অনলাইন ডেস্ক
‘মনে রাখার মতো একটি ফ্লাইট’, এভাবেই অনুভূতি ব্যক্ত করেছেন এক এমপি। যাকে একটি বাণিজ্যিক বিমানের করে গন্তব্যের পৌঁছে দিয়েছেন তাঁরই এক সহকর্মী। অথচ ককপিটে বসা পুরোদস্তুর পাইলট হয়ে বসা ওই এমপিকে প্রথমে চিনতেই পারেননি তিনি।
ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকের এমপি দয়ানিধি মরন। নিজেই টুইট করে জানিয়েছেন এক বিরল অভিজ্ঞতার কথা। দিল্লি থেকে চেন্নাইয়ে যে বিমানে করে তিনি গিয়েছিলেন সেটির পাইলট ছিলেন বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রুডি!
পার্লামেন্টারি প্রাক্কলন কমিটির একটি বৈঠক শেষে দিল্লি থেকে চেন্নাই ফিরছিলেন মরন। ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে ছিলেন তিনি। সেখানেই দেখা হয়ে যায় বিজেপি সাংসদ রুডির সঙ্গে।
মরন টুইটে বলেন, ক্যাপ্টেনের ইউনিফর্ম পরা এক লোক এসে বলেন, আপনিও তাহলে এই ফ্লাইটেই যাচ্ছেন! তাঁর মুখে মাস্ক থাকায় চিনতে পারিনি। কিন্তু কণ্ঠটা চেনা চেনা লাগছিল। আমি শুধু মাথা ঝাঁকালাম। তখনো বোঝার চেষ্টা করছি, ইনি আসলে কে? তিনি আমার দিকে তাকিয়ে আছেন। মাস্কের আড়ালে তাঁর চোখে যে একটা হাসি খেলে গেল সেটা টের পেলাম। উনি আবার বললেন, তাহলে আপনি আমাকে চিনতেই পারেননি!
পরে আমি বুঝতে পারলাম উনি আর কেউ নন, আমারই একজন সহকর্মী, পার্লামেন্টের সিনিয়র এমপি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী–আমার অত্যন্ত ভালো বন্ধু থিরু রাজীব প্রতাপ রুডি। মাত্র দুই ঘণ্টা আগেও আমরা প্রাক্কলন কমিটির উত্তেজনাপূর্ণ বৈঠকে আলোচনায় অংশ নিয়েছি। আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। একজন রাজনীতিক থেকে তাঁর পাইলট বনে যাওয়ার রূপান্তরটি দেখে আমি তো অভিভূত! টুইটে বলে এমপি মরন।
আমি তাঁকে জিজ্ঞেস করি, এমপি থাকা অবস্থায় তিনি কতোবার এমন করে বাণিজ্যিক ফ্লাইটের ক্যাপ্টেনগিরি করেছেন? আমি নিশ্চিত, অনেক দিন এ ঘটনা আমার মনে থাকবে। ধন্যবাদ ক্যাপ্টেন, আমাদের নিরাপদে দিল্লি থেকে চেন্নাই পৌঁছে দেওয়ার জন্য!
রাজীব প্রতাপ রুডি চালিয়েছিলেন ইন্ডিগোর এয়ারবাস–এ ৩২০–৩২১ উড়োজাহাজ। ২০০৩ সালে তিনি বেসামরিক বিমান মন্ত্রী ছিলেন। লোকসভায় চারবারের এমপি। এছাড়া বিহারে তাঁর নির্বাচনী আসন থেকে দুইবার রাজ্যসভা সদস্য নির্বাচিত হয়েছেন। রুডি প্রথম এমএলএ নির্বাচিত হন ১৯৯০–এর দশকে, মাত্র ২৭ বছর বয়সে। জাতীয় সাধারণ সম্পাদকসহ বিজেপির অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
রুডি একজন দক্ষ বৈমানিকও। তাঁর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি উড়োজাহাজের মধ্যে তিনি সুখই ৩০–এমকেআই জঙ্গিবিমান, গ্রিপেন এবং রাফাল ফাইটারও চালিয়েছেন।
‘মনে রাখার মতো একটি ফ্লাইট’, এভাবেই অনুভূতি ব্যক্ত করেছেন এক এমপি। যাকে একটি বাণিজ্যিক বিমানের করে গন্তব্যের পৌঁছে দিয়েছেন তাঁরই এক সহকর্মী। অথচ ককপিটে বসা পুরোদস্তুর পাইলট হয়ে বসা ওই এমপিকে প্রথমে চিনতেই পারেননি তিনি।
ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকের এমপি দয়ানিধি মরন। নিজেই টুইট করে জানিয়েছেন এক বিরল অভিজ্ঞতার কথা। দিল্লি থেকে চেন্নাইয়ে যে বিমানে করে তিনি গিয়েছিলেন সেটির পাইলট ছিলেন বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রুডি!
পার্লামেন্টারি প্রাক্কলন কমিটির একটি বৈঠক শেষে দিল্লি থেকে চেন্নাই ফিরছিলেন মরন। ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে ছিলেন তিনি। সেখানেই দেখা হয়ে যায় বিজেপি সাংসদ রুডির সঙ্গে।
মরন টুইটে বলেন, ক্যাপ্টেনের ইউনিফর্ম পরা এক লোক এসে বলেন, আপনিও তাহলে এই ফ্লাইটেই যাচ্ছেন! তাঁর মুখে মাস্ক থাকায় চিনতে পারিনি। কিন্তু কণ্ঠটা চেনা চেনা লাগছিল। আমি শুধু মাথা ঝাঁকালাম। তখনো বোঝার চেষ্টা করছি, ইনি আসলে কে? তিনি আমার দিকে তাকিয়ে আছেন। মাস্কের আড়ালে তাঁর চোখে যে একটা হাসি খেলে গেল সেটা টের পেলাম। উনি আবার বললেন, তাহলে আপনি আমাকে চিনতেই পারেননি!
পরে আমি বুঝতে পারলাম উনি আর কেউ নন, আমারই একজন সহকর্মী, পার্লামেন্টের সিনিয়র এমপি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী–আমার অত্যন্ত ভালো বন্ধু থিরু রাজীব প্রতাপ রুডি। মাত্র দুই ঘণ্টা আগেও আমরা প্রাক্কলন কমিটির উত্তেজনাপূর্ণ বৈঠকে আলোচনায় অংশ নিয়েছি। আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। একজন রাজনীতিক থেকে তাঁর পাইলট বনে যাওয়ার রূপান্তরটি দেখে আমি তো অভিভূত! টুইটে বলে এমপি মরন।
আমি তাঁকে জিজ্ঞেস করি, এমপি থাকা অবস্থায় তিনি কতোবার এমন করে বাণিজ্যিক ফ্লাইটের ক্যাপ্টেনগিরি করেছেন? আমি নিশ্চিত, অনেক দিন এ ঘটনা আমার মনে থাকবে। ধন্যবাদ ক্যাপ্টেন, আমাদের নিরাপদে দিল্লি থেকে চেন্নাই পৌঁছে দেওয়ার জন্য!
রাজীব প্রতাপ রুডি চালিয়েছিলেন ইন্ডিগোর এয়ারবাস–এ ৩২০–৩২১ উড়োজাহাজ। ২০০৩ সালে তিনি বেসামরিক বিমান মন্ত্রী ছিলেন। লোকসভায় চারবারের এমপি। এছাড়া বিহারে তাঁর নির্বাচনী আসন থেকে দুইবার রাজ্যসভা সদস্য নির্বাচিত হয়েছেন। রুডি প্রথম এমএলএ নির্বাচিত হন ১৯৯০–এর দশকে, মাত্র ২৭ বছর বয়সে। জাতীয় সাধারণ সম্পাদকসহ বিজেপির অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
রুডি একজন দক্ষ বৈমানিকও। তাঁর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি উড়োজাহাজের মধ্যে তিনি সুখই ৩০–এমকেআই জঙ্গিবিমান, গ্রিপেন এবং রাফাল ফাইটারও চালিয়েছেন।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৪ ঘণ্টা আগে