লুকাশেঙ্কোর দাবি: প্রিগোঝিনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন পুতিন, বাঁচিয়েছিলেন তিনি 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১২: ৪৫

রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনার বিদ্রোহ ঘোষণার পর বাহিনীটিকে নিশ্চিহ্ন করে ফেলতে চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাঁকে সেই কাজ করা থেকে বিরত রাখেন। গতকাল শুক্রবার বেলারুশের সংবাদ সংস্থা বেলটিএর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

চলতি বছরের জুন মাসের ২৩-২৪ তারিখে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে ভাগনার। এমনকি তারা ইউক্রেনের রণক্ষেত্র ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে রাশিয়ায় প্রবেশ করে সীমান্তবর্তী একটি সেনা ঘাঁটিও দখল করে নেয়। পরে অবশ্য রাশিয়া সামরিক হস্তক্ষেপের আগেই লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোঝিন বিদ্রোহ স্থগিত করে বেলারুশে চলে যান। সঙ্গে ভাগনার বাহিনীর একাংশও চলে যায়। 

বিদ্রোহের সময় পুতিন কড়া জবাব দিতে চেয়েছিলেন ভাগনারকে। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট তাঁকে বুঝিয়ে শান্ত করেন। লুকাশেঙ্কো বলেন, সে সময় তিনি পুতিনকে প্রভাবিত করেছিলেন যেন তিনি প্রিগোঝিন ও ভাগনারকে নিশ্চিহ্ন করে না ফেলেন। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি লুকাশেঙ্কো।

প্রিগোঝিনের মৃত্যুতে পুতিনের হাত রয়েছে এমন আলোচনার পরিপ্রেক্ষিতে বেলারুশের প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো বলেন, ‘আমি বিশ্বাস করি এই দুর্ঘটনার সঙ্গে পুতিনের জড়িত থাকার কোনো কারণ নেই।’ 

বেলারুশের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি পুতিনকে চিনি: তিনি খুবই হিসেবি, খুবই শান্ত এবং ধীরস্থির।’ পুতিন জড়িত নয় উল্লেখ করে ক্রেমলিনের ঘনিষ্ঠ এই মিত্র বলেন, ‘আমি কল্পনাও করতে পারি না পুতিন এটি করেছেন এবং এর জন্য পুতিনকে দোষারোপ করতে হবে। এটি খুবই উগ্র এবং অপেশাদার কাজ।’ 

এদিকে ভাগনার-প্রধানের মৃত্যুর পর বাহিনীর কী হবে, সে বিষয়ে লুকাশেঙ্কো বলেন—বাহিনীর সদস্যরা বেলারুশে রয়ে যাবেন। তিনি বলেন, ‘ভাগনার টিকে গেছে, টিকছে এবং বেলারুশে টিকে থাকবে। আমাদের যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ভাগনার বেলারুশে থেকে যাবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত