অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়া অস্ত্র কিনছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, নিষেধাজ্ঞার কারণে নিজ সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহের সক্ষমতা অনেকটাই কমে গেছে মস্কোর। এ অবস্থায় উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে তারা।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের লক্ষ্যে পিয়ংইয়ং থেকে লাখো রকেট ও গোলা কিনছে রাশিয়া। এ যুদ্ধ চললে উত্তর কোরিয়া থেকে তারা আরও অস্ত্র কিনতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং থেকে অস্ত্র কেনার কথা উল্লেখ করে বলেছে, ‘এটি ভয়াবহ রকমের অস্ত্র স্বল্পতার ইঙ্গিতবাহী।’
এ সম্পর্কিত গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ওই খবরের প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সোভিয়েত অস্ত্র তার সম্ভাবনা হারিয়ে ফেলেছে।’ তারা বলেছে, ‘অস্ত্র, রাজনীতি কিংবা জীবনমানের প্রশ্নে যখন ইউক্রেন ন্যাটো মানের দিকে এগোচ্ছে, তখন রাশিয়া যাচ্ছে উত্তর কোরিয়ার মানের দিকে।’
এদিকে ইউক্রেন সংকটের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন। তিনি বলেছেন, তাদের বিভাজনের নীতির কারণেই রাশিয়া বলপ্রয়োগে বাধ্য হয়েছে।
বিবিসি জানায়, গত মাসেই উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার অধিকৃত দুটি অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ দুই অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানস্ক। একই সঙ্গে দেশটি মস্কোর সঙ্গে তার ‘কমরেডসুলভ’ বন্ধুত্ব আরও দৃঢ় করার বিষয়েও অঙ্গীকার প্রকাশ করে।
পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের গঠনমূলক বন্ধুত্বের পরিসর আরও বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়া অস্ত্র কিনছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, নিষেধাজ্ঞার কারণে নিজ সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহের সক্ষমতা অনেকটাই কমে গেছে মস্কোর। এ অবস্থায় উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে তারা।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের লক্ষ্যে পিয়ংইয়ং থেকে লাখো রকেট ও গোলা কিনছে রাশিয়া। এ যুদ্ধ চললে উত্তর কোরিয়া থেকে তারা আরও অস্ত্র কিনতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং থেকে অস্ত্র কেনার কথা উল্লেখ করে বলেছে, ‘এটি ভয়াবহ রকমের অস্ত্র স্বল্পতার ইঙ্গিতবাহী।’
এ সম্পর্কিত গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ওই খবরের প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সোভিয়েত অস্ত্র তার সম্ভাবনা হারিয়ে ফেলেছে।’ তারা বলেছে, ‘অস্ত্র, রাজনীতি কিংবা জীবনমানের প্রশ্নে যখন ইউক্রেন ন্যাটো মানের দিকে এগোচ্ছে, তখন রাশিয়া যাচ্ছে উত্তর কোরিয়ার মানের দিকে।’
এদিকে ইউক্রেন সংকটের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন। তিনি বলেছেন, তাদের বিভাজনের নীতির কারণেই রাশিয়া বলপ্রয়োগে বাধ্য হয়েছে।
বিবিসি জানায়, গত মাসেই উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার অধিকৃত দুটি অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ দুই অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানস্ক। একই সঙ্গে দেশটি মস্কোর সঙ্গে তার ‘কমরেডসুলভ’ বন্ধুত্ব আরও দৃঢ় করার বিষয়েও অঙ্গীকার প্রকাশ করে।
পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের গঠনমূলক বন্ধুত্বের পরিসর আরও বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৭ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে