অনলাইন ডেস্ক
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন সফরে যাবেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে হোয়াইট হাউসে আসবেন।’
এদিকে শিগগিরই ইউক্রেনের জন্য ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথমবারের মতো প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ কাজ করবে।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, বুধবারই ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসে ইউক্রেনবিষয়ক একসময়কার নেতা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলেক্সান্ডার ভিন্ডম্যান বলেছেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া কিয়েভের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
আলেক্সান্ডার ভিন্ডম্যান আরও বলেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ফলে ইউক্রেন আরও নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। রাশিয়া যদি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও চালায়, সে ক্ষেত্রেও মোকাবিলা করা যাবে।’
বিশ্লেষকেরা বলছেন, অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ফলে ইউক্রেন তাদের নাগরিকদের ও তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে পারবে।
এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর আগে ইউক্রেনীয় বাহিনীকে জার্মানিতে প্রশিক্ষণ দেওয়া হতে পারে।
আলেক্সান্ডার ভিন্ডম্যান বলেন, ‘প্রশিক্ষণের জন্য কয়েক মাস সময় লেগে যেতে পারে।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন সফরে যাবেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে হোয়াইট হাউসে আসবেন।’
এদিকে শিগগিরই ইউক্রেনের জন্য ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথমবারের মতো প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ কাজ করবে।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, বুধবারই ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসে ইউক্রেনবিষয়ক একসময়কার নেতা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলেক্সান্ডার ভিন্ডম্যান বলেছেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া কিয়েভের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
আলেক্সান্ডার ভিন্ডম্যান আরও বলেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ফলে ইউক্রেন আরও নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। রাশিয়া যদি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও চালায়, সে ক্ষেত্রেও মোকাবিলা করা যাবে।’
বিশ্লেষকেরা বলছেন, অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ফলে ইউক্রেন তাদের নাগরিকদের ও তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে পারবে।
এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর আগে ইউক্রেনীয় বাহিনীকে জার্মানিতে প্রশিক্ষণ দেওয়া হতে পারে।
আলেক্সান্ডার ভিন্ডম্যান বলেন, ‘প্রশিক্ষণের জন্য কয়েক মাস সময় লেগে যেতে পারে।’
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৪ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৬ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৯ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে