অনলাইন ডেস্ক
ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। তবে কোনো পক্ষের কাছ থেকেই এই দাবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইউক্রেনের সামরিক বাহিনীর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, দালনেসহ সাতটি গ্রাম লক্ষ্য করে আক্রমণ চালিয়েছেন রাশিয়ার সেনারা। ২৪ ঘণ্টায় ২৬ বার ইউক্রেনের প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করেছে তাঁরা। ওই অঞ্চলে ১৬টি সশস্ত্র সংঘর্ষের মধ্যে ১০টি এখনো চলমান।
ইউক্রেনের জনপ্রিয় সামরিক ব্লগ ‘ডিপস্টেট’ জানায়, দালনে রাশিয়ার দখলে চলে গেছে। রুশ সৈন্যরা গ্রামটিতে তাঁদের পতাকা উত্তোলন করেছেন। পুরো গ্রামে তাঁরা অবস্থান নিয়েছেন।
দালনে গ্রামের কাছাকাছি কুরাখোভের শহরগুলো এবং পোক্রোভস্ক ছিল রাশিয়ার আক্রমণের বড় লক্ষ্য। পোক্রোভস্ক থেকে ইউক্রেনের ইস্পাত শিল্পের জন্য কয়লা সরবরাহ করা হয়। কিছু প্রতিবেদন থেকে জানা যায়, রুশ সেনারা বর্তমানে এই শহর থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছেন।
বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। ৩৩ মাস ধরে চলা এই যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর রুশ সেনারা দনবাস অঞ্চল দখলে নিতে মনোযোগ দেন, যার মধ্যে রয়েছে দোনেৎস্ক ও লুহানস্ক। দোনেৎস্কে একের পর এক গ্রাম দখলে নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন তাঁরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। এরপরই যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালায় রাশিয়া। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। তবে কোনো পক্ষের কাছ থেকেই এই দাবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইউক্রেনের সামরিক বাহিনীর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, দালনেসহ সাতটি গ্রাম লক্ষ্য করে আক্রমণ চালিয়েছেন রাশিয়ার সেনারা। ২৪ ঘণ্টায় ২৬ বার ইউক্রেনের প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করেছে তাঁরা। ওই অঞ্চলে ১৬টি সশস্ত্র সংঘর্ষের মধ্যে ১০টি এখনো চলমান।
ইউক্রেনের জনপ্রিয় সামরিক ব্লগ ‘ডিপস্টেট’ জানায়, দালনে রাশিয়ার দখলে চলে গেছে। রুশ সৈন্যরা গ্রামটিতে তাঁদের পতাকা উত্তোলন করেছেন। পুরো গ্রামে তাঁরা অবস্থান নিয়েছেন।
দালনে গ্রামের কাছাকাছি কুরাখোভের শহরগুলো এবং পোক্রোভস্ক ছিল রাশিয়ার আক্রমণের বড় লক্ষ্য। পোক্রোভস্ক থেকে ইউক্রেনের ইস্পাত শিল্পের জন্য কয়লা সরবরাহ করা হয়। কিছু প্রতিবেদন থেকে জানা যায়, রুশ সেনারা বর্তমানে এই শহর থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছেন।
বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। ৩৩ মাস ধরে চলা এই যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর রুশ সেনারা দনবাস অঞ্চল দখলে নিতে মনোযোগ দেন, যার মধ্যে রয়েছে দোনেৎস্ক ও লুহানস্ক। দোনেৎস্কে একের পর এক গ্রাম দখলে নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন তাঁরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। এরপরই যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালায় রাশিয়া। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৭ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৭ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৮ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৯ ঘণ্টা আগে