অনলাইন ডেস্ক
রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন আরোপিত নিষেধাজ্ঞা হাঙ্গেরির অর্থনীতিতে পারমাণবিক বোমা হয়ে বিস্ফোরিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্প্রতি এ কথা জানিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মতে, রাশিয়ান জ্বালানি তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে তাঁর দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়বে। এর ফলে হাঙ্গেরিকে ভয়াবহ মূল্য পরিশোধ করতে হবে। তাই তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন প্রস্তাবিত নিষেধাজ্ঞার দ্রুত বাস্তবায়ন প্রত্যাখ্যান করেছেন।
অরবান বলেছেন, ‘রাশিয়ার তেল নিষিদ্ধ করার পরিকল্পনা হাঙ্গেরির জন্য অনেক ব্যয়বহুল বলে বিবেচিত হবে এবং তা হবে হাঙ্গেরির অর্থনীতিতে ‘পারমাণবিক বোমা’ ফেলার সমান। রাশিয়ার তেলের নির্ভরতা কাটিয়ে উঠতে হাঙ্গেরির কমপক্ষে পাঁচ বছর লাগবে এবং আমাদের অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হবে।’
অরবান আরও জানিয়েছেন, তিনি নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত তবে সেখানে অবশ্যই হাঙ্গেরির স্বার্থ পূরণের নিশ্চয়তা থাকতে হবে। গত এপ্রিলে চতুর্থ মেয়াদে হাঙ্গেরির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া অরবান শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিওকে বলেছেন, ‘হাঙ্গেরি রাশিয়ার বিরুদ্ধে ইইউ প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে বর্তমানে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেভাবে সমর্থন কতে পারে না।’
বিশ্লেষকদের ধারণা, অরবানের এই প্রত্যাখ্যান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বৃদ্ধি করবে। কারণ, হাঙ্গেরি এরই মধ্যে রাশিয়ার জ্বালানি তেলের নির্ভরতা থেকে নিজেদের মুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনাকে প্রাণঘাতী আঘাত হিসেবে চিহ্নিত করেছে। তবে, ইইউ-এর প্রস্তাবে অরবানের আপত্তিতে অবাক হওয়ার কিছু নেই বলেই মত বিশ্লেষকদের। কারণ, অরবান এর আগেও একাধিকবার রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন।
তবে, ভিক্টর অরবানের এই অবস্থান রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রস্তাব পাশের ক্ষেত্রে একটি বড় বাধা।
রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন আরোপিত নিষেধাজ্ঞা হাঙ্গেরির অর্থনীতিতে পারমাণবিক বোমা হয়ে বিস্ফোরিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্প্রতি এ কথা জানিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মতে, রাশিয়ান জ্বালানি তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে তাঁর দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়বে। এর ফলে হাঙ্গেরিকে ভয়াবহ মূল্য পরিশোধ করতে হবে। তাই তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন প্রস্তাবিত নিষেধাজ্ঞার দ্রুত বাস্তবায়ন প্রত্যাখ্যান করেছেন।
অরবান বলেছেন, ‘রাশিয়ার তেল নিষিদ্ধ করার পরিকল্পনা হাঙ্গেরির জন্য অনেক ব্যয়বহুল বলে বিবেচিত হবে এবং তা হবে হাঙ্গেরির অর্থনীতিতে ‘পারমাণবিক বোমা’ ফেলার সমান। রাশিয়ার তেলের নির্ভরতা কাটিয়ে উঠতে হাঙ্গেরির কমপক্ষে পাঁচ বছর লাগবে এবং আমাদের অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হবে।’
অরবান আরও জানিয়েছেন, তিনি নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত তবে সেখানে অবশ্যই হাঙ্গেরির স্বার্থ পূরণের নিশ্চয়তা থাকতে হবে। গত এপ্রিলে চতুর্থ মেয়াদে হাঙ্গেরির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া অরবান শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিওকে বলেছেন, ‘হাঙ্গেরি রাশিয়ার বিরুদ্ধে ইইউ প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে বর্তমানে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেভাবে সমর্থন কতে পারে না।’
বিশ্লেষকদের ধারণা, অরবানের এই প্রত্যাখ্যান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বৃদ্ধি করবে। কারণ, হাঙ্গেরি এরই মধ্যে রাশিয়ার জ্বালানি তেলের নির্ভরতা থেকে নিজেদের মুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনাকে প্রাণঘাতী আঘাত হিসেবে চিহ্নিত করেছে। তবে, ইইউ-এর প্রস্তাবে অরবানের আপত্তিতে অবাক হওয়ার কিছু নেই বলেই মত বিশ্লেষকদের। কারণ, অরবান এর আগেও একাধিকবার রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন।
তবে, ভিক্টর অরবানের এই অবস্থান রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রস্তাব পাশের ক্ষেত্রে একটি বড় বাধা।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে