অনলাইন ডেস্ক
ইউক্রেনের দনবাস অঞ্চলের ৪০ টিরও বেশি শহরে একযোগে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউক্রেনের সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, রাশিয়ার সেনাবাহিনী দনবাস অঞ্চলের ৪০ টিরও বেশি শহরে এক যোগে হামলা চালিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর আশঙ্কা রাশিয়ার এই ক্রমাগত হামলার ফলে এসব শহরের অধিবাসীদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে।
ইউক্রেন সশস্ত্রবাহিনীর জয়েন্ট টাস্কফোর্সের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, ‘দখলদারেরা দনেৎস্ক ও লুহানস্কের ৪০ টিরও বেশি শহরে একযোগে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত একটি বিদ্যালয় ও ৩৮টি আবাসিক ভবনসহ ৪৭টি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এ ছাড়া মারা গেছেন অন্তত ৫ জন এবং ১২ জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে, চলমান যুদ্ধ তৃতীয় মাস পেরিয়ে চতুর্থ মাসে পড়েছে। কোনো পক্ষই এখন পর্যন্ত কোনো ধরনের শান্তি চুক্তির পথে অগ্রসর হতে পারেনি। তবে, যুদ্ধের মাঝামাঝি রাশিয়া ইউক্রেনর রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করে ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলে মনোনিবেশ করে। তারই ধারাবাহিকতায় এই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন
অপরদিকে, রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলের নাগরিকদের রুশ পাসপোর্ট নিতে বিশেষ আদেশ জারি করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এই আদেশে সাক্ষর করেন। ইউক্রেন রাশিয়ার এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পুতিন খেরসন ও জাপোরিঝিয়ার নাগরিকেরা যাতে সহজে রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করতে পারে সে বিষয়ে কার্যক্রম সহজ করতে ওই আদেশ জারি করেন।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
ইউক্রেনের দনবাস অঞ্চলের ৪০ টিরও বেশি শহরে একযোগে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউক্রেনের সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, রাশিয়ার সেনাবাহিনী দনবাস অঞ্চলের ৪০ টিরও বেশি শহরে এক যোগে হামলা চালিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর আশঙ্কা রাশিয়ার এই ক্রমাগত হামলার ফলে এসব শহরের অধিবাসীদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে।
ইউক্রেন সশস্ত্রবাহিনীর জয়েন্ট টাস্কফোর্সের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, ‘দখলদারেরা দনেৎস্ক ও লুহানস্কের ৪০ টিরও বেশি শহরে একযোগে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত একটি বিদ্যালয় ও ৩৮টি আবাসিক ভবনসহ ৪৭টি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এ ছাড়া মারা গেছেন অন্তত ৫ জন এবং ১২ জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে, চলমান যুদ্ধ তৃতীয় মাস পেরিয়ে চতুর্থ মাসে পড়েছে। কোনো পক্ষই এখন পর্যন্ত কোনো ধরনের শান্তি চুক্তির পথে অগ্রসর হতে পারেনি। তবে, যুদ্ধের মাঝামাঝি রাশিয়া ইউক্রেনর রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করে ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলে মনোনিবেশ করে। তারই ধারাবাহিকতায় এই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন
অপরদিকে, রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলের নাগরিকদের রুশ পাসপোর্ট নিতে বিশেষ আদেশ জারি করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এই আদেশে সাক্ষর করেন। ইউক্রেন রাশিয়ার এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পুতিন খেরসন ও জাপোরিঝিয়ার নাগরিকেরা যাতে সহজে রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করতে পারে সে বিষয়ে কার্যক্রম সহজ করতে ওই আদেশ জারি করেন।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
ভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
৪ ঘণ্টা আগেইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১৮ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
২০ ঘণ্টা আগে