অনলাইন ডেস্ক
আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবের জেদ্দায় আরব লিগের বার্ষিক শীর্ষ সম্মেলন চলাকালীনই দেশটি সফরে গেলেন তিনি। সৌদি আরবে এটিই তাঁর প্রথম সফর। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ শুক্রবার নিজের টুইটার হ্যান্ডলে জেলেনস্কি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রথমবারের মতো সৌদি আরব সফর শুরু করলাম। আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এগিয়ে নিতেই এই সফর।’
ওই টুইট বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ ইউক্রেনের অন্য অঞ্চলগুলোয় আটক রাজনৈতিক বন্দীদের মুক্ত করা, ইউক্রেনের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা, যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা এবং জ্বালানিসংক্রান্ত পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে তিনি সেখানে আলোচনা করবেন।
জেলেনস্কি আরও বলেন, ‘সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পারস্পরিক সহযোগিতার জায়গাকে নতুন একটি মাত্রায় নিয়ে যেতে আমরা প্রস্তুত আছি।’
সৌদি আরবে আরব লিগের সম্মেলনে অংশ নেওয়ার কথা জেলেনস্কির। এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন তিনি।
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট বেশ কয়েকটি দেশ সফর করেছেন। জেলেনস্কির সফরগুলো মূলত ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি রাষ্ট্র, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ তাঁর মিত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল। খুব শিগগিরই জি–৭ বৈঠকে যোগ দিতে জাপানে যাবেন।
মধ্যপ্রাচ্যে রাজনীতির নতুন মোড় এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। এক দশকেরও বেশি সময় পর আরব লিগে ফিরেছে সিরিয়া। প্রেসিডেন্ট আসাদ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। চিরশত্রু ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আর এতে মধ্যস্থতা করছে চীন। সম্প্রতি রাশিয়ার সঙ্গেও সৌদি আরবের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বলে ইঙ্গিত মিলছে।
বিপরীতে দীর্ঘ দিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে রিয়াদের।
এর মধ্যে জেলেনস্কির সৌদি সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইঙ্গিতবহ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। যেখানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমাদের কাছ থেকে যথেষ্ট অস্ত্র সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছে ইউক্রেন।
আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবের জেদ্দায় আরব লিগের বার্ষিক শীর্ষ সম্মেলন চলাকালীনই দেশটি সফরে গেলেন তিনি। সৌদি আরবে এটিই তাঁর প্রথম সফর। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ শুক্রবার নিজের টুইটার হ্যান্ডলে জেলেনস্কি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রথমবারের মতো সৌদি আরব সফর শুরু করলাম। আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এগিয়ে নিতেই এই সফর।’
ওই টুইট বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ ইউক্রেনের অন্য অঞ্চলগুলোয় আটক রাজনৈতিক বন্দীদের মুক্ত করা, ইউক্রেনের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা, যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা এবং জ্বালানিসংক্রান্ত পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে তিনি সেখানে আলোচনা করবেন।
জেলেনস্কি আরও বলেন, ‘সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পারস্পরিক সহযোগিতার জায়গাকে নতুন একটি মাত্রায় নিয়ে যেতে আমরা প্রস্তুত আছি।’
সৌদি আরবে আরব লিগের সম্মেলনে অংশ নেওয়ার কথা জেলেনস্কির। এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন তিনি।
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট বেশ কয়েকটি দেশ সফর করেছেন। জেলেনস্কির সফরগুলো মূলত ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি রাষ্ট্র, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ তাঁর মিত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল। খুব শিগগিরই জি–৭ বৈঠকে যোগ দিতে জাপানে যাবেন।
মধ্যপ্রাচ্যে রাজনীতির নতুন মোড় এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। এক দশকেরও বেশি সময় পর আরব লিগে ফিরেছে সিরিয়া। প্রেসিডেন্ট আসাদ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। চিরশত্রু ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আর এতে মধ্যস্থতা করছে চীন। সম্প্রতি রাশিয়ার সঙ্গেও সৌদি আরবের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বলে ইঙ্গিত মিলছে।
বিপরীতে দীর্ঘ দিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে রিয়াদের।
এর মধ্যে জেলেনস্কির সৌদি সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইঙ্গিতবহ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। যেখানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমাদের কাছ থেকে যথেষ্ট অস্ত্র সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছে ইউক্রেন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৪ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৫ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৯ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে