অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর হাসপাতালে গত শুক্রবার এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার রাতে রাজ্যজুড়ে নারীরা ‘রাত দখল’ (রিক্লেম দ্য নাইট) কর্মসূচি পালন করেছেন। এদিকে কলকাতার আর জি কর হাসপাতালে ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আলোচিত এই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল রাতে রাজ্যজুড়ে নারীরা রাত দখল (রিক্লেম দ্য নাইট) কর্মসূচি পালন করেন। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালিত হয়। এর মধ্যেই একটি দল আর জি কর হাসপাতালে ঢুকে ব্যাপক হামলা চালায়। এ সময় যানবাহন ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। কলকাতা পুলিশ দাবি করেছে, ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুরের পর আজ বৃহস্পতিবার সকালে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করে পরিচয় জানতে চায় পুলিশ। পুলিশ দাবি করে, তাঁরা এ হামলার সঙ্গে জড়িত। এর কিছুক্ষণ পরেই ৯ জনকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কলকাতা পুলিশের প্রকাশিত ছবিগুলোর মধ্যে নিজের ছবিও রয়েছে বলে জানিয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া চিকিৎসক অনুভব মণ্ডল। তিনি এনডিটিভিকে বলেন, ‘আমাদের বিক্ষোভ চলবে এবং এটি আরও বড় আকার ধারণ করবে। যারা মনে করে, আমাদের ভয় দেখাবে, তারা সফল হবে না। আমরা যেকোনো মূল্যে ন্যায়বিচার চাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো—বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা এবং আমরা সেটা আদায় করে ছাড়ব।’
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক ছাত্রীর মরদেহ পাওয়া নিয়ে। অভিযোগ, ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে আর জি কর হাসপাতালসহ পশ্চিমবঙ্গের রাজনীতি। গতকাল বুধবার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিবাদী মিছিলে প্রকম্পিত ছিল কলকাতা। সবার একটাই দাবি, দোষীদের শাস্তি দাও, আসল ষড়যন্ত্রকারীদেরও প্রকাশ্যে আনো।
পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর হাসপাতালে গত শুক্রবার এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার রাতে রাজ্যজুড়ে নারীরা ‘রাত দখল’ (রিক্লেম দ্য নাইট) কর্মসূচি পালন করেছেন। এদিকে কলকাতার আর জি কর হাসপাতালে ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আলোচিত এই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল রাতে রাজ্যজুড়ে নারীরা রাত দখল (রিক্লেম দ্য নাইট) কর্মসূচি পালন করেন। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালিত হয়। এর মধ্যেই একটি দল আর জি কর হাসপাতালে ঢুকে ব্যাপক হামলা চালায়। এ সময় যানবাহন ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। কলকাতা পুলিশ দাবি করেছে, ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুরের পর আজ বৃহস্পতিবার সকালে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করে পরিচয় জানতে চায় পুলিশ। পুলিশ দাবি করে, তাঁরা এ হামলার সঙ্গে জড়িত। এর কিছুক্ষণ পরেই ৯ জনকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কলকাতা পুলিশের প্রকাশিত ছবিগুলোর মধ্যে নিজের ছবিও রয়েছে বলে জানিয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া চিকিৎসক অনুভব মণ্ডল। তিনি এনডিটিভিকে বলেন, ‘আমাদের বিক্ষোভ চলবে এবং এটি আরও বড় আকার ধারণ করবে। যারা মনে করে, আমাদের ভয় দেখাবে, তারা সফল হবে না। আমরা যেকোনো মূল্যে ন্যায়বিচার চাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো—বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা এবং আমরা সেটা আদায় করে ছাড়ব।’
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক ছাত্রীর মরদেহ পাওয়া নিয়ে। অভিযোগ, ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে আর জি কর হাসপাতালসহ পশ্চিমবঙ্গের রাজনীতি। গতকাল বুধবার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিবাদী মিছিলে প্রকম্পিত ছিল কলকাতা। সবার একটাই দাবি, দোষীদের শাস্তি দাও, আসল ষড়যন্ত্রকারীদেরও প্রকাশ্যে আনো।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৯ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩২ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে