অনলাইন ডেস্ক
তীব্র শীতের রাত। চারপাশে অন্ধকার। গ্রামের নির্জন মাঠে ফেলে যাওয়া একটি নবজাতককে পাহারা দিচ্ছে একটি মাদি কুকুর। এর সঙ্গে ছিল তার ছানাগুলোও। রাতভর নবজাতকটিকে পাহারা দেওয়ার পর সকালে স্থানীয়রা ওই নবজাতকটিকে উদ্ধার করে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় প্রদেশের মুঙ্গেলি জেলার লোরমির সরিস্তাল গ্রামে। শিশুটিকে নগ্ন অবস্থায় ফেলে যাওয়া হয়, তখনো তার শরীরে জড়ানো ছিল মায়ের নাড়ি।
এরপর দিনের আলো ফুটলে স্থানীয়রা যখন বিভিন্ন কাজে বাইরে বের হয়, তখন শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করা হয়। অবাক হলেও সত্য যে, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তারা দ্রুত স্থানীয় পঞ্চায়েত ও পুলিশে খবর দেয়। পুলিশ ও পঞ্চায়েতের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠায় এবং নিরাপদে রাখে।
স্থানীয়রা বলছেন, সারা রাত মাদি কুকুরটি নবজাতকটিকে পাহারা দিয়েছে। এ জন্য শিশুটির কোনো ক্ষতি হয়নি। এটা অত্যন্ত সৌভাগ্যের। তবে যারা এই নবজাতকটিকে ফেলে গেছে তারা খুবই নিষ্ঠুর।
স্থানীয় সরপঞ্চের প্রতিনিধি মুন্নালাল প্যাটেল বলেছেন, সকালে কাজের জন্য বাইরে বের হলে শিশুটিকে কুকুরছানাগুলোর সঙ্গে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য বিভাগ ও পুলিশে খবর দিই। এরপর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চাইল্ড লাইন প্রজেক্টে পাঠানো হয়েছে। এটি শিশু কল্যাণ কমিটি দ্বারা পরিচালিত। উদ্ধারকারীরা শিশুটির নাম দিয়েছে আকাঙ্কা। এ ছাড়া শিশুটিকে কারা ফেলে গেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে, শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় অনলাইনে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এটি নিয়ে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন, যারা নবজাতকটিকে ফেলে গেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ ছাড়া শিশুটিকে আর তাদের কাছে কখনো ফিরিয়ে দেওয়া উচিত হবে না।
তীব্র শীতের রাত। চারপাশে অন্ধকার। গ্রামের নির্জন মাঠে ফেলে যাওয়া একটি নবজাতককে পাহারা দিচ্ছে একটি মাদি কুকুর। এর সঙ্গে ছিল তার ছানাগুলোও। রাতভর নবজাতকটিকে পাহারা দেওয়ার পর সকালে স্থানীয়রা ওই নবজাতকটিকে উদ্ধার করে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় প্রদেশের মুঙ্গেলি জেলার লোরমির সরিস্তাল গ্রামে। শিশুটিকে নগ্ন অবস্থায় ফেলে যাওয়া হয়, তখনো তার শরীরে জড়ানো ছিল মায়ের নাড়ি।
এরপর দিনের আলো ফুটলে স্থানীয়রা যখন বিভিন্ন কাজে বাইরে বের হয়, তখন শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করা হয়। অবাক হলেও সত্য যে, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তারা দ্রুত স্থানীয় পঞ্চায়েত ও পুলিশে খবর দেয়। পুলিশ ও পঞ্চায়েতের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠায় এবং নিরাপদে রাখে।
স্থানীয়রা বলছেন, সারা রাত মাদি কুকুরটি নবজাতকটিকে পাহারা দিয়েছে। এ জন্য শিশুটির কোনো ক্ষতি হয়নি। এটা অত্যন্ত সৌভাগ্যের। তবে যারা এই নবজাতকটিকে ফেলে গেছে তারা খুবই নিষ্ঠুর।
স্থানীয় সরপঞ্চের প্রতিনিধি মুন্নালাল প্যাটেল বলেছেন, সকালে কাজের জন্য বাইরে বের হলে শিশুটিকে কুকুরছানাগুলোর সঙ্গে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য বিভাগ ও পুলিশে খবর দিই। এরপর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চাইল্ড লাইন প্রজেক্টে পাঠানো হয়েছে। এটি শিশু কল্যাণ কমিটি দ্বারা পরিচালিত। উদ্ধারকারীরা শিশুটির নাম দিয়েছে আকাঙ্কা। এ ছাড়া শিশুটিকে কারা ফেলে গেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে, শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় অনলাইনে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এটি নিয়ে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন, যারা নবজাতকটিকে ফেলে গেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ ছাড়া শিশুটিকে আর তাদের কাছে কখনো ফিরিয়ে দেওয়া উচিত হবে না।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৪ ঘণ্টা আগে