অনলাইন ডেস্ক
ধর্ষণের শিকার রক্তাক্ত ও অর্ধনগ্ন ১২ বছরের এক শিশু দরজায় দরজায় ঘুরেও সাহায্য পাননি। সবাই কেবল তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কেউই এগিয়ে আসেনি। এমনকি রাস্তায় চলতে থাকা এক লোকের কাছে সাহায্য চাইলে সেই লোক তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য প্রদেশের উজ্জয়নী জেলার বাদনগর এলাকা। ঘটনাস্থল উজ্জয়নী জেলা সদর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সাম্প্রতিক সময়ে ভারতে নারী ও শিশুদের ওপর যৌন নিগ্রহের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।
পুলিশ জানিয়েছে, মানুষের দরজায় দরজায় সাহায্যের আশায় ঘুরে ব্যর্থ হয়ে ওই শিশু কোনোমতে একটি আশ্রমে পৌঁছায়। সে সময় তার গায়ে নামমাত্র এক টুকরো কাপড় জড়ানো ছিল। পরে সেখানকার পুরোহিত আশঙ্কা করেন, ওই বালিকা যৌন নির্যাতনের শিকার হয়েছে। পরে দ্রুত তাকে একটি তোয়ালে দিয়ে জড়িয়ে জেলা হাসপাতালে নিয়ে যান।
অসুস্থতা গুরুতর হওয়ায় সেই শিশুকে দ্রুত ইন্দোরে নেওয়া হয়। ব্যাপক রক্তক্ষরণ হওয়া তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। স্থানীয় এক পুলিশ সদস্য তাকে রক্ত দেন। তার অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। তবে প্রাথমিকভাবে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা শিশুটির নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে সুস্থিরভাবে কোনো উত্তর দিতে পারেনি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। শিশুদের যৌন অপরাধ থেকে কঠোর সুরক্ষা (পকসো) আইনেও অভিযোগ আনা হয়েছে।
উজ্জয়নীর পুলিশপ্রধান শচীন শর্মা বলেছেন, ‘দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমরা ঘটনাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছি।’ পাশাপাশি এ ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
উজ্জয়নীর পুলিশপ্রধান জানিয়েছেন, ধর্ষণের ঘটনা কোথায় ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে, শিগগিরই হয়তো জানা যাবে। তিনি বলেন, ‘ওই শিশু বলতে পারছে না তার ঠিকানা কোথায়। তবে তার বাচনভঙ্গি শুনে মনে হচ্ছে সে উত্তর প্রদেশের প্রয়াগরাজ এলাকার হতে পারে।’
ধর্ষণের শিকার রক্তাক্ত ও অর্ধনগ্ন ১২ বছরের এক শিশু দরজায় দরজায় ঘুরেও সাহায্য পাননি। সবাই কেবল তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কেউই এগিয়ে আসেনি। এমনকি রাস্তায় চলতে থাকা এক লোকের কাছে সাহায্য চাইলে সেই লোক তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য প্রদেশের উজ্জয়নী জেলার বাদনগর এলাকা। ঘটনাস্থল উজ্জয়নী জেলা সদর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সাম্প্রতিক সময়ে ভারতে নারী ও শিশুদের ওপর যৌন নিগ্রহের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।
পুলিশ জানিয়েছে, মানুষের দরজায় দরজায় সাহায্যের আশায় ঘুরে ব্যর্থ হয়ে ওই শিশু কোনোমতে একটি আশ্রমে পৌঁছায়। সে সময় তার গায়ে নামমাত্র এক টুকরো কাপড় জড়ানো ছিল। পরে সেখানকার পুরোহিত আশঙ্কা করেন, ওই বালিকা যৌন নির্যাতনের শিকার হয়েছে। পরে দ্রুত তাকে একটি তোয়ালে দিয়ে জড়িয়ে জেলা হাসপাতালে নিয়ে যান।
অসুস্থতা গুরুতর হওয়ায় সেই শিশুকে দ্রুত ইন্দোরে নেওয়া হয়। ব্যাপক রক্তক্ষরণ হওয়া তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। স্থানীয় এক পুলিশ সদস্য তাকে রক্ত দেন। তার অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। তবে প্রাথমিকভাবে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা শিশুটির নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে সুস্থিরভাবে কোনো উত্তর দিতে পারেনি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। শিশুদের যৌন অপরাধ থেকে কঠোর সুরক্ষা (পকসো) আইনেও অভিযোগ আনা হয়েছে।
উজ্জয়নীর পুলিশপ্রধান শচীন শর্মা বলেছেন, ‘দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমরা ঘটনাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছি।’ পাশাপাশি এ ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
উজ্জয়নীর পুলিশপ্রধান জানিয়েছেন, ধর্ষণের ঘটনা কোথায় ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে, শিগগিরই হয়তো জানা যাবে। তিনি বলেন, ‘ওই শিশু বলতে পারছে না তার ঠিকানা কোথায়। তবে তার বাচনভঙ্গি শুনে মনে হচ্ছে সে উত্তর প্রদেশের প্রয়াগরাজ এলাকার হতে পারে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
২ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
২ ঘণ্টা আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
১১ ঘণ্টা আগে