ডয়চে ভেলে
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার কয়েক মাস আগে ভ্যালেরি জালুঝনি সেনাপ্রধান হয়েছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ গতকাল বৃহস্পতিবার তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানান।
পরে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি জেনারেল সিরস্কিকে ইউক্রেনের সেনাপ্রধানের পদে নিয়োগ করেছেন।
জেলেনস্কি বলেছেন, ‘আজ থেকেই নতুন টিম সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে। ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে আমি জেনারেল সিরস্কিকে নিয়োগ করেছি।’
কী বললেন জালুঝনি ও জেলেনস্কি?
জেলেনস্কি লিখেছেন, ‘আমি জালুঝনির সঙ্গে দেখা করে বলেছিলাম, এবার নতুন কোনো নেতা সেনার দায়িত্ব নিক। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি এবং ঠিক হয়, এবার নেতৃত্বে নতুন কারো আসা উচিত। আমি জেনারেলকে টিমের অংশ হিসাবে কাজ করার অনুরোধ করেছি।’
জালুঝনি বলেছেন, জেলেনস্কির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনা হয়েছে। লড়াইয়ের ময়দানে কৌশল বদল করা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘২০২২ সালের কাজ এবং ২০২৪ সালের কাজের মধ্য়ে ফারাক আছে। নতুন বাস্তবতার সঙ্গে পরিবর্তন দরকার। সবাই মিলে আমরা জিতব।’
এরপর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা জেনারেল সিরস্কির সঙ্গে একযোগে কাজ করবে।
জালুঝনি সাফল্যের সঙ্গে রাশিয়ার আক্রমণ থেকে কিয়েভকে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের কিছু এলাকা আবার দখল করতে পেরেছিলেন। কিন্তু বলা হয়, তাঁর রাজনৈতিক উচ্চাশা ছিল। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
গত বছর থেকেই জেলেনস্কি ও জালুঝনির মধ্যে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট বলছে, গত সপ্তাহেই তিনি জালুঝনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তখন তাঁকে সরানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার জেলেনস্কি ও জালুঝনি সামাজিক মাধ্যমে দুটি বিবৃতি দিয়েছেন যা দেখে মনে হয়েছে, তারা দুজনে ঐক্যের একটা ছবি তুলে ধরতে চেয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার কয়েক মাস আগে ভ্যালেরি জালুঝনি সেনাপ্রধান হয়েছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ গতকাল বৃহস্পতিবার তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানান।
পরে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি জেনারেল সিরস্কিকে ইউক্রেনের সেনাপ্রধানের পদে নিয়োগ করেছেন।
জেলেনস্কি বলেছেন, ‘আজ থেকেই নতুন টিম সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে। ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে আমি জেনারেল সিরস্কিকে নিয়োগ করেছি।’
কী বললেন জালুঝনি ও জেলেনস্কি?
জেলেনস্কি লিখেছেন, ‘আমি জালুঝনির সঙ্গে দেখা করে বলেছিলাম, এবার নতুন কোনো নেতা সেনার দায়িত্ব নিক। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি এবং ঠিক হয়, এবার নেতৃত্বে নতুন কারো আসা উচিত। আমি জেনারেলকে টিমের অংশ হিসাবে কাজ করার অনুরোধ করেছি।’
জালুঝনি বলেছেন, জেলেনস্কির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনা হয়েছে। লড়াইয়ের ময়দানে কৌশল বদল করা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘২০২২ সালের কাজ এবং ২০২৪ সালের কাজের মধ্য়ে ফারাক আছে। নতুন বাস্তবতার সঙ্গে পরিবর্তন দরকার। সবাই মিলে আমরা জিতব।’
এরপর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা জেনারেল সিরস্কির সঙ্গে একযোগে কাজ করবে।
জালুঝনি সাফল্যের সঙ্গে রাশিয়ার আক্রমণ থেকে কিয়েভকে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের কিছু এলাকা আবার দখল করতে পেরেছিলেন। কিন্তু বলা হয়, তাঁর রাজনৈতিক উচ্চাশা ছিল। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
গত বছর থেকেই জেলেনস্কি ও জালুঝনির মধ্যে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট বলছে, গত সপ্তাহেই তিনি জালুঝনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তখন তাঁকে সরানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার জেলেনস্কি ও জালুঝনি সামাজিক মাধ্যমে দুটি বিবৃতি দিয়েছেন যা দেখে মনে হয়েছে, তারা দুজনে ঐক্যের একটা ছবি তুলে ধরতে চেয়েছেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৩১ মিনিট আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে