অনলাইন ডেস্ক
রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্রের ১৫টিই ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেন বলছে, স্থানীয় সময় সোমবার ভোরে ১৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী, যার ১৫টি ঠেকিয়ে দিয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইউক্রেনে মস্কোর হামলা আরও তীব্র হয়েছে। ইউক্রেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভেলেরি জালুঝিনিয়ি এক টেলিগ্রাম পোস্টে লেখেন, ‘আনুমানিক রাত আড়াইটার দিকে রুশ বাহিনী বিমান হামলা চালায়। তারা ১৮টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। যার মধ্যে ১৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন।’
এদিকে কিয়েভের নগর কর্তৃপক্ষ বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রামে উল্লেখ করে, কিয়েভকে লক্ষ্য করে রুশ বাহিনীর ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। গত তিন দিনে কিয়েভ লক্ষ্য করে এটা ছিল দ্বিতীয় হামলা। প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও মেলেনি এখনো।
রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে কিয়েভকে রক্ষায় ইতিমধ্যে শহরের চারপাশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
ইউক্রেনের দিনিপ্রো অঞ্চল পরিষদের প্রধান মিকোলা লুকাশুক বলেছেন, রাশিয়া একই সময়ে ইউক্রেনের অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে দিনিপ্রপেত্রভস্কও রয়েছে। পূর্ব ইউক্রেনের শহর পাভলোহরাদে দুবার হামলা চালানো হয় এবং একটি শিল্পপ্রতিষ্ঠান, ১৯টি অ্যাপার্টমেন্ট ভবন এবং ২৫টি ব্যক্তি মালিকানাধীন ভবনসহ বেশ কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস ও জরুরি সেবা প্রদানকারী দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
রাশিয়া বলেছে, সাম্প্রতিক হামলা ইউক্রেনের পূর্বাঞ্চলে দীর্ঘ পরিকল্পিত পাল্টা আক্রমণের জন্য কিয়েভের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করার জন্য।
এদিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে রাশিয়ার দুই নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। সেখানকার গভর্নর আলেক্সান্ডার বোগোমাজের বরাতে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে।
আলেক্সান্ডার বোগোমাজ বলেন, রাশিয়া-ইউক্রেনের সীমান্তবর্তী সুজেমকা গ্রামে এই হামলা হয়। এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেনের হামলায় দুজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। আরও দুটি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবাদাতা সংস্থাগুলোর কাজ চলছে।
রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্রের ১৫টিই ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেন বলছে, স্থানীয় সময় সোমবার ভোরে ১৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী, যার ১৫টি ঠেকিয়ে দিয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইউক্রেনে মস্কোর হামলা আরও তীব্র হয়েছে। ইউক্রেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভেলেরি জালুঝিনিয়ি এক টেলিগ্রাম পোস্টে লেখেন, ‘আনুমানিক রাত আড়াইটার দিকে রুশ বাহিনী বিমান হামলা চালায়। তারা ১৮টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। যার মধ্যে ১৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন।’
এদিকে কিয়েভের নগর কর্তৃপক্ষ বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রামে উল্লেখ করে, কিয়েভকে লক্ষ্য করে রুশ বাহিনীর ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। গত তিন দিনে কিয়েভ লক্ষ্য করে এটা ছিল দ্বিতীয় হামলা। প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও মেলেনি এখনো।
রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে কিয়েভকে রক্ষায় ইতিমধ্যে শহরের চারপাশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
ইউক্রেনের দিনিপ্রো অঞ্চল পরিষদের প্রধান মিকোলা লুকাশুক বলেছেন, রাশিয়া একই সময়ে ইউক্রেনের অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে দিনিপ্রপেত্রভস্কও রয়েছে। পূর্ব ইউক্রেনের শহর পাভলোহরাদে দুবার হামলা চালানো হয় এবং একটি শিল্পপ্রতিষ্ঠান, ১৯টি অ্যাপার্টমেন্ট ভবন এবং ২৫টি ব্যক্তি মালিকানাধীন ভবনসহ বেশ কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস ও জরুরি সেবা প্রদানকারী দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
রাশিয়া বলেছে, সাম্প্রতিক হামলা ইউক্রেনের পূর্বাঞ্চলে দীর্ঘ পরিকল্পিত পাল্টা আক্রমণের জন্য কিয়েভের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করার জন্য।
এদিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে রাশিয়ার দুই নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। সেখানকার গভর্নর আলেক্সান্ডার বোগোমাজের বরাতে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে।
আলেক্সান্ডার বোগোমাজ বলেন, রাশিয়া-ইউক্রেনের সীমান্তবর্তী সুজেমকা গ্রামে এই হামলা হয়। এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেনের হামলায় দুজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। আরও দুটি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবাদাতা সংস্থাগুলোর কাজ চলছে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৭ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে