অনলাইন ডেস্ক
সম্প্রতি শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের। পাঁচ রাজ্যের একটিতেও জিততে পারেনি দলটি। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে জিতেছে বিজেপি। আর পাঞ্জাবে জয়লাভ করেছে আম আদমি পার্টি।
নির্বাচনে ভরাডুবির পর আজ রোববার ভারতীয় স্থানীয় সময় বিকেল ৪টায় বৈঠকে বসতে যাচ্ছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বৈঠকে নির্বাচনে ভরাডুবি ও নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে আলোচনা হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী আগস্ট-সেপ্টেম্বরের দিকে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে এই বৈঠক থেকে নির্বাচন দুই-তিন মাস আগে করার বিষয়ে পরিকল্পনা হতে পারে। গুঞ্জন উঠেছে, আজকের বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করতে পারেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেরে কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। এরপর কংগ্রেসের দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। ২০২০ সালের দিকে দলের একাংশের বিক্ষোভের মুখে তিনিও পদত্যাগ করতে চেয়েছিলেন।
উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকেরা পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সেমিফাইনাল বলছিলেন। সেই সেমিফাইনালে কিন্তু নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে বিজেপি বুঝিয়ে দিল, তাঁদের কোনো বিকল্প আপাতত নেই।
বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচির বিপরীতে কংগ্রেসের পরিবারতন্ত্র ফের পরাস্ত হয়েছে। অন্যদিকে, দিল্লির বাইরে পাঞ্জাবেও নিজেদের জয় ছিনিয়ে নিয়ে আম আদমি পার্টির দাবি, এবার কংগ্রেসের বিকল্প হিসেবে তারাই উঠে আসবে।
সম্প্রতি শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের। পাঁচ রাজ্যের একটিতেও জিততে পারেনি দলটি। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে জিতেছে বিজেপি। আর পাঞ্জাবে জয়লাভ করেছে আম আদমি পার্টি।
নির্বাচনে ভরাডুবির পর আজ রোববার ভারতীয় স্থানীয় সময় বিকেল ৪টায় বৈঠকে বসতে যাচ্ছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বৈঠকে নির্বাচনে ভরাডুবি ও নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে আলোচনা হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী আগস্ট-সেপ্টেম্বরের দিকে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে এই বৈঠক থেকে নির্বাচন দুই-তিন মাস আগে করার বিষয়ে পরিকল্পনা হতে পারে। গুঞ্জন উঠেছে, আজকের বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করতে পারেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেরে কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। এরপর কংগ্রেসের দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। ২০২০ সালের দিকে দলের একাংশের বিক্ষোভের মুখে তিনিও পদত্যাগ করতে চেয়েছিলেন।
উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকেরা পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সেমিফাইনাল বলছিলেন। সেই সেমিফাইনালে কিন্তু নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে বিজেপি বুঝিয়ে দিল, তাঁদের কোনো বিকল্প আপাতত নেই।
বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচির বিপরীতে কংগ্রেসের পরিবারতন্ত্র ফের পরাস্ত হয়েছে। অন্যদিকে, দিল্লির বাইরে পাঞ্জাবেও নিজেদের জয় ছিনিয়ে নিয়ে আম আদমি পার্টির দাবি, এবার কংগ্রেসের বিকল্প হিসেবে তারাই উঠে আসবে।
এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরীফ যিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১০ মিনিট আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ ঘণ্টা আগে