অনলাইন ডেস্ক
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। অবৈধভাবে খনিজ পদার্থ উত্তোলনের মামলায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নির্বাচন কমিশন থেকে বিধায়ক হওয়ার যোগ্যতা হারানোর ফলে আইন অনুসারে হেমন্ত আপাতত আরও রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। তবে তিনি আগামী ছয় মাসের মধ্যে পুনরায় নির্বাচনের মাধ্যমে বিধায়ক হতে পারলে এবং রাজ্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠ অংশ তাঁকে সমর্থন দিলে তিনি আবারও মুখ্যমন্ত্রী হতে পারবেন।
ঝাড়খন্ডের প্রবীণ রাজনীতিবিদ সূর্য রায় বলেছেন, তাঁকে একটি ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে—নির্বাচন কমিশন হেমন্ত সরেনকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে। এক টুইটে সূর্য রায় আরও বলেন, ‘যেই মাত্র রাজ ভবন থেকে তাঁর অযোগ্য হওয়ার চিঠি এসে পৌঁছাবে তখনই তাঁকে পদত্যাগ করতে হবে কিংবা আদালতের স্টে অর্ডার নিয়ে এসে দায়িত্ব পালন করতে হবে।’
নির্বাচন কমিশন জানিয়েছে, হেমন্ত সরেন নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারি চুক্তিকে নিজ নামে করে নিয়েছেন। এই বিষয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। রাজ্যের গভর্নর রমেশ বৈশ নির্বাচন কমিশনের মন্তব্যকে পরীক্ষা করে দেখেছেন এবং হেমন্ত সরেনকে এই বিষয়ে শিগগিরই অবহিত করা হবে বলেও জানিয়েছে একটি সূত্র। তবে, এই দফায় তাঁকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করা হলেও তাঁকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়নি।
এদিকে, হেমন্ত সরেনের দাবি, ‘সবই বিজেপির ধামাধরা মিডিয়ার অপপ্রচার।’ তবে তিনি অপপ্রচার বললেও জানা গেছে, হেমন্ত মুখ্যমন্ত্রিত্ব হারালে বিকল্প হিসেবে তাঁর স্ত্রী কল্পনা সরেনকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে তাঁর দল জেএমএম।
এই বিষয়ে বিজেপির এমপি নিশিকান্ত দুবের দাবি, ‘নিজেদের অপরাধেই ডুবছে জেএমএম।’ উল্লেখ্য, খনি কেলেঙ্কারির তদন্তে নেমে হেমন্ত ঘনিষ্ঠদের কাছ থেকে বেআইনি অস্ত্র থেকে শুরু করে প্রচুর টাকা-পয়সাও উদ্ধার হয়েছে।
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। অবৈধভাবে খনিজ পদার্থ উত্তোলনের মামলায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নির্বাচন কমিশন থেকে বিধায়ক হওয়ার যোগ্যতা হারানোর ফলে আইন অনুসারে হেমন্ত আপাতত আরও রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। তবে তিনি আগামী ছয় মাসের মধ্যে পুনরায় নির্বাচনের মাধ্যমে বিধায়ক হতে পারলে এবং রাজ্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠ অংশ তাঁকে সমর্থন দিলে তিনি আবারও মুখ্যমন্ত্রী হতে পারবেন।
ঝাড়খন্ডের প্রবীণ রাজনীতিবিদ সূর্য রায় বলেছেন, তাঁকে একটি ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে—নির্বাচন কমিশন হেমন্ত সরেনকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে। এক টুইটে সূর্য রায় আরও বলেন, ‘যেই মাত্র রাজ ভবন থেকে তাঁর অযোগ্য হওয়ার চিঠি এসে পৌঁছাবে তখনই তাঁকে পদত্যাগ করতে হবে কিংবা আদালতের স্টে অর্ডার নিয়ে এসে দায়িত্ব পালন করতে হবে।’
নির্বাচন কমিশন জানিয়েছে, হেমন্ত সরেন নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারি চুক্তিকে নিজ নামে করে নিয়েছেন। এই বিষয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। রাজ্যের গভর্নর রমেশ বৈশ নির্বাচন কমিশনের মন্তব্যকে পরীক্ষা করে দেখেছেন এবং হেমন্ত সরেনকে এই বিষয়ে শিগগিরই অবহিত করা হবে বলেও জানিয়েছে একটি সূত্র। তবে, এই দফায় তাঁকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করা হলেও তাঁকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়নি।
এদিকে, হেমন্ত সরেনের দাবি, ‘সবই বিজেপির ধামাধরা মিডিয়ার অপপ্রচার।’ তবে তিনি অপপ্রচার বললেও জানা গেছে, হেমন্ত মুখ্যমন্ত্রিত্ব হারালে বিকল্প হিসেবে তাঁর স্ত্রী কল্পনা সরেনকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে তাঁর দল জেএমএম।
এই বিষয়ে বিজেপির এমপি নিশিকান্ত দুবের দাবি, ‘নিজেদের অপরাধেই ডুবছে জেএমএম।’ উল্লেখ্য, খনি কেলেঙ্কারির তদন্তে নেমে হেমন্ত ঘনিষ্ঠদের কাছ থেকে বেআইনি অস্ত্র থেকে শুরু করে প্রচুর টাকা-পয়সাও উদ্ধার হয়েছে।
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১৯ মিনিট আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
২ ঘণ্টা আগে