অনলাইন ডেস্ক
শুধু যুক্তরাজ্যেই এক বছরে মানুষের ২০ লাখ বছর কেড়ে নেয় ক্যানসার। ক্যানসার রোগীদের মৃত্যুর হার ও বয়স বিবেচনা করে এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যে প্রতিবছর ক্যানসারে যেসব মানুষ মারা যায়—দেশটির গড় আয়ু থেকে তাদের মৃত্যুকালীন বয়স বাদ দিয়ে ঝরে পড়া বছরের পরিসংখ্যান তুলে ধরেছেন গবেষকেরা।
আজ বুধবার ব্রিটিশ গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ক্যানসার আক্রান্ত মানুষের মৃত্যু ও বয়স নিয়ে গবেষণাটি পরিচালনা করেছেন লন্ডনের কিংস কলেজ ও কুইন মেরি ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা। মূলত ১৯৮৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৭ ধরনের ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে যেসব মানুষ প্রাণ হারিয়েছে, তাদের তথ্য বিশ্লেষণ করেছে বিশেষজ্ঞ দলটি।
গবেষকেরা জানান, তাঁদের পর্যবেক্ষণ করা ৩০ বছরের মধ্যে প্রথম পাঁচ বছর অর্থাৎ ১৯৮৮ থেকে ১৯৯২ সালের মধ্যে যুক্তরাজ্যে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় ২২ লাখ মানুষ মারা গেছে। আর শেষ পাঁচ বছর অর্থাৎ ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ক্যানসারে মারা গেছে প্রায় ২৩ লাখ মানুষ। এ হিসাবে গত শতকের আশির দশকের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে ক্যানসারে মৃত্যুর হার বেশি দেখালেও গবেষকেরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায় নিলে ক্যানসারে মৃত্যুর হার অতীতের তুলনায় অনেক কমে এসেছে। এ হিসেবে উল্লেখিত ৩০ বছরের মধ্যে ক্যানসারে মৃত্যুর হার ১৫ শতাংশ কমেছে।
গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ফুসফুস ক্যানসারই সবচেয়ে বড় প্রাণঘাতী। এই ক্যানসার এককভাবে প্রতিবছর দেশটির মানুষের ৫ লাখ বছরেরও বেশি কেড়ে নিচ্ছে। এরপরের অবস্থানেই রয়েছে অন্ত্রের ক্যানসার। বছরে দেশটির মানুষের গড়ে ২ লাখ ১৩ হাজার বছর কেড়ে নিচ্ছে এই ক্যানসার। তৃতীয় অবস্থানে থাকা স্তন ক্যানসার কেড়ে নিচ্ছে বছরে ১ লাখ ৯৭ হাজার বছর।
গবেষকদের তথ্যমতে, যুক্তরাজ্যে জরায়ুর ক্যানসারে আক্রান্তের হার অতীতের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। ১৯৮৮ সালে দেশটিতে ৪৩ হাজার ৬০০ মানুষ এই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, আর ২০১৭ সালে আক্রান্ত হয়েছেন মাত্র ২১ হাজার ৮০০ মানুষ। এর জন্য আগের চেয়ে স্বাস্থ্য পরীক্ষা উন্নত হওয়ার বিষয়টিকে কৃতিত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
অন্য ক্যানসারের মধ্যে দেশটিতে পাকস্থলী ক্যানসারের হার কমেছে প্রায় ৫৯ শতাংশ পর্যন্ত এবং স্তন ক্যানসার কমেছে ৩৯ শতাংশ।
এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত হয়েছে। গবেষকেরা বলছেন, একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাঁরা ক্যানসারের প্রভাব তুলে ধরেছেন।
শুধু যুক্তরাজ্যেই এক বছরে মানুষের ২০ লাখ বছর কেড়ে নেয় ক্যানসার। ক্যানসার রোগীদের মৃত্যুর হার ও বয়স বিবেচনা করে এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যে প্রতিবছর ক্যানসারে যেসব মানুষ মারা যায়—দেশটির গড় আয়ু থেকে তাদের মৃত্যুকালীন বয়স বাদ দিয়ে ঝরে পড়া বছরের পরিসংখ্যান তুলে ধরেছেন গবেষকেরা।
আজ বুধবার ব্রিটিশ গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ক্যানসার আক্রান্ত মানুষের মৃত্যু ও বয়স নিয়ে গবেষণাটি পরিচালনা করেছেন লন্ডনের কিংস কলেজ ও কুইন মেরি ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা। মূলত ১৯৮৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৭ ধরনের ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে যেসব মানুষ প্রাণ হারিয়েছে, তাদের তথ্য বিশ্লেষণ করেছে বিশেষজ্ঞ দলটি।
গবেষকেরা জানান, তাঁদের পর্যবেক্ষণ করা ৩০ বছরের মধ্যে প্রথম পাঁচ বছর অর্থাৎ ১৯৮৮ থেকে ১৯৯২ সালের মধ্যে যুক্তরাজ্যে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় ২২ লাখ মানুষ মারা গেছে। আর শেষ পাঁচ বছর অর্থাৎ ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ক্যানসারে মারা গেছে প্রায় ২৩ লাখ মানুষ। এ হিসাবে গত শতকের আশির দশকের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে ক্যানসারে মৃত্যুর হার বেশি দেখালেও গবেষকেরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায় নিলে ক্যানসারে মৃত্যুর হার অতীতের তুলনায় অনেক কমে এসেছে। এ হিসেবে উল্লেখিত ৩০ বছরের মধ্যে ক্যানসারে মৃত্যুর হার ১৫ শতাংশ কমেছে।
গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ফুসফুস ক্যানসারই সবচেয়ে বড় প্রাণঘাতী। এই ক্যানসার এককভাবে প্রতিবছর দেশটির মানুষের ৫ লাখ বছরেরও বেশি কেড়ে নিচ্ছে। এরপরের অবস্থানেই রয়েছে অন্ত্রের ক্যানসার। বছরে দেশটির মানুষের গড়ে ২ লাখ ১৩ হাজার বছর কেড়ে নিচ্ছে এই ক্যানসার। তৃতীয় অবস্থানে থাকা স্তন ক্যানসার কেড়ে নিচ্ছে বছরে ১ লাখ ৯৭ হাজার বছর।
গবেষকদের তথ্যমতে, যুক্তরাজ্যে জরায়ুর ক্যানসারে আক্রান্তের হার অতীতের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। ১৯৮৮ সালে দেশটিতে ৪৩ হাজার ৬০০ মানুষ এই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, আর ২০১৭ সালে আক্রান্ত হয়েছেন মাত্র ২১ হাজার ৮০০ মানুষ। এর জন্য আগের চেয়ে স্বাস্থ্য পরীক্ষা উন্নত হওয়ার বিষয়টিকে কৃতিত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
অন্য ক্যানসারের মধ্যে দেশটিতে পাকস্থলী ক্যানসারের হার কমেছে প্রায় ৫৯ শতাংশ পর্যন্ত এবং স্তন ক্যানসার কমেছে ৩৯ শতাংশ।
এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত হয়েছে। গবেষকেরা বলছেন, একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাঁরা ক্যানসারের প্রভাব তুলে ধরেছেন।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৪ ঘণ্টা আগে