অনলাইন ডেস্ক
ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মঙ্গলবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুদিনের বৈঠক এই অঙ্গীকার করেন তাঁরা। বৈঠকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা ও শীতের সরঞ্জাম প্রদানের বিষয়েও অঙ্গীকার করেন তাঁরা।
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না। জীবন বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁদের।
ইউক্রেনের বিরুদ্ধে শীতকে রাশিয়া অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে অভিযোগ করে ন্যাটোর মহাসচিব জেনে স্টলটেনবার্গ বলেছেন, ‘ন্যাটো ইউক্রেনের পাশে থাকবে। আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব।’
বার্তা সংস্থা রয়টার্স এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে রোমানিয়া ও প্রতিবেশী মলদোভাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন থেকে পালিয়ে প্রায় ২০ লাখ মানুষ দেশ ছেড়েছেন। পরিসংখ্যান বলছে, রোমানিয়া প্রায় ৮০ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এ অবস্থায় রুশ হামলায় বিধ্বস্ত জ্বালানি অবকাঠামো মেরামতে যুক্তরাষ্ট্র নতুন করে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ আর্থিক সহায়তা দেবে। এ জন্য বাইডেন প্রশাসন প্রায় ১১০ কোটি ডলার বাজেট করেছে বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। এ বাজেটের অর্থ ইউক্রেন ও মলদোভায় জ্বালানি সংকট নিরসনে ব্যয় করা হবে।
এদিকে, গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ‘রাশিয়ার সেনারা আরও নতুন হামলার প্রস্তুতি নিচ্ছেন। যতক্ষণ তাঁদের হাতে ক্ষেপণাস্ত্র মজুত আছে, তাঁরা থামবেন না।’ করণীয় ঠিক করতে এরই মধ্যে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আসছে সপ্তাহটি কঠিন হতে পারে।’
ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মঙ্গলবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুদিনের বৈঠক এই অঙ্গীকার করেন তাঁরা। বৈঠকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা ও শীতের সরঞ্জাম প্রদানের বিষয়েও অঙ্গীকার করেন তাঁরা।
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না। জীবন বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁদের।
ইউক্রেনের বিরুদ্ধে শীতকে রাশিয়া অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে অভিযোগ করে ন্যাটোর মহাসচিব জেনে স্টলটেনবার্গ বলেছেন, ‘ন্যাটো ইউক্রেনের পাশে থাকবে। আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব।’
বার্তা সংস্থা রয়টার্স এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে রোমানিয়া ও প্রতিবেশী মলদোভাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন থেকে পালিয়ে প্রায় ২০ লাখ মানুষ দেশ ছেড়েছেন। পরিসংখ্যান বলছে, রোমানিয়া প্রায় ৮০ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এ অবস্থায় রুশ হামলায় বিধ্বস্ত জ্বালানি অবকাঠামো মেরামতে যুক্তরাষ্ট্র নতুন করে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ আর্থিক সহায়তা দেবে। এ জন্য বাইডেন প্রশাসন প্রায় ১১০ কোটি ডলার বাজেট করেছে বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। এ বাজেটের অর্থ ইউক্রেন ও মলদোভায় জ্বালানি সংকট নিরসনে ব্যয় করা হবে।
এদিকে, গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ‘রাশিয়ার সেনারা আরও নতুন হামলার প্রস্তুতি নিচ্ছেন। যতক্ষণ তাঁদের হাতে ক্ষেপণাস্ত্র মজুত আছে, তাঁরা থামবেন না।’ করণীয় ঠিক করতে এরই মধ্যে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আসছে সপ্তাহটি কঠিন হতে পারে।’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে