অনলাইন ডেস্ক
জামিন পেয়েছেন জ্ঞানবাপী মসজিদ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচিত হওয়া দিল্লির বিশ্ববিদ্যালয় শিক্ষক রতন লাল। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের ইতিহাসের অধ্যাপক। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
রতন লাল আদালতে জামিন পেলেও আদালত তাঁর পোস্টকে ব্যঙ্গ করার ব্যর্থ প্রচেষ্টা বলে আখ্যা দিয়ে বলেছে, ‘কোনো বিষয়ে কোনো একজন ব্যক্তির অনুভূতির দ্বারা সমগ্র গোষ্ঠী বা সম্প্রদায়ের অনুভূতি পরিমাপ করা যাবে না। এবং এ ধরনের বিষয় বিবেচনা করতে হবে ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপটের ভিত্তিতে।’
তাঁর জামিনের বিষয়ে আদালত মন্তব্য করেন, ‘এটি সত্য যে, অভিযুক্ত যে কাজ করেছেন তা এড়িয়ে যাওয়া যেত। বিশেষ করে তাঁর মতো দায়িত্বশীল মানুষ এড়িয়ে যেতেই পারতেন। যাই হোক, এই পোস্ট তুলনামূলক ভবে দেখা যাচ্ছে, কোনো ধরনের ঘৃণা ছড়ায়নি।’
এর আগে, শুক্রবার রাতে, ভারতের বারানসির জ্ঞানবাপী মসজিদ চত্বরে পাওয়া ‘শিবলিঙ্গ’ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে দিল্লিতে রতন লালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছিল, রতন লালকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ এবং ২৯৫-এ ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে। এ দুটি ধারায় ইচ্ছাকৃতভাবে ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা এবং সম্প্রীতি বিনষ্ট করার জন্য শাস্তির বিধান রয়েছে।
এর আগে, গত মঙ্গলবার রাতে বিনীত জিন্দাল নামে দিল্লির একজন আইনজীবী রতন লালের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে তিনি বলেন, ‘রতন লাল সম্প্রতি শিবলিঙ্গ নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। জ্ঞানবাপীর শিবলিঙ্গ ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল এবং আদালতে বিচারাধীন রয়েছে।’ তাঁর মামলার ভিত্তিতে রতন লালকে গ্রেপ্তার করে পুলিশ।
রতন লাল তাঁর পোস্টের পক্ষে বলেছিলেন, ‘ভারতে আপনি যে বিষয় নিয়েই কথা বলেন না কেন তা কারও না কারও অনুভূতিতে আঘাত করবেই। এটি নতুন কিছু নয়। আমি একজন ইতিহাসবিদ। জ্ঞানবাপী ইস্যুতে আমার কিছু পর্যবেক্ষণ রয়েছে। আমি সেগুলো লিখেছি। আমি আমার পোস্টে খুবই সতর্ক ভাষা ব্যবহার করেছি। আমি অবশ্যই আত্মপক্ষ সমর্থন করব।’
ভারতের উত্তর প্রদেশের জ্ঞানবাপী মসজিদকে হিন্দুরা তাঁদের সম্পত্তি বলে দাবি করায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাদের দাবি জ্ঞানবাপী মসজিদে চত্বরে শিবলিঙ্গ রয়েছে। এই দাবি করে ৫ জন হিন্দু নারী বেনারস আদালতে পূজা করার অধিকার চেয়ে মামলা দায়ের করলে উত্তেজনার সূত্রপাত হয়
জামিন পেয়েছেন জ্ঞানবাপী মসজিদ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচিত হওয়া দিল্লির বিশ্ববিদ্যালয় শিক্ষক রতন লাল। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের ইতিহাসের অধ্যাপক। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
রতন লাল আদালতে জামিন পেলেও আদালত তাঁর পোস্টকে ব্যঙ্গ করার ব্যর্থ প্রচেষ্টা বলে আখ্যা দিয়ে বলেছে, ‘কোনো বিষয়ে কোনো একজন ব্যক্তির অনুভূতির দ্বারা সমগ্র গোষ্ঠী বা সম্প্রদায়ের অনুভূতি পরিমাপ করা যাবে না। এবং এ ধরনের বিষয় বিবেচনা করতে হবে ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপটের ভিত্তিতে।’
তাঁর জামিনের বিষয়ে আদালত মন্তব্য করেন, ‘এটি সত্য যে, অভিযুক্ত যে কাজ করেছেন তা এড়িয়ে যাওয়া যেত। বিশেষ করে তাঁর মতো দায়িত্বশীল মানুষ এড়িয়ে যেতেই পারতেন। যাই হোক, এই পোস্ট তুলনামূলক ভবে দেখা যাচ্ছে, কোনো ধরনের ঘৃণা ছড়ায়নি।’
এর আগে, শুক্রবার রাতে, ভারতের বারানসির জ্ঞানবাপী মসজিদ চত্বরে পাওয়া ‘শিবলিঙ্গ’ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে দিল্লিতে রতন লালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছিল, রতন লালকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ এবং ২৯৫-এ ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে। এ দুটি ধারায় ইচ্ছাকৃতভাবে ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা এবং সম্প্রীতি বিনষ্ট করার জন্য শাস্তির বিধান রয়েছে।
এর আগে, গত মঙ্গলবার রাতে বিনীত জিন্দাল নামে দিল্লির একজন আইনজীবী রতন লালের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে তিনি বলেন, ‘রতন লাল সম্প্রতি শিবলিঙ্গ নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। জ্ঞানবাপীর শিবলিঙ্গ ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল এবং আদালতে বিচারাধীন রয়েছে।’ তাঁর মামলার ভিত্তিতে রতন লালকে গ্রেপ্তার করে পুলিশ।
রতন লাল তাঁর পোস্টের পক্ষে বলেছিলেন, ‘ভারতে আপনি যে বিষয় নিয়েই কথা বলেন না কেন তা কারও না কারও অনুভূতিতে আঘাত করবেই। এটি নতুন কিছু নয়। আমি একজন ইতিহাসবিদ। জ্ঞানবাপী ইস্যুতে আমার কিছু পর্যবেক্ষণ রয়েছে। আমি সেগুলো লিখেছি। আমি আমার পোস্টে খুবই সতর্ক ভাষা ব্যবহার করেছি। আমি অবশ্যই আত্মপক্ষ সমর্থন করব।’
ভারতের উত্তর প্রদেশের জ্ঞানবাপী মসজিদকে হিন্দুরা তাঁদের সম্পত্তি বলে দাবি করায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাদের দাবি জ্ঞানবাপী মসজিদে চত্বরে শিবলিঙ্গ রয়েছে। এই দাবি করে ৫ জন হিন্দু নারী বেনারস আদালতে পূজা করার অধিকার চেয়ে মামলা দায়ের করলে উত্তেজনার সূত্রপাত হয়
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৪ ঘণ্টা আগে