অনলাইন ডেস্ক
ভারতীয় সশস্ত্রবাহিনীতে নিয়োগে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় ৪ দিনে প্রায় ৯৫ জনের আবেদন পেয়েছে দেশটির বিমানবাহিনী। এখন পর্যন্ত ৯৪ হাজার ২৮১ জন আবেদন করেছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ১৪ জুন ‘অগ্নিপথ’ পরিকল্পনা প্রকাশ করার পর ভারতজুড়ে প্রতিবাদ–বিক্ষোভ শুরু হয়। বেশ কয়েকটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় ৫ শতাধিক জনকে। এই পরিকল্পনার প্রতিবাদে সাধারণ জনগণের সঙ্গে যোগ দেয় বিরোধী দলগুলোও।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত ভূষণ বাবু এক টুইটে জানিয়েছেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সব মিলিয়ে ৯৪ হাজার ২৮১ জন অগ্নিবীর হতে আবেদন করেছেন।’ এর আগে, গত রোববার নাগাদ এই সংখ্যা ছিল ৫৬ হাজার ৯৬০ জন।
‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় প্রথম দফায় প্রায় ৪৫ হাজার তরুণ–যুবককে নিয়োগ দেওয়া হবে। তাঁরা পরিচিত হবেন ‘অগ্নিবীর’ নামে এবং তাঁদের নিয়োগ দেওয়া হবে ৪ বছর মেয়াদে। সেসময় জানানো হয়েছিল—আগামী ৯০ দিনের মধ্যেই এই ৪৫ হাজার সৈনিক নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। এরপর প্রশিক্ষণের মাধ্যমে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যেই এই বাহিনী মাঠে নামার উপযোগী হয়ে উঠবে।
চার বছর মেয়াদ শেষে চূড়ান্তভাবে যোগ্য ২৫ শতাংশকে মূল বাহিনীতে রেখে দেওয়া হবে। তাঁরা মূল বাহিনীতে ১৫ বছর কর্মজীবন পাবেন। এবং বাকিদের এককালীন ১১ থেকে ১২ লাখ রুপি দিয়ে চাকরিচ্যুত করা হবে। এই চার বছর মেয়াদে ‘অগ্নিপথ’-এ থাকাকালীন প্রত্যেক সৈনিক পাবেন ৩০ থেকে ৪০ হাজার রুপি বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
তবে প্রতিবাদের মুখে পরে সরকার এই পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনে।
ভারতীয় সশস্ত্রবাহিনীতে নিয়োগে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় ৪ দিনে প্রায় ৯৫ জনের আবেদন পেয়েছে দেশটির বিমানবাহিনী। এখন পর্যন্ত ৯৪ হাজার ২৮১ জন আবেদন করেছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ১৪ জুন ‘অগ্নিপথ’ পরিকল্পনা প্রকাশ করার পর ভারতজুড়ে প্রতিবাদ–বিক্ষোভ শুরু হয়। বেশ কয়েকটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় ৫ শতাধিক জনকে। এই পরিকল্পনার প্রতিবাদে সাধারণ জনগণের সঙ্গে যোগ দেয় বিরোধী দলগুলোও।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত ভূষণ বাবু এক টুইটে জানিয়েছেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সব মিলিয়ে ৯৪ হাজার ২৮১ জন অগ্নিবীর হতে আবেদন করেছেন।’ এর আগে, গত রোববার নাগাদ এই সংখ্যা ছিল ৫৬ হাজার ৯৬০ জন।
‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় প্রথম দফায় প্রায় ৪৫ হাজার তরুণ–যুবককে নিয়োগ দেওয়া হবে। তাঁরা পরিচিত হবেন ‘অগ্নিবীর’ নামে এবং তাঁদের নিয়োগ দেওয়া হবে ৪ বছর মেয়াদে। সেসময় জানানো হয়েছিল—আগামী ৯০ দিনের মধ্যেই এই ৪৫ হাজার সৈনিক নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। এরপর প্রশিক্ষণের মাধ্যমে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যেই এই বাহিনী মাঠে নামার উপযোগী হয়ে উঠবে।
চার বছর মেয়াদ শেষে চূড়ান্তভাবে যোগ্য ২৫ শতাংশকে মূল বাহিনীতে রেখে দেওয়া হবে। তাঁরা মূল বাহিনীতে ১৫ বছর কর্মজীবন পাবেন। এবং বাকিদের এককালীন ১১ থেকে ১২ লাখ রুপি দিয়ে চাকরিচ্যুত করা হবে। এই চার বছর মেয়াদে ‘অগ্নিপথ’-এ থাকাকালীন প্রত্যেক সৈনিক পাবেন ৩০ থেকে ৪০ হাজার রুপি বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
তবে প্রতিবাদের মুখে পরে সরকার এই পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনে।
কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৪ ঘণ্টা আগে