অনলাইন ডেস্ক
রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্কের লাইসিচানস্ক এ সেভেরোদোনেৎস্ক শহরে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গভর্নর সেরহি হাইদাই এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, লুহানস্ক অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে ১২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পুরো এলাকায় ৬০ টির বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
তবে সেভেরোদোনেৎস্ক রুশ সেনারা ব্যর্থ হয়েছেন এবং পিছু হটেছেন বলে দাবি করেছেন গভর্নর সেরহি হাইদাই। তিনি বলেন, ‘এ শহরে ইউক্রেনের সেনাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছু হটেছে রুশ সেনারা।’
গভর্নরের এ মন্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা।
এ ছাড়া সেভেরোদোনেৎস্ক থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের শহর হিরস্কে রুশ হামলায় আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দনবাসেও হামলা চালিয়েছে রুশ সেনারা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসনে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনবরত বোমাবর্ষণে ডনবাস অঞ্চলকে নরক বানিয়ে ফেলেছে রাশিয়া।’
যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং ৪ হাজার ৬২ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়।
এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তারপর প্রায় তিন মাস হতে চলল যুদ্ধ চলছে দুই দেশের সেনাদের মধ্যে।
রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্কের লাইসিচানস্ক এ সেভেরোদোনেৎস্ক শহরে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গভর্নর সেরহি হাইদাই এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, লুহানস্ক অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে ১২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পুরো এলাকায় ৬০ টির বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
তবে সেভেরোদোনেৎস্ক রুশ সেনারা ব্যর্থ হয়েছেন এবং পিছু হটেছেন বলে দাবি করেছেন গভর্নর সেরহি হাইদাই। তিনি বলেন, ‘এ শহরে ইউক্রেনের সেনাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছু হটেছে রুশ সেনারা।’
গভর্নরের এ মন্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা।
এ ছাড়া সেভেরোদোনেৎস্ক থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের শহর হিরস্কে রুশ হামলায় আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দনবাসেও হামলা চালিয়েছে রুশ সেনারা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসনে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনবরত বোমাবর্ষণে ডনবাস অঞ্চলকে নরক বানিয়ে ফেলেছে রাশিয়া।’
যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং ৪ হাজার ৬২ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়।
এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তারপর প্রায় তিন মাস হতে চলল যুদ্ধ চলছে দুই দেশের সেনাদের মধ্যে।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে সংঘাতকে উসকে দিয়েছেন বলে অভিযোগ ক্রেমলিনের। এর উপযুক্ত ও স্পষ্ট জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন।
১ ঘণ্টা আগেইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতা করায় ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরে ব্যবহৃত জাহাজ ও বন্দরের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগেমহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী বিনোদ তাওড়ে। রাজ্যের পালঘর জেলার বেরারে এক হোটেল থেকে নগদ টাকা
১ ঘণ্টা আগেভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
৬ ঘণ্টা আগে