত। এ ছাড়া যারা অবৈধভাবে তাদের সীমান্ত পারে সহায়তা করে তাদের সঙ্গেও একই ভাবে যোগাযোগ করত।
ভিওয়ান্ডি পুলিশের জোন-২ এর ডেপুটি কমিশনার যুগেশ চাভান বলেন, আটককৃতরা বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের কাছে ভারতে থাকা বা কাজ করার কোন বৈধ কাগজপত্র নেই। এ জন্য তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট ও বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের নাগপুরের রেলস্টেশন থেকে ১৩ বাংলাদেশিকে আটক করে পুলিশ। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং ভারতে পাচারের শিকার হয়েছিলেন।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৩ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৫ ঘণ্টা আগে