প্রত্যন্ত এলাকা ও উড়োজাহাজে ইন্টারনেট সেবা দিতে স্যাটেলাইট পাঠাল ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১২: ০৯
আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪০ (এসএলসি-৪০) থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। ছবি: এক্স

ভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।

জিস্যাট ২০, যা জিএসএটি-এন ২ নামেও পরিচিত, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তৈরি করেছে এবং এটি সম্পূর্ণ বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে। স্যাটেলাইটটি প্রত্যন্ত অঞ্চল থেকে মাঝ আকাশে থাকা বিমানেও ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে সক্ষম।

ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ নিশ্চিত করেছেন, স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে। এর নিয়ন্ত্রণ এখন ইসরোর মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটির হাতে। কয়েক দিনের মধ্যে এটি ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় সঠিক অবস্থানে স্থাপন করা হবে।

বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টার থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ শেষে ইসরোর চেয়ারম্যান ড. এস সোমনাথ জানান, স্যাটেলাইটটি ১৪ বছর পর্যন্ত সচল থাকবে। এটি ইসরোর তৈরি প্রথম স্যাটেলাইট যেখানে উন্নত কেএ ব্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। ২৭ থেকে ৪০ গিগাহার্টজের এই ফ্রিকোয়েন্সি পরিসর উপগ্রহটিকে উচ্চতর ব্যান্ডউইথ প্রদান করবে।

উল্লেখ্য, জিস্যাট ২০-এর ওজন ৪ হাজার ৭০০ কেজি, যা ইসরোর নিজস্ব রকেটের বহন সক্ষমতার চেয়ে বেশি। তাই স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট ব্যবহার করা হয়েছে। ৭০ মিটার দীর্ঘ এবং প্রায় ৫৪৯ টন ওজনের ফ্যালকন ৯ রকেটের এটি ছিল ৩৯৬ তম সফল উৎক্ষেপণ।

ভারতের এই সাফল্য শুধু ইন্টারনেট সেবা উন্নয়নের ক্ষেত্রেই নয়, মহাকাশ প্রযুক্তি ও বাণিজ্যিক উৎক্ষেপণ কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা করেছে বলে দাবি করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ প্রশ্নে ভারতীয় সংবাদপত্রকে যা বললেন ড. ইউনূস

আওয়ামী লীগ নিষিদ্ধে বাধা দিচ্ছে রাজনৈতিক দলগুলো: উপদেষ্টা আসিফ

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত