অনলাইন ডেস্ক
ইউক্রেনের সশস্ত্র বাহিনী চীন ও রাশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ রেলপথের একটি অংশ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একই রেলপথের একটি ট্রেনে চোরাগোপ্তা হামলা চালিয়ে বেশ কয়েকটি বগি পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ বৈকাল-আমুর হাইওয়েতে অবস্থিত সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই টানেলটি রাশিয়ান ফেডারেশনের বুরিয়াতিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। টানেলটি ১৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ।
বিষয়টির সঙ্গে জড়িত এই ইউক্রেনীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউয়ের সদস্যরা সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি পলিটিকোকে বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন ও চীনের মধ্যে এটি একমাত্র গুরুত্বপূর্ণ রেল সংযোগ। বর্তমানে এই রুট ব্যবহার করে যত কার্যক্রম ছিল—সামরিক রসদ সরবরাহসহ সবকিছুই স্থবির হয়ে রয়েছে।’
ইউক্রেনের ওই কর্মকর্তা আরও বলেন, ‘টানেলের ভেতরে যখন চারটি বিস্ফোরক ব্যবহার করে হয়, তখন সেখানে একটি মালবাহী ট্রেনও চলছিল।’ তিনি জানান, হামলার একটু পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তারা কাজ শুরু করে দেন। কিন্তু এসবিইউয়ের হামলা যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রশমিত করতে তারা ব্যর্থ হয়েছেন। এই ট্রেনটির বড় একটি অংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
পরে একই এলাকায় অন্য একটি বাইপাস রেলপথে একটি মালবাহী ট্রেনে হামলা চালান ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল বাজা বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যানুসারে ট্রেনের চারটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরও দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের ওই কর্মকর্তা এই হামলার বিষয়ে জানিয়েছেন, মালবাহী ওই ট্রেনটিতে করে বিমানের জ্বালানি পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের ফলে ট্রেনটিতে বিপুল পরিমাণ জ্বালানি আশপাশের ১৫০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
তবে ইউক্রেন বা দেশটির নিরাপত্তা বাহিনী এই হামলা দুটির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। রাশিয়াও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় রেল যোগাযোগ প্রতিষ্ঠান আরজেডএইচডি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘বুরিয়াতিয়ার ইতিকিত-ওকুসিকান উপত্যকায় টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় কার্গো ট্রেনটির লোকোমোটিভ ক্রুরা একটি ডিজেল জ্বালানি ট্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ধোঁয়া দেখার পর ট্রেনটি থামানো হয় এবং সাহায্যের জন্য কাছাকাছি শহর থেকে দুটি অগ্নিনির্বাপক ট্রেন পাঠানো হয়। ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়নি। তবে যাত্রা সময় কিছু বেড়েছে। কারণ, অন্য একটি বাইপাস দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’
ইউক্রেনের সশস্ত্র বাহিনী চীন ও রাশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ রেলপথের একটি অংশ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একই রেলপথের একটি ট্রেনে চোরাগোপ্তা হামলা চালিয়ে বেশ কয়েকটি বগি পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ বৈকাল-আমুর হাইওয়েতে অবস্থিত সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই টানেলটি রাশিয়ান ফেডারেশনের বুরিয়াতিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। টানেলটি ১৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ।
বিষয়টির সঙ্গে জড়িত এই ইউক্রেনীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউয়ের সদস্যরা সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি পলিটিকোকে বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন ও চীনের মধ্যে এটি একমাত্র গুরুত্বপূর্ণ রেল সংযোগ। বর্তমানে এই রুট ব্যবহার করে যত কার্যক্রম ছিল—সামরিক রসদ সরবরাহসহ সবকিছুই স্থবির হয়ে রয়েছে।’
ইউক্রেনের ওই কর্মকর্তা আরও বলেন, ‘টানেলের ভেতরে যখন চারটি বিস্ফোরক ব্যবহার করে হয়, তখন সেখানে একটি মালবাহী ট্রেনও চলছিল।’ তিনি জানান, হামলার একটু পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তারা কাজ শুরু করে দেন। কিন্তু এসবিইউয়ের হামলা যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রশমিত করতে তারা ব্যর্থ হয়েছেন। এই ট্রেনটির বড় একটি অংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
পরে একই এলাকায় অন্য একটি বাইপাস রেলপথে একটি মালবাহী ট্রেনে হামলা চালান ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল বাজা বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যানুসারে ট্রেনের চারটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরও দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের ওই কর্মকর্তা এই হামলার বিষয়ে জানিয়েছেন, মালবাহী ওই ট্রেনটিতে করে বিমানের জ্বালানি পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের ফলে ট্রেনটিতে বিপুল পরিমাণ জ্বালানি আশপাশের ১৫০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
তবে ইউক্রেন বা দেশটির নিরাপত্তা বাহিনী এই হামলা দুটির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। রাশিয়াও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় রেল যোগাযোগ প্রতিষ্ঠান আরজেডএইচডি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘বুরিয়াতিয়ার ইতিকিত-ওকুসিকান উপত্যকায় টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় কার্গো ট্রেনটির লোকোমোটিভ ক্রুরা একটি ডিজেল জ্বালানি ট্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ধোঁয়া দেখার পর ট্রেনটি থামানো হয় এবং সাহায্যের জন্য কাছাকাছি শহর থেকে দুটি অগ্নিনির্বাপক ট্রেন পাঠানো হয়। ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়নি। তবে যাত্রা সময় কিছু বেড়েছে। কারণ, অন্য একটি বাইপাস দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’
স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
৩ মিনিট আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগে