অনলাইন ডেস্ক
এ বছর শান্তিতে নোবেল বিজয়ী রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়ালকে ক্রেমলিন থেকে পুরস্কার না নিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে রাশিয়ায় নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংস্থাটির প্রধান ইয়ান রাচিনস্কি ওই অভিযোগ করেছেন।
রাচিনস্কি জানান, ক্রেমলিন কর্তৃপক্ষ নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে বলেছিল তাঁকে। তাদের সঙ্গে এবার যৌথভাবে বিজয়ী ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস এবং বেলারুশের কারাবন্দী মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে নোবেল পুরস্কার পাওয়ার ‘অনুপযুক্ত’ বলা হয়।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মেমোরিয়ালের প্রধান রাচিনস্কি বলেন, তাঁর প্রতিষ্ঠানকে পুরস্কার প্রত্যাখ্যান করার যে পরামর্শ দেওয়া হয়েছে, তা স্বাভাবিকভাবেই গ্রহণ করা হয়নি।
মেমোরিয়াল রাশিয়ায় মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। গত বছরের শেষ দিকে এটি বন্ধের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। তবে রাচিনস্কি বলেছেন, মেমোরিয়ালের কার্যক্রম এখনো অপরিহার্যই রয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে রাশিয়ায় কারও ব্যক্তিগত নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, অনেককে হত্যা করা হয়েছে ঠিক, কিন্তু আমরা জানি দেশের দায়মুক্তি কীভাবে হবে। আমাদের এই গহ্বর থেকে যেভাবে হোক বের হতে হবে।’
এদিকে শনিবার নরওয়ের অসলোর সিটি হলে এ বছরের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার নেওয়ার সময় দেওয়া বক্তব্যে ইউক্রেন যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘উন্মাদ ও অপরাধী’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন রাচিনস্কি।
অন্যদিকে ইউক্রেনের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ওলেক্সান্দ্রা মাতভিচুক তাঁর বক্তব্যে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ‘যুদ্ধাপরাধের’ বিচারের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আহ্বান জানিয়েছেন তিনি। মাতভিচুক বলেন, ‘আমাদের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং পুতিন, লুকাশেঙ্কো ও অন্য যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।’
এ বছর শান্তিতে নোবেল বিজয়ী রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়ালকে ক্রেমলিন থেকে পুরস্কার না নিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে রাশিয়ায় নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংস্থাটির প্রধান ইয়ান রাচিনস্কি ওই অভিযোগ করেছেন।
রাচিনস্কি জানান, ক্রেমলিন কর্তৃপক্ষ নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে বলেছিল তাঁকে। তাদের সঙ্গে এবার যৌথভাবে বিজয়ী ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস এবং বেলারুশের কারাবন্দী মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে নোবেল পুরস্কার পাওয়ার ‘অনুপযুক্ত’ বলা হয়।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মেমোরিয়ালের প্রধান রাচিনস্কি বলেন, তাঁর প্রতিষ্ঠানকে পুরস্কার প্রত্যাখ্যান করার যে পরামর্শ দেওয়া হয়েছে, তা স্বাভাবিকভাবেই গ্রহণ করা হয়নি।
মেমোরিয়াল রাশিয়ায় মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। গত বছরের শেষ দিকে এটি বন্ধের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। তবে রাচিনস্কি বলেছেন, মেমোরিয়ালের কার্যক্রম এখনো অপরিহার্যই রয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে রাশিয়ায় কারও ব্যক্তিগত নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, অনেককে হত্যা করা হয়েছে ঠিক, কিন্তু আমরা জানি দেশের দায়মুক্তি কীভাবে হবে। আমাদের এই গহ্বর থেকে যেভাবে হোক বের হতে হবে।’
এদিকে শনিবার নরওয়ের অসলোর সিটি হলে এ বছরের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার নেওয়ার সময় দেওয়া বক্তব্যে ইউক্রেন যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘উন্মাদ ও অপরাধী’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন রাচিনস্কি।
অন্যদিকে ইউক্রেনের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ওলেক্সান্দ্রা মাতভিচুক তাঁর বক্তব্যে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ‘যুদ্ধাপরাধের’ বিচারের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আহ্বান জানিয়েছেন তিনি। মাতভিচুক বলেন, ‘আমাদের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং পুতিন, লুকাশেঙ্কো ও অন্য যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।’
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৩ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৪ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৮ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে